তিন-তিনটি পাথর খাদানের অফিস পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে রামপুরহাট-ঝাড়খণ্ড সীমান্তে ঝাড়খণ্ডের শিকারিপাড়া থানা এলাকার চিত্রাগড়িয়া এলাকায়। অগ্নিসংযোগের পাশাপাশি হামলাকারীদের ভোজালির আক্রমণে গুরুতর জখম হয়েছেন এক যুবক। তিনি রামপুরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
শিকারিপাড়া থানার ওসি এস এম শেখ বলেন, “ওই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার বা আটক হয়নি। প্রাথমিক তদন্তে আমাদের ধারণা, স্থানীয় কোনও সমস্যা নিয়ে বিবাদের জেরে এলাকার কিছু দুষ্কৃতী এই হামলা চালিয়েছে। কোনও লিখিত অভিযোগ খাদান মালিকদের পক্ষ থেকে করা হয়নি।” রামপুরহাটের পাথর ব্যবসায়ীদের অধিকাংশেরই খাদান আছে শিকারিপাড়া থানা এলাকায়। বছর দেড়েক আগে পাঁচামির পাথর শিল্পাঞ্চলে অশান্তির সময় শিকারিপাড়াতেও বেশ কয়েকটি খাদানের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাতে যে তিনটি খাদান-কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেগুলির মধ্যে দু’টির মালিক রামপুরহাটেরই বাসিন্দা। অন্য জন স্থানীয় বাসিন্দা। দুষ্কৃতীদের হামলায় আহত শ্রমিকের বাড়িও শিকারিপাড়ায়। তাঁর দু’টি হাতই ভেঙেছে। ভোজালি দিয়ে কোপানোর দাগও রয়েছে। রামপুরহাটের পাথর ব্যবসায়ী অনিল গুপ্ত বলেন, “অফিসঘরের ভিতরে থাকা অনেক যন্ত্রাংশ পুড়ে গিয়েছে। পুলিশকে সব জানানো হয়েছে। পুলিশ তদন্ত করতে শুক্রবার সকালে এলাকায় গিয়েছিল।”
|
লাভপুরের পরে ময়ূরেশ্বর। ফের গণপ্রহারে মৃত্যুর ঘটনা বীরভূমে। মঙ্গলবার রাতে মোটরবাইক ছিনতাইয়ের অভিযোগে লাভপুরের বগতোড় গ্রামে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে ময়ূরেশ্বর থানার ঘোষগ্রামে এক দুষ্কৃতীকে পিটিয়ে মারে জনতা। পুলিশ জানায়, মৃত সমীর শেখ (৪৮) আদতে মুর্শিদাবাদের চৈতন্যপুর গ্রামের বাসিন্দা হলেও বিবাহসূত্রে দীর্ঘদিন সে ময়ূরেশ্বরের ছোটতুড়ি গ্রামে থাকত। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ চুরির উদ্দেশ্যে ৪-৫ জনের দুষ্কৃতীদল ঘোষগ্রামের এক বাসিন্দার বাড়িতে। বাড়ির লোকেরা লোকেরা সজাগ থাকায় দুষ্কৃতীরা চুরি করতে পারেনি। বোমাবাজি করতে করতে পালানোর চেষ্টা করে। গ্রামবাসীরা ধাওয়া করেন। বাকিরা পালাতে পারলেও ধরা পড়ে যায় সমীর। জনতার বেধড়ক পিটুনিতে তার মৃত্যু হয়। এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গ্রামের চৌরাস্তার ধারে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। বিভিন্ন জায়গায় গ্রামবাসীর জটলা। কিন্তু কেউ রাতের ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি। পুলিশ জানিয়েছে, নির্মলবাবু চুরির চেষ্টার অভিযোগ করেছেন থানায়। পাশাপাশি গণপ্রহারের মামলাও রুজু করেছে পুলিশ। সমীরের নামে এর আগেও একাধিক চুরি, ছিনতাই, ডাকাতি-সহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে পুলিশের দাবি। ওই দুষ্কৃতীদলে আর কারা ছিল, তা পুলিশ তদন্ত করে দেখছে।
|
কালীপুজোর বিসর্জনকে ঘিরে দু’টি গ্রামের মধ্যে গণ্ডগোলের জেরে শুক্রবার দুপুরে কিছুটা উত্তেজনা ছড়ায় রামপুরহাট থানার উদয়পুর এলাকায়। পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। গণ্ডগোলে জখম এক জনকে মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |