ফের গ্রেনেড হামলা কাশ্মীর উপত্যকায়। গত দু’দিনে এই নিয়ে পাঁচ বার। আজ দুপুর নাগাদ জম্মু-কাশ্মীরের অনন্তনাগের একটি বাজারে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। এই ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন স্থানীয় বাসিন্দা। তাঁরা হাসপাতালে ভর্তি। গত কাল থেকেই কাশ্মীরের পরিবেশ অশান্ত। নিরাপত্তাবাহিনীকে লক্ষ করে একের পর এক হামলা চালাচ্ছে জঙ্গিরা। আজকের হামলারও লক্ষ্য ছিল পুলিশের একটি গাড়ি। কিন্তু গ্রেনেডটি লক্ষ্যভ্রষ্ট হয়। পুলিশ জানিয়েছে, আজ দুপুর দেড়টা নাগাদ অনন্তনাগের বিজবেহারা এলাকার গোরিওয়ান বাজারে একটি দোকানের সামনে বিস্ফোরণটি হয়। ব্যস্ত সময়ে বাজারে তখন বেশ ভিড় ছিল। কোনও জঙ্গি সংগঠন আজকের হামলার দায় স্বীকার করেনি। তবে পরপর কয়েকটি হামলার পর উপত্যকার সাধারণ মানুষ আতঙ্কিত। রাজ্যের পরিস্থিতি আরও জটিল হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার ভাই মুস্তাফা কামালের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে। এমনিতে জম্মু-কাশ্মীরের কয়েকটি এলাকা থেকে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) তোলা নিয়ে বিতর্ক চলছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে সেনাবাহিনীর একাংশের টানাপোড়েনও লক্ষণীয়। ওমর চাইলেও সেনা এখনই রাজ্য থেকে আফস্পা তোলার বিরোধী। এরই মধ্যে গত কাল ওমরের আত্মীয় মুস্তাফা কামাল অভিযোগ করেছেন, আফস্পা যাতে তুলতে না হয়, তার জন্য সেনার একাংশই উপত্যকায় সাম্প্রতিক হামলাগুলি চালাচ্ছে। এর সঙ্গে জঙ্গিদের কোনও সম্পর্কই নেই। কামালের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন সেনাবাহিনীর কর্তারা। যদিও তাঁর ভাই সেনাবাহিনীর বিরুদ্ধে কোনও বিরূপ মন্তব্য করেননি বলে আজ দাবি করেছেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।
|
নিজের ঘরে আটকে থেকে নয়, সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে হবে আলোর উৎসব। শ্রীনগরে ঝিলম নদীর পাড়ে বুন্দ এলাকায় আগামিকাল এমনই ‘দিওয়ালি মিলন’-এর পরিকল্পনা করেছে কাশ্মীরি পণ্ডিত সংঘর্ষ সমিতি। রেডিওতে সব শ্রেণি, সব ধর্মের মানুষকে মোমবাতি এবং প্রদীপ দিয়ে নদীর পাড় সাজানোর আহ্বান জানিয়েছে তারা। আহ্বান সফল হলে গত ২১ বছরে এই প্রথম উপত্যকায় দিওয়ালি পালিত হবে।
|
ভেঙে পড়েছিল জীর্ণ বয়ে আসা বাড়ি। বিহারে ভাগলপুর জেলায় গোরগ্রামা গ্রামে। কাল রাতে ঘটে এই দুর্ঘটনা। পরে উদ্ধারকার্য চালাতে গিয়ে দেখা যায়, বিপুল ধসের নীচে চাপা পড়ে আছে কয়েকটি শিশু। পুলিশ জানায়, ধসের তলা থেকে কোনও রকমে বার করা হয় তিনটি শিশুকে। ততক্ষণে নিথর হয়ে গিয়েছে সিম্পি কুমারী (৭) ও ফুসো কুমারীর (৮) দেহ। আরও একটি শিশুকে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়েছে জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে। জখম শিশুটির অবস্থা আশঙ্কাজনক।
|
শান্তি আলোচনার ‘খুড়োর কল’ ঝুলিয়ে রেখে জঙ্গি সংগঠনগুলির নিশ্চিন্ত তোলাবাজির বিরোধিতায় নামলেন অসমের ব্যবসায়ীরা। অসম চেম্বার অফ কমার্স আজ এক সাংবাদিক সম্মেলনে দাবি করল, আলফা-সহ যে সব জঙ্গি সংগঠন কেন্দ্রের সঙ্গে শান্তি প্রক্রিয়া শুরু করেছে, বা সংঘর্ষ বিরতিতে রয়েছে, তাদের হাত থেকে অস্ত্র নিয়ে নেওয়া হোক। এই বণিক সংগঠনের অভিযোগ, তথাকথিত সংঘর্ষবিরতি পালনের অছিলায় বিভিন্ন সংগঠনের জঙ্গিরা অস্ত্রের জোরে তোলা আদায়কে রীতিমতো পেশা বানিয়ে ফেলেছে। |