পেটের রোগ ময়ূরেশ্বরের গ্রামে
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
পেটের রোগ ছড়িয়েছে ময়ূরেশ্বরের বীরনগরী গ্রামে। স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি মোকাবিলা নিয়ে স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। স্বাস্থ্য দফতরের কর্তারা অবশ্য পেটের রোগে মৃত্যুর খবর বা গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গত ১৯ অক্টোবর থেকেই বীরনগরী গ্রামের বায়েনপাড়ায় পেটের রোগের প্রকোপ দেখা দিয়েছে। ২১ অক্টোবর গৌরীবালা বায়েন নামে পাড়ার এক বৃদ্ধার মৃত্যু হয় সিউড়ি সদর হাসপাতালে। বৃহস্পতিবার বিকেলে বাড়িতে মারা যান গণেশ বায়েন নামে ৬৬ বছরের আরও এক বৃদ্ধ। যদিও তাঁরা পেটের রোগেই মারা গিয়েছেন কি না, নিশ্চিত নয়। স্থানীয় ফার্মার্স ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ মণ্ডলের অবশ্য দাবি, “১৪-১৫ জন গ্রামবাসী পেটের রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। দু’জন মারা গিয়েছেন। খবর দেওয়া সত্ত্বেও স্বাস্থ্য দফতর সময়মতো সজাগ হয়নি বলেই পরিস্থিতি এতটা জটিল হয়েছে। আমরা ফার্মার্স ক্লাবের তরফ থেকে যতটা করা সম্ভব করেছি।” শুক্রবার সকালে অবশ্য ব্লক ‘স্যানিটারি ইনস্পেক্টর’ রামচন্দ্র সাহার নেতৃত্বে গ্রামে পৌঁছয় স্বাস্থ্য দফতরের একটি দল। রামচন্দ্রবাবু বলেন, “গাফিলতির অভিযোগ ভিত্তিহীন। খবর পাওয়ার পরেই পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। জলদূষণের কারণেই পেটের রোগ ছড়িয়েছে বলে প্রাথমিক ভাবে আমাদের অনুমান।” একই সঙ্গে তাঁর দাবি, পেটের রোগ নয়, বার্ধক্যজনিত কারণে গ্রামের ওই দু’জনের মৃত্যু হয়েছে। |
বিষক্রিয়ায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
বিষক্রিয়ার জেরে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে তিনি মারা যান। মৃতার নাম অনিতা মণ্ডল (১৯)। বাড়ি রায়গঞ্জ থানার ভাতঘরা এলাকায় বুধবার দুপুরে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বার হয়ে সুভাষগঞ্জ এলাকায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী। |
সোনাগাছির যৌনকর্মীদের জন্য স্বাস্থ্যবিমা চালু করল কলকাতা পুরসভা। শুক্রবার, ভাইফোঁটার দিন পুরসভার তরফে সোনাগাছির ১০০০ যৌনকর্মীর হাতে বিমার কার্ড তুলে দেওয়া হয়। মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, প্রতি যৌনকর্মীর জন্য পুরসভা ৩০ হাজার টাকার স্বাস্থ্যবিমা করল। পরে শহরের সব যৌনপল্লির কর্মীদেরই এই বিমার আওতায় আনা হবে। |