ইনদওরের দুই ব্যবসায়ীকে অপহরণ করে কলকাতার বড়বাজারে মুক্তিপণ নিতে এসে ধরা পড়ল মুর্শিদাবাদের এক যুবক। কলকাতা পুলিশ জানায়, আব্দুল মোমিন (৩০) নামে ওই যুবকের বাড়ি লালগোলায়। মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারে মুক্তিপণের সাত লক্ষ টাকা নিতে এসেছিল সে। মধ্যপ্রদেশ পুলিশ কলকাতার গুন্ডাদমন শাখার গোয়েন্দাদের সহায়তায় তাকে গ্রেফতার করে। বুধবার তাকে ব্যাঙ্কশাল কোর্টে হাজির করানো হয়। বিচারক তাকে পুলিশি হেফাজতে ইনদওরে নিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। কলকাতা পুলিশের গোয়েন্দারা জানান, গোকুল শর্মা (৫৫) এবং তাঁর ছেলে রাজেশ শর্মা (২৫) ইনদওরের বাসিন্দা। সেখানেই ব্যবসা করেন তাঁরা। ১৪ অক্টোবর ইনদওর থেকে বাবা ও ছেলেকে অপহরণ করে দুষ্কৃতীদের একটি দল। মধ্যপ্রদেশ পুলিশ তদন্তে নেমে জানতে পারে, অপহরণকারীরা মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ের বিভিন্ন এলাকার আস্তানায় ওই দুই ব্যবসায়ীকে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কিছু দিন রাখে। দিন কয়েক আগে উত্তরবঙ্গের একটি জায়গায় নিয়ে আসা হয় তাঁদের। গোকুল শর্মার পরিবারের কাছে সাত লক্ষ টাকা মুক্তিপণও দাবি করে অপহরণকারীরা। পুলিশ জানায়, ওই ব্যবসায়ীর পরিবারের লোকজন মধ্যপ্রদেশ পুলিশের পরামর্শ মতো মুক্তিপণের টাকা দিতে রাজি হয়ে যান। মধ্যপ্রদেশ পুলিশ অপহরণকারীদের মোবাইলে আড়ি পেতে জানতে পারে, তাদের এক জন কলকাতার বড়বাজারের একটি জায়গায় মুক্তিপণের টাকা নিতে আসবে বলে জানিয়েছে। ওই রাজ্যের পুলিশ কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার গোয়েন্দাদের বিষয়টি জানায়। কলকাতা পুলিশের গোয়েন্দারা আব্দুলের টেলিফোনে আড়ি পেতে জানতে পারেন, বড়বাজারের কোন জায়গায় কখন সে টাকা নিতে আসবে। মুক্তিপণের টাকা নিতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়ে আব্দুল। মধ্যপ্রদেশ পুলিশের দাবি, অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। তাঁরা উত্তরবঙ্গ থেকে এ দিনই ইনদওরে রওনা হয়েছেন।
|
কালীপুজোর রাতে শহরের বেশ কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। তবে কোথাও বড় কোনও ক্ষতি হয়নি বলে দমকল সূত্রে খবর। দমকল জানায়, রাত আটটা নাগাদ টেকনিশিয়ান্স স্টুডিওর টিনের শেডে বাজি এসে পড়ায় আগুন ধরে যায়। দমকলের ৩টি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। স্টুডিওর ক্ষতি হয়নি। অন্য দিকে, সন্ধ্যায় মৌলালি মোড়ের কাছে একটি কাঠের গুদামে আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিন যায়। সকালে পর্ণশ্রীর বঙ্গশ্রীপল্লিতে আগুন লাগে দুর্গাপুজোর সময়ে তৈরি একটি মণ্ডপের কাঠামোয়। দমকলের ৩টি ইঞ্জিন যায়। স্থানীয়েরাও আগুন নেভাতে হাত লাগান। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, উড়ন তুবড়ি মণ্ডপটির উপরে এসে পড়ায় আগুন লাগে।
|
কালী পুজোর রাতে রাস্তা থেকে সদ্যোজাত এক শিশুকে উদ্ধার করল পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে পাটুলি থানার নিউরায়পুর এলাকায়। পুলিশ জানায়, এ দিন রাত সওয়া ৮টা নাগাদ নিউরায়পুর এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন স্থানীয় এক মহিলা। আচমকা তিনি রাস্তার ধার থেকে একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। কিন্তু আশেপাশে কোথাও তিনি কোনও শিশু দেখতে না পেয়ে রাস্তার ধারে খুঁজতে শুরু করেন। শেষে রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সির সামনে গিয়ে ওই মহিলা ফের শিশুটির কান্না শুনতে পান। এরপরে তিনি দেখেন ওই ট্যাক্সির পিছনের চাকার আড়ালে রাস্তার মধ্যেই কাঁথা মোড়া অবস্থায় ৫-৭ দিন বয়সের ওই শিশুটি পড়ে রয়েছে। ওই মহিলার চেঁচামেচিতে স্থানীয় লোকেরা বেরিয়ে এসে পাটুলি থানায় খবর দেন। পরে পুলিশ এসে ওই শিশুটিকে উদ্ধার করে চিত্তরঞ্জন শিশু সদন হাসপাতালে নিয়ে যায়। শিশুটি সুস্থ রয়েছে।
|
দু’টি ট্রাকের মধ্যে রেষারেষির জেরে মৃত্যু হল এক বৃদ্ধার। মঙ্গলবার রাতে, বারাসতের চাঁপাডালি মোড়ে। পুলিশ জানায়, দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই বৃদ্ধার জামাই। তাঁকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত দু’জনের নাম জানা যায়নি। পুলিশ জানায়, যশোহর রোডের ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন তাঁরা। তখন দু’টি ট্রাক রেষারেষি করতে গিয়ে তাঁদের ধাক্কা মারলে বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। একটি ট্রাককে আটক করে পুলিশ। অন্যটির খোঁজ চলছে।
|
মোটরবাইকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ওই মোটরবাইক চালকের। গুরতর আহত মোটরবাইকেরই দুই আরোহী। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হরিদেবপুর থানা এলাকায়। কারো মাথাতেই হেলমেট ছিল না। আহতরা এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। |