সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে ছাত্র ভর্তির কথা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে এনে মন্ত্রিসভায় এই নিয়ে আলোচনা চান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কারণ, এই পদ্ধতিতে ভর্তির সিদ্ধান্ত নিয়েছিল বামফ্রন্ট সরকার। তাই মন্ত্রিসভার অনুমোদন ছাড়া এই সিদ্ধান্ত বজায় রাখার পক্ষপাতী নন শিক্ষামন্ত্রী। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি চৈতালি দত্ত বৃহস্পতিবার জানিয়েছিলেন, অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র ভর্তি হবে লটারির মাধ্যমে। শিক্ষার অধিকার নিয়ে ২০০৯ সালে পাশ হওয়া কেন্দ্রীয় আইন অনুযায়ী অষ্টম শ্রেণি পর্যন্ত প্রবেশিকা পরীক্ষা নেওয়া যাবে না। সেই আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই লটারির মাধ্যমে ছাত্র ভর্তি হবে বলে জানান চৈতালিদেবী। শিক্ষামন্ত্রী অবশ্য শুক্রবার বলেন, “লটারি করে ছাত্র ভর্তির সিদ্ধান্ত নিয়েছিল আগেকার সরকার। ওই সিদ্ধান্তই বলবৎ রাখা হবে কি না, সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য মন্ত্রিসভার সঙ্গে আলোচনা দরকার।” তবে তিনি শিক্ষার অধিকার আইন বলবৎ করতেই চান বলে জানিয়েছেন ব্রাত্যবাবু। প্রবেশিকা পরীক্ষা এবং লটারি ছাড়া তাঁদের কি অন্য কোনও পদ্ধতিতে ছাত্র ভর্তি করার পরিকল্পনা আছে? শিক্ষামন্ত্রী বলেন, “কোনও পরিকল্পনা নেই। রাজ্য মন্ত্রিসভায় আলোচনা করে সিদ্ধান্ত হবে।”
|
ফিলিপিন্সের একটি সংস্থা পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণনকে চলতি বছরের ‘গুসি শান্তি পুরস্কার’-এর জন্য মনোনীত করেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তির প্রয়াস ও মানবকল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান জানানো হয়। ওই পুরস্কার নিতে এ বছরের নভেম্বর মাসের শেষ সপ্তাহে ম্যানিলায় যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। |