টুকরো খবর
শোক ভুলে ছন্দে বগুলা
ফের চেনা ছন্দে ফিরল বগুলা। কালীপুজোর আগের দিনই বগুলার রাস্তায় ঢল নামে মানুষের। বগুলায় কালীপুজোই প্রধান উৎসব। কিন্তু এ বারে উৎসবের প্রস্তুতিতে ব্যাঘাত তৈরি হয়েছিল। দুর্গা পুজোর ভাসানের পরে গুলিতে এক মহিলার মৃত্যু নিয়ে উত্তেজনা তৈরি হয়। তিন পুলিশকর্মী সেই ঘটনার পরে সাময়িক ভাবে বরখাস্ত হন। গ্রেফতার হন একাধিক প্রভাবশালী কংগ্রেস নেতা। এর পরেই যেন উৎসবের প্রস্তুতিতে ছন্দপতন ঘটে। আশঙ্কা ছিল, দুর্গা পুজোর চেয়ে যে এলাকায় কালীপুজোর রোশনাই বেশি, সেখানে এ বারে কালীপুজো উপযুক্ত সমারোহে হবে কি না। কিন্তু সে সব আশঙ্কা কাটিয়ে বগুলা মেতেছে কালীপুজোয়। পুজোর দিন যত এগিয়ে এসেছে, ততই প্রস্তুতিতেও জোয়ার এসেছে। মণ্ডপসজ্জা থেকে শুরু করে আলোকসজ্জাকোনও কিছুতেই উদ্যোগের অভাব হয়নি। এলাহি আয়োজন করেছেন অনেক উদ্যোক্তা। শ্যামশ্রী বিহারের মধুবাসহাট থেকে শিল্পী এনে তৈরি করেছে সুদৃশ্য মণ্ডপ। অম্বেডকর ক্লাব ও লাইব্রেরি তৈরি করেছে সমুদ্রের নীচের অংশ। জলের উপরে জাহাজ আর জলের নীচে সামুদ্রিক প্রাণী মুগ্ধ করেছে দর্শকদের। বিদ্রোহী সঙ্ঘের মণ্ডপে শিল্পী তাঁর নিপুণ হাতে ফুটিয়ে তুলেছেন বাঙালির বারো মাসের তেরো পার্বণের ছবি। রয়েছে, হ্যাপি ক্লাব, আপনজন, ভারতী সঙ্ঘ, ইউনাইটেড ক্লাব, বয়েজ রেজিমেন্ট, অনামিকা ক্লাব, ইন্দিরা সঙ্ঘ, সব্জি ভাণ্ডার সমিতি, স্টেশন পাড়ার আমরা সবাই বারোয়ারি। অনেকেরই বাজেট দেড় থেকে দু’লক্ষ টাকা। দু’টি পুজো কমিটির সম্পাদক বিকাশ বিশ্বাস বলেন, “সব ভুলে মানুষ আবার উৎসবে মেতেছেন। এলাকা পুরোপুরি শান্ত। আমরা আয়োজনে কোনও ত্রুটি রাখতে চাইনি।” তাঁর কথায়, “বিসর্জনের ঘটনার পরে বগুলায় ছন্দপতন ঘটেছিল, তবে তা কাটিয়ে ওঠা গিয়েছে।” আর একটি ক্লাবের সম্পাদক মন্টু জোয়ারদার বলেন, “আমরা জানতাম মানুষ শেষ পর্যন্ত সব ভুলে উৎসবমুখীই হবে। বিসর্জনের দিন গণ্ডগোলের ঘটনা কিন্তু উৎসবে কোনও প্রভাব ফেলবে না।” তবে ব্যতিক্রম যে নেই, তা নয়। ওই ঘটনার প্রেক্ষিতে বন্ধ কৈখালির যুবগোষ্ঠীর পুজো। গত বারও এই পুজোর বাজেট ছিল আড়াই লক্ষ টাকা। কিন্তু রাজেশ্বরী মল্লিক নামে ওই মহিলার মৃত্যুর পরে ওই এলাকার মানুষ পুজো বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। ওই পুজোর মূল উদ্যোক্তা ছিলেন কংগ্রেস নেতা বিমল বিশ্বাস। তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আরতি বন্ধ পোড়া মায়ের
মানুষের বিশ্বাস, দেবী আরতি চান না। আর তাই দেড়শো বছরের পুরনো এই পুজোয় দেবীর আরতি করা হয় না। প্রায় ১৫০ বছর আগে বর্ধমানের গঙ্গাটিকুরি গ্রামের বাসিন্দা প্রয়াত গোপালচন্দ্র মজুমদার স্বপ্নাদেশ পেয়েছিলেন। সেই অনুসারে তিনি ভাগীরথীর পশ্চিমপাড়ে দেবীর পুজো শুরু করেন। মজুমদার পরিবারের এই পুজো বছর বারো আগে সর্বজনীন পুজোর চেহারা পায়। প্রতিমার মাহাত্ম্য নিয়ে লোক মুখে আলাদা আলাদা কাহিনি প্রচলিত আছে। রেজিনগরের শক্তিপুরের পোড়া মা পুজোয় দেবীর আরতি হয় না। অনেকে বলেন, ৭০ বছর আগে পুজোর দিন আরতির আগুণে পুড়ে গিয়েছিলেন দেবী। তার পর থেকেই দেবীর নামকরণ হয়েছে পোড়া মা। তবে অনেকের মতে, শক্তিপুরের তালডাঙার কালীর বোন এই পোড়া মা। এই ভাবেই দেবীকে স্বপ্নে দেখেছিলেন গোপালচন্দ্র মজুমদার। প্রাক্তন শিক্ষক রণজিৎ সরকার বলেন, “ছোটবেলা থেকেই শুনে আসছি, অগ্নিকাণ্ডের জন্যই পোড়া মায়ের পুজোয় আরতি করা হয় না।” পোড়া মায়ের পুজো দেখতে শুধু নদিয়া মুর্শিদাবাদের মানুষই নন, ভিড় জমান বর্ধমান, চন্দননগরের মানুষও। পোড়া মা পুজো কমিটির সম্পাদক স্বপন দাস বলেন, “দেবীর পুজো দেখতে এলাকার প্রতিটি মানুষ আসেন।”

ধামা-কুলোয় সেজেছে মণ্ডপ
ধামা, কুলো আর ঝুড়ি দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। কান্দির জীবধরপাড়ার পুজোর এবারের ‘থিম’ বারো মাসে তেরো পার্বণ। ১১ বছরের পুজোয় এ বার হাজার খানেক ধামা-কুলো দিয়ে ২৫ ফুট প্যান্ডেল হয়েছে। রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জাও। বারো মাস ধরে পূজিত হওয়া দেব দেবীদের মূর্তি তৈরি হয়েছে প্লাইবোর্ডের উপরে। ধুমধাম করে পুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছে খিচুড়ি ভোগেরও। পুজো কমিটির সদস্য শঙ্খ সরকার বলেন, “প্লাস্টিকের যুগে বাঁশের তৈরি এই সব ঝামা-কুলোর ব্যবহার তো প্রায় উঠেই গিয়েছে। গ্রামীণ কুটির শিল্পের সঙ্গে জড়িত শিল্পীদের উৎসাহ দিতেই এবার আমরা কুলো, ঝুড়ি দিয়ে মণ্ডপ সাজিয়েছি। ”

নতুন ব্লক সভাপতি
সুতি-২ ব্লক কংগ্রেসের নতুন সভাপতি হলেন বিধায়ক ইমানি বিশ্বাস। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক দাস বলেন, “দলকে আরও শক্তিশালী করতে এই পরিবর্তন।” অপসারিত ব্লক সভাপতি আলফাজুদ্দিন বিশ্বাস বলেন, “পরিবর্তনের কথা আমাকে আগে জানানো হয়নি। নতুন সভাপতি সাংগঠনিক ক্ষেত্রে কোনও সাহায্য চাইলে নিশ্চই করব।”

গাঁজা উদ্ধার
পাট বোঝাই একটি লরি থেকে দেড় টন গাঁজা উদ্ধার করল শুল্ক দফতরের কর্মীরা। বুধবার ভোরে বহরমপুরের গির্জা মোড়ে ওই লরিটি আটক করা হয়। চালক-সহ ২ জনকে গ্রেফতারও করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.