ভাজ্জির জন্য দুঃখিত রাহুল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হোটেলে নিজের ঘরে বসে ডিনার করছিলেন। হঠাৎই জলন্ধরের বাড়ি থেকে রাত সাড়ে ন’টায় ফোন। “মাম্মি ফোন করেছিল। বলল তুই ইন্ডিয়া টিমে চান্স পেয়েছিস। মা’র গলা কাঁপছিল। আমিও সেকেন্ড কয়েক স্তব্ধ হয়েছিলাম। আমার জীবনের সবচেয়ে বড় খুশির দিন,” রাত সাড়ে দশটায় শুতে যাওয়ার আগে টিম হোটেলে বসে আনন্দবাজারকে বলছিলেন রাহুল শর্মা। জাতীয় দলে ঢুকে পড়া একমাত্র লেগস্পিনার। যিনি শুক্রবার রাতে একই সঙ্গে আনন্দিত ও দুঃখিত। আনন্দিত কারণ জীবনে প্রথম টেস্ট দলে সুযোগ। আর দুঃখিত কারণ বড় দাদা হরভজন সিংহ টিমে নেই। “হরভজনের জন্য খারাপ লাগছে। ও আমার বড় দাদার মতো। পঞ্জাবের সবাই ওকে দেখেই অনুপ্রাণিত হয়।” হরভজনের জন্য দুঃখিত হলে কী হবে, অনিল কুম্বলের কথা বলতে গিয়ে অভিভূত রাহুল। বললেন, “গত কয়েক মাস এনসিএ-তে অনিল স্যরের কাছে অনেক কিছু শিখেছি। প্রতি দিনই শিখি। আমার এই সাফল্যের পিছনে তাঁর অবদান কিছু কম নয়। বলতে পারেন লেগস্পিনের খুঁটিনাটি ওঁর কাছ থেকেই শিখছি।” জাতীয় দলে সুযোগ পাওয়াটা অনিল স্যর এবং তাঁর মা-কে উৎসর্গ করছেন রাহুল।
|
ভারত-পাক ড্র
সংবাদসংস্থা • বাসেলটন (অস্ট্রেলিয়া) |
ত্রিদেশীয় হকিতে তিন গোলে এগিয়ে থেকেও পাকিস্তানের বিরুদ্ধে শেষ পর্যন্ত ৩-৩ ড্র করল ভারত। বিস্ফোরক ম্যাচে খেলোয়াড়দের হাতাহাতিতে প্রায় দেড় মিনিট খেলা বন্ধও রাখতে হয়। ভারতের হয়ে গোল করেন তুষার খণ্ডকর, দানিশ মুজতবা এবং রুপিন্দর পাল সিংহ। পাকিস্তানের হয়ে দু’টি গোল করেন সোহেল আব্বাস। অন্য গোলটি অধিনায়ক শাকিল আব্বাসির।
|
বিধ্বস্ত পৈলান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মোহনবাগানের কাছে তিন গোল খাওয়ার পর এ বার চার গোল খেল পৈলান অ্যারোজ। মারগাওতে সুখবিন্দর সিংহের টিমকে ৪-০ হারাল হারাল করিম বেঞ্চারিফার সালগাওকর। চিডি দুটি গোল করলেন। ফ্রান্সিস ফার্নান্ডেজ পেনাল্টি থেকে একটি গোল করেন। আর একটি গোল আত্মঘাতী। আধ ঘন্টার মধ্যেই চার গোল হয়ে যায়। এ দিনের অন্য ম্যাচে শিলং লাজং ইম্ফলে ১-০ হারিয়েছে হ্যালকে। আর পুণে এফ সি ২-২ ড্র করেছে স্পোর্টিং ক্লুব গোয়ার সঙ্গে।
|
পুলিশের গুলিতে মৃত্যু রোশনের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তাঁকে যে আর পাওয়া যাচ্ছে না, তিনি যে মারা গেছেন, তা নিয়ে ফিসফাস ছিলই। এ বার মোহনবাগানের প্রথম জাতীয় লিগ জয়ী দলের শ্রীলঙ্কান তারকা রোশন পেরিরার মৃত্যুর খবর স্বীকার করে নিলেন আই লিগের শ্রীলঙ্কান কোচ পাকির আলি। শ্রীলঙ্কা জাতীয় দলের তারকা রোশন পেরিরা ড্রাগ পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন দীর্ঘ দিন। তাঁকে পুলিশ গ্রেফতার করে। দীর্ঘ দিন জেলে কাটাতে হয়। শ্রীলঙ্কার ফুটবলারদের রোশন নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে যেতেন বারবার। ঘটনাটা এত স্পর্শ কাতর। এ দিন চিরাগ কেরলের পাকিরও রোশনকে নিয়ে বেশি কথা বলতে চাননি। তবে জানা গেল, পুলিশের সঙ্গে মাফিয়াদের গুলির যুদ্ধে মারা গেছেন রোশন। এবং তা অনেক দিন হয়ে গিয়েছে। রোশন পেরিরা এখন পুরোপুরি অতীত।
|
টি টোয়েন্টিতে ফিরতে চান ওয়ার্ন
সংবাদসংস্থা • মেলবোর্ন |
অবসর ভেঙে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে পারেন শেন ওয়ার্ন। সোমবার এ ব্যাপারে সরকারি ঘোষণা করবেন প্রাক্তন অস্ট্রেলীয় স্পিনার। অস্ট্রেলীয় প্রচারমাধ্যমের খবর, ‘বিগ ব্যাশ’ টি-টোয়েন্টি টুর্নামেন্টে মেলবোর্নের দুটো দলের মধ্যে একটার হয়ে খেলতে পারেন ওয়ার্ন। |