হাতের নাগালেই ভ্যাঙ্কুভার বিমানবন্দর। কিন্তু সেখানে পৌঁছনোর আগে রাস্তার উপরই দু’টুকরো হয়ে ভেঙে পড়ল একটি ছোট যাত্রিবাহী বিমান। গত কাল দুপুরে ভ্যাঙ্কুভারের রিচমন্ড শহরে ঘটনাটি ঘটে। বিমানের ন’জন যাত্রীই প্রাণে বেঁচে গিয়েছেন। তবে তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে এই বিমান দুর্ঘটনায় কোনও পথচারী আহত হননি বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
|
পরীক্ষামূলক উৎক্ষেপণ
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
পরমাণু অস্ত্র পরিবহণে সক্ষম ক্ষেপণাস্ত্র ‘হাতফ-৭’ বা ‘বাবর’-এর পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ হল পাকিস্তানে। ৭০০ কিলোমিটার দূরের যে কোনও বস্তুকে নির্ভুল নিশানা করতে পারে এটি। এমনকী কোনও রেডার এটির উপস্থিতি টের পাবে না। তবে ভারতের অনেক অঞ্চলে আঘাত হানার ক্ষমতা রাখে ‘হাতফ-৭’।
|
নরমপন্থীরা ক্ষমতায় এল তিউনিশিয়ায়
সংবাদসংস্থা • তিউনিশ |
প্রত্যাশামতোই তিউনিশিয়ায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল নরমপন্থী ইসলামি দল এন্নাদা। তিউনিশিয়ার ৪১.৪৭ শতাংশ মানুষ ভোট দিয়েছেন এন্নাদার প্রতিনিধিদের। চলতি বছরের জানুয়ারিতে গণবিদ্রোহের মুখে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট জিনে আবেদিন বেন আলি। আফ্রো-আরব দুনিয়া জুড়ে ‘আরব বসন্ত’ আন্দোলনের সেই শুরু। শুধু জিনে আবেদিনের ২৩ বছরের শাসনকাল নয়, ১৯৫৬ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে গত রবিবারই প্রথমবার জাতীয় নির্বাচন হয়েছিল তিউনিশিয়ায়।
|
মুশারফের নামে গ্রেফতারি পরোয়ানা
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
ফের গ্রেফতারি পরোয়ানা পারভেজ মুশারফের নামে। এ বার বালুচিস্তানের জাতীয়তাবাদী নেতা নবাব আকবর বুগতির হত্যার ঘটনায় প্রাক্তন পাক সেনানায়ক তথা প্রেসিডেন্ট মুশারফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল পাকিস্তানের একটি আদালত। এর আগে বেনজির ভুট্টো হত্যা-তদন্তেও গ্রেফতারি পরোয়ানা জারি হয় মুশারফের বিরুদ্ধে। বালুচিস্তান সরকার প্রথমে গিলানি সরকারের কাছে মুশারফকে দেশে ফেরানোর আর্জি জানিয়েছিল।
|
কুড়ানকুলামে যেতে বাধা রুশ বিজ্ঞানীদের
সংবাদসংস্থা • তিরুনেলভেলি |
কুড়ানকুলামে পরমাণু কেন্দ্রের জন্য নির্বাচিত স্থানে যাওয়ার সুযোগ হল না রাশিয়ার বিজ্ঞানীদের। পরমাণু কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন চলায় তাঁদের সেখানে যাওয়ার অনুমতি দিল না পুলিশ। ওই কেন্দ্রে উপকরণ সরবরাহ করার কথা রুশ সংস্থা অ্যাটমসট্রয় এক্সপোর্টের। সংস্থার কয়েক জন বিশেষজ্ঞ ওই জায়গায় যাওয়ার অনুমতি চান। প্রকল্পের কর্তারাও রাজি হন। কিন্তু, আন্দোলনকারীরা হামলা চালাতে পারেন বলে আশঙ্কা ছিল পুলিশের। |