শতবর্ষের রেওয়াজ মেনে এ বারও বুদবুদের কোটা গ্রামে শুক্রবার ভ্রাতৃ দ্বিতীয়ার দিন বিকালে ‘ভেলা ভাসান’ উৎসব হয়ে গেল। গ্রামে কালীপুজোর পাশাপাশি বেশ কয়েকটি হরগৌরীর পুজো হয়। এ দিন বিকেলে সব প্রতিমা নিয়ে যাওয়া হয় পুকুরের পাড়ে। গ্রামবাসীরা জানান, মোট ৮ টি কলসি দিয়ে ভেলা তৈরি হয়। ৯টি সারিতে ৯টি করে কলসি রেখে দড়ি ও বাঁশ দিয়ে বাঁধা হয়। তার উপর খড় বিছিয়ে তৈরি হয় ভেলা। ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা বাজিয়ে কালী মূর্তিকে পাড়ে রেখে ভেলায় চাপিয়ে পুকুর ঘোরানো হয় হরগৌরীকে। তার পরে সব প্রতিমার এক সঙ্গে বিজর্সন হয়। মেলাও বসে। উৎসব কমিটির সম্পাদক কিষাণ কর্মকার জানান, বংশ পরম্পরায় এই উৎসব হয়ে আসছে। কোটা ছাড়াও আশপাশের গ্রামের বাসিন্দাও এই উৎসবে যোগ দেন।
|
ডিপিএলের বৈদ্যুতিক সরঞ্জাম ট্রাক্টরে করে নিয়ে পালানোর সময়ে হাতেনাতে ধরা পড়ে গেল এক দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাধন মণ্ডল। বাড়ি বাঁকুড়ার শালতোড়ায়। শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতে পাঠান। গোপন সূত্রে খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বৈদ্যুতিক সামগ্রী বোঝাই ট্রাক্টরটিকে ধরে ফেলে। এক দুষ্কৃতী ধরা পড়লেও বাকিরা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হবে। |