টুকরো খবর |
আলোর বন্যায় ভাসল দুই শহর
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আলোর উৎসবে মাতল মেদিনীপুর, খড়্গপুর দুই শহর ও তার আশপাশের এলাকা। বুধবার সন্ধে নামতেই শুরু হল আলোর রোশনাই। উৎসবের আনন্দে গা ভাসালেন আট থেকে আশি। দুই শহরেই কালীপুজো ও দীপাবলি ঘিরে উৎসাহ ছিল নজরে পড়ার মতো। খড়্গপুরে বহু ভাষাভাষি মানুষের বাস। এখানে উৎসব আরও রঙিন। তেলুগু সম্প্রদায়ের লোকজন এ দিন বাড়িতে লক্ষ্মীপুজো করেন। বাড়ির চারপাশ আলো দিয়ে সাজানো হয়। পাড়ায় পাড়ায় চলে হইহুল্লোড়। প্রতিবেশীদের প্রসাদ দেওয়া হয়। রেলশহরে কয়েকটি বড় বাজেটের কালীপুজোও হচ্ছে। নানা থিমের মণ্ডপ ও প্রতিমা দেখতেও বুধবার বিকেল থেকেই ভিড় করেন মানুষ। ইন্দা, পুরাতন বাজার, কৌশল্যা থেকে মালঞ্চ, ঝাপেটাপুর উদ্দীপনা চোখে পড়ে সর্বত্রই। একই অবস্থা মেদিনীপুরেও। শহরের প্রায় প্রতিটি পাড়াতেই একাধিক কালীপুজো হচ্ছে। এ বার থিম-পুজোর সংখ্যাও বেড়েছে লক্ষণীয় ভাবে। সন্ধে নামতেই কেরানিতলা, এলআইসি মোড়, ছোটবাজার থেকে বড়বাজার, নতুন বাজার--একের পর এক এলাকা সেজে ওঠে নানা রঙের আলোয়। বটতলাচক, হবিবপুর এলাকার কালী মন্দিরগুলিতেও সকাল থেকেই ছিল ভক্তদের ভিড়। উৎসবের দিনে অনভিপ্রেত ঘটনা এড়াতে সর্তক ছিল পুলিশ-প্রশাসন। দুই শহরেই বাড়তি নজরদারি চলেছে। রেলশহরে টহল দেয় পুলিশ। আগের দিন থেকে বিশেষ তল্লাশিও শুরু হয়। নানা অভিযোগে প্রায় ১০০ জনকে গ্রেফতার করে পুলিশ। নিষিদ্ধ শব্দবাজির কেনাবেচা বন্ধ করতেও তল্লাশি চালানো হয়।
|
কমিটি-নেতাকে ধরার দাবি
নিজস্ব সংবাদদাতা • গোয়ালতোড় |
তোলা আদায়ে অভিযুক্ত জনগণের কমিটির জামিনপ্রাপ্ত নেতা গোপাল পাণ্ডে ও তাঁর সঙ্গীদের গ্রেফতার, সন্ত্রাস বন্ধ, এলাকায় পুলিশ চৌকি তৈরি-সহ নানা দাবিতে পথ অবরোধ করলেন গোয়ালতোড়ের পাটাশোলের বাসিন্দারা। গ্রামবাসীর কাছে গোপাল ও তাঁর সঙ্গীরা মঙ্গলবার সন্ধ্যায় মোটা টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ। বিহিত চেয়ে রাতেই থানা ঘেরাও করেন গ্রামবাসী। আর বুধবার সকাল ৭টা থেকে গোয়ালতোড়-সারেঙ্গা রাস্তায় অবরোধ শুরু হয়। সামিল হন সংলগ্ন পাথরপাড়া পঞ্চায়েতের বুলানপুরের বাসিন্দারাও। কালীপুজোর সকালে এই অবরোধে যানজট হয়। ১০টা নাগাদ পুলিশ গিয়ে অবরোধ তুলে নিতে বলে। তাতেও লাভ হয়নি। শেষে শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তাঁর মধ্যস্থতায় গ্রামবাসীদের দাবি মানে পুলিশ। পাঁচ ঘণ্টা পরে অবরোধ ওঠে। পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি বলেন, “তোলা আদায়ে অভিযুক্তদের ধরতে অভিযান হচ্ছে।”
|
সাসপেন্ড পুলিশকর্মী
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
সাসপেন্ড হলেন ঘুষ নেওয়ায় অভিযুক্ত চন্দ্রকোনা থানার সাব-ইন্সপেক্টর সনাতন গোস্বামী। মঙ্গলবার বিকেলে এক মাংস ব্যবসায়ীর থেকে ৪ হাজার টাকা নেওয়ার সময়ে হাতেনাতে ধরা পড়েন ওই পুলিশকর্মী। ওই সাব-ইন্সপেক্টর টাকা নেওয়ার কথা স্বীকারও করেন। জেলার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি বলেন, “ওই অফিসারকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।”
|
নতুন কমিটি |
সম্প্রতি খড়্গপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূলের কমিটি গঠিত হল। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সুনন্দা চক্রবর্তী। কার্যকরী সভাপতি স্নিগ্ধা মণ্ডল ও সম্পাদিকা সঙ্গীতা শিকদার। এই উপলক্ষে শ্রীকৃষ্ণপুর হাইস্কুলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবাশিস চৌধুরী, কমল কুণ্ডু প্রমুখ।
|
খড়্গপুরে নচিকেতা |
কালীপুজো উপলক্ষে সুভাষপল্লি কালীমন্দিরে মঙ্গলবার সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী নচিকেতা চক্রবর্তী ও রিয়া মাইতি। রেলশহরের এই পুজোর এ বার সুবর্ণজয়ন্তী বর্ষ। |
|