ভারতে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রত্যাহার করার জন্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডাকে অনুরোধ করল ভারত। এখানে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মেলনের ফাঁকে আজ এই তিন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। প্রত্যেককেই তিনি বলেছেন, উৎসবের মরশুমে ভারতে যাওয়ার ব্যাপারে এই সব দেশ যে সতর্কতা জারি করেছে, তার ভাষা বাস্তব পরিস্থিতির সঙ্গে আদৌ সামঞ্জস্যপূর্ণ নয়। ভারতে যে ভাবে বিদেশি পর্যটকরা যাচ্ছেন, এই সতর্কবার্তা তার পরিপন্থী। সরকারি সূত্রে খবর, তিন মন্ত্রীর কেউই সতর্কবার্তা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেননি। তাঁদের বক্তব্য, এই বার্তা নেহাতই ‘রুটিন’। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী কেভিন রুড ভারতের বিদেশমন্ত্রীকে বলেন, এটা নিয়মমাফিক সতর্কবার্তা মাত্র। ভারতে জঙ্গি হামলার সম্ভাবনা নিয়ে কোনও খবর তাঁদের কাছে নেই। কানাডার বিদেশমন্ত্রী অবশ্য প্রতিশ্রুতি দেন, তাঁর দেশের বাসিন্দারা যাতে ভারতে যান, সে জন্য সরকার অবশ্যই উদ্যোগী হবে। আমেরিকা এবং ব্রিটেনও একই সতর্কতা জারি করেছে।
|
লিবিয়ায় থাকুক ন্যাটো, চায় অন্তর্বর্তী পরিষদ
সংবাদসংস্থা • দোহা |
এই বছরের শেষ পর্যন্ত ন্যাটোকে লিবিয়ায় থাকতে অনুরোধ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মুস্তাফা আব্দেল জলিল। গদ্দাফির যে সব সমর্থক প্রতিবেশী দেশগুলিতে পালিয়ে গিয়েছেন, তাঁরা প্রতিশোধ নিতে ফের আঘাত হানতে পারেন লিবিয়ায়। এই আশঙ্কা থেকেই মুস্তাফা এই অনুরোধ করেছেন বলে মনে করা হচ্ছে। তবে ন্যাটোর মুখপাত্র জানিয়েছেন, তাঁরা আনুষ্ঠানিক ভাবে এমন কোনও অনুরোধ পাননি। এ দিকে, মুয়ম্মর গদ্দাফির পারিবারিক আইনজীবী জানিয়েছেন, ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করতে পারে গদ্দাফির পরিবার।
|
ওবামার শুভেচ্ছা
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
গত বছর দীপাবলিতে মুম্বইয়ে এসেছিলেন। এ বছর দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে সে কথা স্মরণ করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত-সহ সারা পৃথিবীর হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধদের এই আলোর উৎসবের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। ওবামাই হোয়াইট হাউসে দীপাবলি উৎসব উদযাপন করেছিলেন। আবার দীপাবলির সময়ে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভারতে এসেছিলেন তিনিই। ওবামা বলেছেন, “ভারতে দেখেছি, এ সময় আত্মীয়-বন্ধুরা জড়ো হয়ে উৎসবে মেতে ওঠেন।”
|
বিস্ফোরণে মৃত ১০
সংবাদসংস্থা • কাবুল |
ছোট বোমায় পেট্রোলের ট্যাঙ্কারে হয়েছিল ছোট্ট গর্ত। তা দিয়ে পেট্রোল পড়তে শুরু করে। বালতি নিয়ে হাজির হন স্থানীয় বাসিন্দারা। তখনই বিস্ফোরণ। প্রাণ হারালেন ১০ জন আফগান। জখম ৩৫ জন। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে আফগানিস্তানের রাবাত গ্রামে। এই গ্রাম যে প্রদেশে, সেই পারওয়ানের গভর্নর তালিবানকে এ জন্য দায়ী করেছেন। তবে তালিবান এখনও এর দায় স্বীকার করেনি। |