শান্তি-সম্প্রীতি রক্ষার জন্য আবেদন জানালেন মুখ্যমন্ত্রী |
দীপাবলি ও শ্যামাপুজোয় ‘শান্তি এবং সম্প্রীতি’ রক্ষার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেক্সপীয়র সরণিতে মঙ্গলবার সন্ধ্যায় একটি পুজোর উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “আলোর উৎসবকে শান্তি ও সম্প্রীতির উৎসব হিসেবে পালন করুন।” তিনি রাজ্যের মানুষকে ‘সতর্ক’ করে বলেন, “উৎসবের আনন্দে কিছু দুষ্ট লোক অযাচিতভাবে দুষ্টমি করার চেষ্টা করে। তাদের ফাঁদে পা দেবেন না।’’ তিনি শব্দবাজি না ফাটানোর জন্যেও আবেদন জানান। তিনি বলেন, ‘‘শব্দদূষণ না করার জন্য হাইকোর্টের নির্দেশ তো আছেই। আমিও বলছি, এমন বাজি ফাটাবেন না, যাতে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। মনে রাখবেন, এক জনের আনন্দ, অপরের নিরানন্দের কারণ যেন না হয়।”
|
মুসলিমদের উন্নয়নে স্কুল-কলেজের আর্জি |
মুসলিমদের উন্নয়নে আরও বেশি স্কুল-কলেজ গড়তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন দারুল উলুম দেওবন্দের চ্যান্সেলর আবুল কাশেম নৌমানি। মাদ্রাসা পরিচালনার সমন্বয় কমিটি ‘রাবেতায়ে মাদারিশে’র সম্মেলন উপলক্ষে সম্প্রতি কলকাতায় আসেন তিনি। মমতা ঘোষণা করেছেন, ১০ হাজার মাদ্রাসাকে অনুমোদন দেবে তাঁর সরকার। কিন্তু নৌমানির বক্তব্য, এত মাদ্রাসার দরকার নেই। মুসলিমদের প্রকৃত উন্নয়ন চাইলে স্কুল, কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং-ডাক্তারি পড়ার ব্যবস্থা বেশি করে করা দরকার। ওই সমন্বয় কমিটির পরিচালনায় প্রায় সাড়ে সাতশো মাদ্রাসা চলে। |