সকালে থমকাল প্র্যাক্টিস, রাতে পণ্ড মেটালিকার শো
সারমেয় ঢুকে প্রথম দিনই
সুর কাটল সার্কিটে
‘হু লেট দ্য ডগস আউট?’
কুকুরগুলোকে কে ছেড়ে দিল?
১৯৯৮ সালে ত্রিনিদাদ ও টোব্যাগো কার্নিভালের জন্য গানটা লিখেছিলেন আনসলেম ডগলাস। ‘বাহা মেন’ পপ গ্রুপের এই গান পৃথিবী জুড়ে বিখ্যাত। কে জানত ক্যারিবিয়ান কার্নিভালের এই গানের লাইনটা ভারতের ফর্মুলা ওয়ান কার্নিভালকে এমন চূড়ান্ত বিব্রত করে তুলবে গ্রাঁ প্রি-র প্রথম দিনেই!
একটা কুকুরের জন্য বুদ্ধ সার্কিট নিয়ে গত কয়েক দিনের জয়গানের সুরটাই কেটে গেল শুক্রবার।
মাইকেল শুমাখার, সেবাস্তিয়ান ভেটেল, লুইস হ্যামিল্টন থেকে শুরু করে নারায়ণ কার্তিকেয়ন, করুণ চন্দোকরা সবে প্রথম ফ্রি প্র্যাক্টিস শুরু করেছেন। রেস ট্র্যাকে ঢুকে পড়ল একটা কুকুর। সঙ্গে সঙ্গে লাল পতাকা দেখালেন মার্শালরা। বন্ধ করে দিতে হল ফ্রি প্র্যাক্টিস। কখন কুকুর তাড়ানো হয়, হাপিত্যেশ করে বসে রইলেন ফর্মুলা ওয়ানের তারকারা। সারমেয়কে সরানোর পর তবে আবার প্র্যাক্টিস শুরু করা সম্ভব হল।
ফ্রি প্র্যাক্টিসের প্রথম পর্ব শেষ হওয়ার পরে ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষের তরফে তাদের কমিউনিকেশন বিভাগের প্রধান ম্যাটিও বনসিয়ানি বললেন, “ট্র্যাকের উপর এ ভাবে কুকুর চলে আসাটা মোটেই ভাল বিজ্ঞাপন নয়। ইট ওয়জ নট এ গুড সাইট।” অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। ঘটল না, এটুকুই যা বাঁচোয়া। পরে অবশ্য ‘‘কানাডা ও সিলভারস্টোনের মতো অভিজাত সার্কিটেও এই ধরনের ঘটনা ঘটেছে’’ বলে বাক্যের ছোবলটা তিনি কমিয়ে ফেলতে চাইলেন। বললেন, “সিলভারস্টোনে এক বার খরগোশ ঢুকে পড়েছিল। আর কানাডা রেস বন্ধ হয়ে গিয়েছিল কাঠবেড়ালি ঢুকে পড়ায়।” বুদ্ধ সার্কিটের বিপণন-দূত করুণ চন্দোক যোগ করলেন, “তুরস্কতে জিপি ২-তে দু’বার কুকুর ঢুকে পড়েছিল। ব্রাজিলেও কুকুর পেয়েছি ট্র্যাকে। অস্ট্রেলিয়ায় হরিণ।”
কিন্তু যে যা-ই বলুন, ভারতীয় গ্রাঁ প্রি-র প্রথম দিনেই পয়েন্ট কাটা গেল বুদ্ধ সার্কিটের।
প্রথম ফ্রি প্র্যাক্টিস শুরু হতেই বিপত্তি। ট্র্যাকে ঢুকে পড়ে কুকুরটি।
সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হয় প্র্যাক্টিস। বুদ্ধ সার্কিটে শুক্রবার। ছবি: এপি
পয়েন্ট হারালেন বিজয় মাল্যও। রাতে তাঁর আয়োজনে আফটার রেস পার্টি ‘এফ ওয়ান রকস’ মাতানোর কথা ছিল বিশ্বখ্যাত মার্কিন হেভি মেটাল ব্যান্ড ‘মেটালিকা’র। ‘প্রযুক্তিগত সমস্যায়’ মেটালিকা স্টেজেই উঠতে পারল না। গুড়গাঁওয়ে রাত দশটার পরে ফর্মুলা ওয়ানের বিখ্যাত গ্ল্যামারের বিচ্ছুরণ ঘটার কথা ছিল ক্রাউন প্লাজার এই পার্টিতে। বিজয় মাল্য ছাড়াও সহারা গোষ্ঠীর প্রধান সুব্রত রায় থেকে শুরু করে এক ঝাঁক দেশি-বিদেশি সেলিব্রিটির থাকার কথা ছিল। সব পণ্ড। লজ্জায় মাথা হেঁট। শোনা যাচ্ছে, ভাল রকম গণ্ডগোল হয়েছে সেখানে। অনুষ্ঠান দেখতে এসে ক্ষিপ্ত তরুণরা পোস্টার ছিঁড়ে দেয়। মঞ্চে উঠে পড়ে। অনেকে গেট ভেঙে ঢুকে পড়তে চাইছিল। মাল্যদের তরফে সরকারি কারণ অবশ্য, ‘টেকনিকাল হিচ’।
প্রথমে ট্র্যাকে কুকুর, তার পর মেটালিকার শো বাতিল দিল্লির অস্বস্তি চরমে। এমনিতেই ন্যাড়া মাঠে ক’টা ঘাস বসিয়ে উপর থেকে সবুজ রং স্প্রে করা হচ্ছে বলে ইংল্যান্ডে লেখালেখি হয়েছে। ১৯ তারিখ সার্কিটের উদ্বোধনের পরে মিডিয়া সেন্টারে চামচিকেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কিন্তু ফর্মুলা ওয়ান বস বার্নি একলেস্টোন সে সব “কোনও ব্যাপার নয়,” বলে উড়িয়ে দিয়েছিলেন। বৃহস্পতিবার শুমাখার, রুবেন্স ব্যারিকেলো, আদ্রিয়ান সুটিল, ফিলিপে মাসা, ইয়ার্নো ত্রুলি এবং কার্তিকেয়নের সাংবাদিক বৈঠকের মাঝে মিনিট খানেকের বিদ্যুৎ বিভ্রাট ঘটেছিল। রেসের আয়োজকেরা এই বলে দায় সারেন যে, গোটা সার্কিট বৃহস্পতিবার থেকেই আন্তর্জাতিক অটোমোবাইল ফেডারেশন এফআইএ-র নিয়ন্ত্রণে চলে গিয়েছে। তাঁদের কিছু করার নেই। মাইকেল শুমাখার বা সেবাস্তিয়ান ভেটেলরা দু’দফা প্র্যাক্টিসের শেষে সংবাদমাধ্যমের সামনে এ নিয়ে মুখ না খুললেও ছেড়ে কথা বলেননি অস্ট্রেলীয় মার্ক ওয়েবার। চ্যাম্পিয়ন রেড বুল দলে বিশ্ব চ্যাম্পিয়ন ভেটেলের এই টিমমেট মরসুমে রানার্স আপ হওয়ার লড়াইয়ে আছেন এবং ভারতীয় রেসটা তাঁর কাছে খুবই গুরুত্বপূণর্র্। আজ বিদেশি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ওয়েবারকে দেওয়ালি নিয়ে প্রশ্ন করা হয়। ওয়েবার বলেন, “দেওয়ালিটা আমি মিস করেছি। ফ্লাইটে ছিলাম। তবে আকাশ থেকে বাজি দেখেছি। কিন্তু এত কুকুর দেখে আমি শিহরিত!” সন্ধ্যায় লোটাস রেনোঁ দলের প্রেস বিজ্ঞপ্তির প্রথম লাইনটাই হল “হু লেট দ্য ডগস আউট। ইন্ডিয়ান জি পি, ফ্রাইডে ২৮ অক্টোবর ২০১১”।
কুকুর কেলেঙ্কারি যে সাড়া ফেলেছে, সেটা স্পষ্ট। সকালে ভারতীয় মোটর স্পোর্টস ফেডারেশনের প্রেসিডেন্ট ও করুণ চন্দোকের বাবা ভিকি চন্দোক একান্ত আলাপচারিতায় গর্ব করে বলেন, “অনেক সমালোচনা হয়েছে, অনেক নেতিবাচক কথা শুনেছি। সে সব নিয়ে মন্তব্যে যেতে চাই না। কিন্তু এটা প্রমাণ করে দেওয়া গিয়েছে যে, এই রেস শুধু ফর্মুলা ওয়ানের ভারতে আসা নয়। এই রেসের মাধ্যমে দুনিয়ার সামনে ভারতকে আমরা তুলে ধরতে পেরেছি।” তার কিছুক্ষণের মধ্যেই সারমেয়-কাণ্ড।
গত বছরের কমনওয়েলথ গেমসের দুর্বিষহ অভিজ্ঞতার রেশ এত দিন বুদ্ধ সার্কিটে পড়ে আসছিল। সময়ে কাজ শেষ হবে নাকি কমনওয়েলথ অভিজ্ঞতারই পুনরাবৃত্তি হবে, তা নিয়ে অনেক কালি-কাগজ খরচ হয়েছে। চন্দোক বলেছিলেন, “বারবার তুলনাটা কেন হচ্ছে জানি না। কিন্তু ওটা সরকারি ব্যাপার, এটা পুরো বেসরকারি। এখানে দারুণ কাজ হয়েছে।” বেসরকারি হাতে পড়লে ভারত বিশ্বমানের কাজ করে দেখাতে পারে, বুদ্ধ সার্কিটকে সামনে রেখে কথাগুলো জে পি গোষ্ঠীর তরফে, বিজয় মাল্যর তরফে বারবার বলা হচ্ছিল। কিন্তু কুকুরের সুবাদেই কমনওয়েলথ গেমসের সঙ্গে তুলনাটা আর এড়ানো যাচ্ছে না।
কমনওয়েলথ গেমস কমিশনার মাইকেল ফেনেলকে তাড়া করে বিপত্তি ঘটায় একটি কুকুর। শুক্রবার সেই গল্প তাড়া করল বুদ্ধ সার্কিটকে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.