বোমার পরে এ বার আগ্নেয়াস্ত্র উদ্ধার হল নানুরের পাকুড়হাঁস গ্রামে। কয়েক দিন আগে এই গ্রামেই অভিযান চালিয়ে লাগোয়া মাঠ থেকে শতাধিক বোমা উদ্ধার করেছিল পুলিশ। মঙ্গলবার রাতে ফের ওই গ্রামের মির সানোয়ার আলির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় ৪টি একনলা বন্দুক, ১টি দোনলা বন্দুক এবং ৬ রাউন্ড কার্তুজ। পুলিশ জানিয়েছে, মির সানোয়ার-সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা কী কারণে আগ্নেয়াস্ত্র মজুত করেছিল, পুলিশ তা তদন্ত করে দেখছে। অন্য দিকে, বেআইনি আগ্নেয়াস্ত্র বিক্রির অভিযোগে অমল ঘোষ নামে ধৃত যুবককে বুধবার ৭ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বোলপুরের এসিজেএম নুরুজ্জামান আলি। ইলামবাজার থানার পুলিশ মঙ্গলবার বিকেলে ক্রেতা সেজে ধরমপুর পঞ্চায়েতের ধানাই গ্রামের বাসিন্দা অমলের কাছে যায়। এর পরে একনলা বন্দুক সমেত ওই যুবককে পুলিশ গ্রেফতার করে। পুলিশের দাবি, বেআইনি অস্ত্র বিক্রির কারবার করে অমল।
|
বাড়ির শৌচাগারের ভিতর থেকে এক বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে রামপুরহাট শহরের হাটতলা সোনাপট্টি এলাকার ঘটনা। পুলিশ জানায়, বৃদ্ধার নাম পূর্ণশশী রায় (৮৪)। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। অন্য দিকে, এ দিন দুপুরে রামপুরহাট থানার কৌড়গ্রামে লাগোয়া একটি জঙ্গল থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত দেহ পুলিশ উদ্ধার করে। পুলিশ জানায়, তাঁর বয়স আনুমানিক ৩০। স্থানীয় বাসিন্দারা মাঠে কাজে করতে এসে দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। |