|
|
|
|
মঙ্গলকোটে ফের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, নালিশ |
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট |
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারপিট হল মঙ্গলকোটের ন’পাড়া গ্রামে। আগেও এই এলাকায় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।
বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। শুক্রবার দু’পক্ষই মঙ্গলকোট থানায় পরস্পরের বিরুদ্ধে দলীয় অফিসে ঢুকে পতাকা, দলীয় নেত্রীর ছবি ছেঁড়ার অভিযোগ করেছে। মঙ্গলকোটের ওসি দীপঙ্কর সরকার বলেন, “দু’পক্ষেরই অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ন’পাড়া বাসস্টপেজে তৃণমূলের দলীয় কার্যালয়ের মধ্যে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা, তা থেকে মারপিট বেধে যায়। দেড় ঘণ্টা ধরে লাঠিসোঁটা নিয়ে দু’পক্ষের মারপিট চলে। সন্ধ্যায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় নেতা হাসমত শেখ বলেন, “আমরা দলের অফিসে বসেছিলাম। এমন সময়ে অন্য গোষ্ঠীর লোকজন আচমকা ভিতরে ঢুকে মারধর শুরু করে।” ওই গোষ্ঠীর তরফে কাশেম কাজি মঙ্গলকোট থানায় তৃণমূলের কোর কমিটির সদস্য বাশেদ আলি-সহ ৩২ জনের নামে অভিযোগ করেন। ন’পাড়া গ্রামের শেখ আব্দুর সুক্কুর পুলিশের কাছে পাল্টা অভিযোগে জানান, হাসমত ও কাশেম আচমকা তাঁদের উপরে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দু’পক্ষেরই কয়েক জন অল্পবিস্তর জখম হয়েছেন।
তৃণমূলের মঙ্গলকোট ব্লক কোর কমিটির সদস্য বাশেদ আলির দাবি, “তৃণমূলের নাম ভাঁড়িয়ে বেশ কিছু লোকজন ন’পাড়া বাসস্টপেজে তোলা আদায় করছে। বাধা দেওয়ায় মিথ্যা অভিযোগ করছে।” কোর কমিটির আর এক সদস্য অপূর্ব চৌধুরী অবশ্য জানান, ন’পাড়া গ্রামে দলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা তাঁর জানা নেই। |
|
|
|
|
|