চতুর্থ ফ্রন্ট গড়ার চেষ্টা
বিরোধীদের সঙ্গে শরদের যোগাযোগে ক্ষুব্ধ কংগ্রেস
নানা সঙ্কটে জেরবার অবস্থার মধ্যেই শরিক শরদ পওয়ারের গলায় প্রকাশ্য সমালোচনা শুনে ক্ষুব্ধ সনিয়া গাঁধী ও মনমোহন সিংহ।
মহারাষ্ট্রের রাজনীতিতে বসন্ত বাবাসাহেব পাটিলের উত্তরসূরি শরদ পওয়ারের সঙ্গে ১০ জনপথের সম্পর্ক কোনও দিনই মধুর নয়। সনিয়াকে ‘বিদেশিনি’ আখ্যা দিয়ে কংগ্রেস ছেড়েছিলেন পওয়ার। তবে পৃথক দল গড়লেও রাজনীতির বাধ্যবাধকতায় সেই কংগ্রেসের সঙ্গেই জোট বাঁধতে হয়েছে তাঁকে। কিন্তু ভাঙা আয়না জোড়া লাগেনি। দুর্নীতির নানা অভিযোগে ইউপিএ সরকার যখন কার্যত কোণঠাসা, তখন ফের মুখ খুলেছেন পওয়ার। টু-জি থেকে শুরু করে কমনওয়েলথ পর্যন্ত দুর্নীতির অভিযোগের উল্লেখ করে বলেছেন, ‘জনমানসে এই ধারণা তৈরি হয়েছে যে সরকার দুর্বল। এই ধরনের পরিস্থিতিতে অন্যান্য শক্তিগুলি মাথাচাড়া দিয়ে ওঠে। আর সরকারের কর্তৃত্ব কমে যায়। দুর্ভাগ্যজনক ভাবে এখন সেটাই হয়েছে।’
শুধু প্রকাশ্যে সরকারের সমালোচনাই নয়, পওয়ার কংগ্রেস-বিরোধীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখতে শুরু করেছেন বলেও খবর এসেছে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কাছে। সনিয়া-মনমোহন জানতে পারছেন, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত রাজশেখর রেড্ডির পুত্র জগন্মোহনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলেছেন পওয়ার। মুম্বইয়ে দু’জনের মধ্যে বেশ কয়েক বার বৈঠক হয়েছে। জগন্মোহন কংগ্রেসের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে নতুন দল গড়েছেন। অন্ধ্র বিধানসভার আসন্ন নির্বাচনে কংগ্রেসকে নাকানিচোবানি খাওয়ানোর প্রস্তুতি নিচ্ছেন। এমনকী, নিজে তেলেঙ্গানা বিরোধী হয়েও টিআরএস নেতা চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন। সেই জগন্মোহনের সঙ্গে পওয়ারের ঘন ঘন বৈঠকের কারণ কী, সেটাই প্রশ্ন কংগ্রেসের শীর্ষ নেতাদের।
জগন্মোহন ছাড়া ডিএমকে-প্রধান করুণানিধি এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গেও যোগাযোগ রেখে চলছেন পওয়ার। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির এক শীর্ষ নেতা বলেন, “২০১৪-এর লোকসভা ভোটের আগে পওয়ার আবার একটি চতুর্থ ফ্রন্ট গড়ে তোলার চেষ্টা করছেন। তাঁর ধারণা পরের লোকসভা নির্বাচনে কংগ্রেস ১০০টি আসনও পাবে না। আবারও বিজেপি-রও যা অবস্থা, তাতে তারা কতটা কী করতে পারবে, তা এখনও অনিশ্চিত।’’
কংগ্রেস সূত্র অনুসারে, মায়াবতী ও জয়ললিতাকে নিয়ে ফের তৃতীয় ফ্রন্ট গড়ার চেষ্টা চালাবেন প্রকাশ কারাট। কিন্তু পশ্চিমবঙ্গ এবং কেরলে সিপিএমের করুণ অবস্থার জন্য তৃতীয় ফ্রন্টের প্রাসঙ্গিকতা এ বার আরওই কম। অন্য দিকে, এনডিএ-ও এখন খুব দুর্বল হয়ে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, নবীন পট্টনায়ক জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন। সবেধন নীলমণি শরিক নীতীশ কুমার নিজেই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। ফলে এনডিএ-র বদলে অন্য কোনও জোট যদি তাঁকে প্রধানমন্ত্রী করতে চায়, তা হলে তাঁর সাড়া দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
কংগ্রেস শীর্ষ নেতৃত্ব মনে করছেন, এই ঘোলা জলে এখন থেকেই মাছ ধরার চেষ্টায় নেমে পড়েছেন পওয়ার। তিনি কংগ্রেসের বিকল্প হিসেবে একটি আঞ্চলিক ফ্রন্ট গঠনের চেষ্টা করছেন। যে জোটকে ভবিষ্যতে বাধ্য হয়েই কংগ্রেস বাইরে থেকে সমর্থন করবে বলে পওয়ার মনে করছেন। অতীতে যেমন মোরারজি দেশাই, চরণ সিংহ, চন্দ্রশেখর, দেবগৌড়া, গুজরালের ক্ষেত্রে এটা করতে বাধ্য হয়েছিল কংগ্রেস। পওয়ারের এই বেগ দেওয়ার রণকৌশলে কংগ্রেস হাইকম্যান্ড খুবই অসন্তুষ্ট।
তবে ভেতরে ভেতরে ক্ষুব্ধ হলেও প্রকাশ্যে কিন্তু পওয়ারের সমালোচনার উত্তর দিয়ে পরিস্থিতি আরও জটিল করতে চাইছে না কংগ্রেস। পওয়ারের বিতর্কিত সাক্ষাৎকার প্রকাশের পরে বিষয়টি কার্যত উপেক্ষা করেই প্রবীণ কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন, “মতামত ব্যক্ত করার অধিকার যে কোনও রাজনৈতিক নেতার আছে। এ সম্পর্কে আমার কিছু বলার নেই।” আজ সেই একই সুরে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, “শরদ পওয়ার যা বলেছেন, সেটা ওঁর ব্যক্তিগত মতামত। গণতন্ত্রে মতের ভিন্নতা থাকতেই পারে।”
একই সঙ্গে পওয়ারের চতুর্থ ফ্রন্ট নিয়ে জল্পনা এড়ানোর লক্ষ্যে সিঙ্ঘভি বলেন, “ইউপিএ ভেঙে যাচ্ছে এবং একটা চতুর্থ ফ্রন্ট তৈরি হচ্ছে এটা নিছক রাজনৈতিক কল্পনাবিলাস। এই ইউপিএ নিয়েই আমরা ২০১৪-র লোকসভা ভোটে যাব।” প্রকাশ্যে এ কথা বললেও কার্যক্ষেত্রে এই পরিস্থিতির মোকাবিলা কংগ্রেস কী ভাবে করবে, সেটা এখনও স্পষ্ট নয়। কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেন, “প্রতিটি লোকসভা নির্বাচনের আগেই পওয়ার সক্রিয় হয়ে ওঠেন। এক বার তো প্রমোদ মহাজনের সঙ্গে হাত মিলিয়ে, আডবাণীর সঙ্গে গোপন বৈঠক করে এনডিএ-তে যোগ দেওয়ার কথা পর্যন্ত বলে দিয়েছিলেন। আর এক বার শিবসেনার সঙ্গে বোঝাপড়ার কথা বলে দিয়েছিলেন।”
তবে ওই কংগ্রেস নেতার মতে, “পওয়ার ভোটের আগে টাকা খরচ করে সব সময় এই রাজনীতিটা করেন। কিন্তু শেষ পর্যন্ত আলাদা ফ্রন্ট গঠন না করে কংগ্রেসের সঙ্গেই দর কষাকষিটা করে নেন। গত নির্বাচনেও বামপন্থীদের সঙ্গে কথা বলে একই ভাবে দাম বাড়িয়েছিলেন তিনি। কাজেই এ বারেও পওয়ার যে তার ব্যতিক্রম ঘটাবেন, এমনটা ভাবার কোনও কারণ নেই।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.