খেলার টুকরো খবর
• ময়ূরেশ্বর থানার পারুলিয়া তরুণ সঙ্ঘের পরিচালনায় শুরু হল ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা। ২২ অক্টোবর থেকে স্থানীয় স্কুল মাঠে প্রতিযোগিতা চলছে। প্রথম খেলায় পারুলিয়া তরুণ সঙ্ঘ ২-১ গোলে মানিক কুকুরি আদিবাসী ক্লাবকে পরাজিত করে। ২৪ অক্টোবর সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন ৩-১ গোলে হারায় বসইপাড়া ক্লাবকে। ২৯ অক্টোবর মুখোমুখি হবে মথুরাপুর একাদশ ও চিনপাই ফুটবল ক্লাব।

• লোকপাড়া প্রতিবাদ ক্লাব আয়োজিত কমর্দ্দম হোসেন স্মৃতি স্বর্ণ ও রৌপ্য পদক প্রতযোগিতা চলছে স্থানীয় হাইস্কুল মাঠে। ১৯ অক্টোবর দ্বিতীয় খেলায় মল্লারপুর নইশুভা একাদশ ২-১ গোলে মুর্শিদাবাদের পারশালিকা যুব সমিতিকে পরাজিত করে। ২৩ অক্টোবর পাঁচথুপি মা শ্মশানকালী ক্লাব ১-০ গোলে পুরন্দরপুর কেশরী সঙ্ঘকে হারায়। আজ বুধবার মুখোমুখি হবে আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ও পারুলিয়া তরুণ সঙ্ঘ।
• দুবরাজপুরের আদমপুর গ্রামে হয়ে গেল দু’দিনের একটি ফুটবল প্রতিযোগিতা। উদ্যোক্তা আদমপুর যুব সঙ্ঘ। ২৪ অক্টোবর প্রতিযোগিতা শুরু হয়েছিল। মঙ্গলবার ফাইনাল হয়। মুখোমুখি হয়েছিল রাধামাধবপুর ফুটবল দল ও রূপশিমূল ফুটবল একাদশ। টাইব্রেকারে ৩-২ গোলে জয়ী হয় রাধামাধবপুর। ক্লাবের সদস্য রবিউল খান জানান, এতে ১৬টি দল যোগ দিয়েছিল। ট্রফির পাশাপাশি জয়ী ও রানার্স দলের জন্য ছিল সোনার পদক।

• তারাপীঠ মিলন সঙ্ঘের পরিচালনায় জয়তারা উইনার্স ও জয়বাম রানার্স নক আউট ফুটবল প্রতযোগিতায় বাহিরী একাদশকে ২-০ গোলে পরাজিত করল বর্ধমান ইয়ং স্টার ক্লাব। ১৪ নভেম্বর ফাইনাল খেলা হবে।

• কয়থা মিলনী ক্লাবের পরিচালনায় নকআউট ফুটবল প্রতিযোগিতার ২০ অক্টোবরের খেলায় ২-১ গোলে জয়ী হয়েছে জঙ্গীপুর সোনালি সঙ্ঘ। তারা বোলপুর সুরজিৎ স্মৃতিসঙ্ঘকে পরাজিত করেছে। মঙ্গলবার খেলা হয়েছে কলকাতা এস এল সঙ্ঘ ও আজিমগঞ্জ ওয়াই এ এ দলের মধ্যে। আজ, বুধবার খেলা হবে চাণক আদিবাসী ক্লাব ও দুমকা ফুটবল দলের মধ্যে। কাল বৃহস্পতিবার মুখোমুখি হবে বহরমপুর ফুটবল অ্যাসোসিয়েশন ও হুগলি ছাত্র একাদশ।

• আমোদপুর স্পোর্টস কমপ্লেক্সের উদ্যোগে আগামী ৩১ অক্টোবর থেকে স্থানীয় জয়দুর্গা হাইস্কুল মাঠে শুরু হবে আট দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। প্রথম খেলা সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন ও দুবরাজপুর বয়েজ ক্লাব।

• পাত্রসায়রের হাটকৃষ্ণনগর অন্নপূর্ণা অ্যাথলেটিক ক্লাব পরিচালিত স্পিড ট্রাস্ট চ্যালেঞ্জ ট্রফি২০১১ প্রতিযোগিতার ফাইনালে উঠল কলকাতার বেলঘরিয়া এসি ক্লাব। রবিবার হাটকৃষ্ণনগর মাঠে প্রথম সেমিফাইনালে বেলঘরিয়া ৫-০ গোলে পুরুলিয়া জঙ্গলমহল একাদশকে হারায়। রবিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে কলকাতা স্পোটিং ইউনিয়ন ও তারকেশ্বর ফুটবল অ্যাকাডেমি।

• বিষ্ণুপুরের ভড়া অ্যাকশন ক্লাব পরিচালিত নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল জয়পুরের শ্যামদাসপুর কালীমাতা সঙ্ঘ। শনিবার ভড়া হাইস্কুল মাঠে দ্বিতীয় সেমিফাইনালে ৩-০ গোলে তারা পত্রসায়র রোলনগর এন এস জি ক্লাবকে হারায়। ২৫ সেপ্টেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। এতে ৮টি দল যোগ দিয়েছিল। ৫ নভেম্বর ফাইনাল খেলা হবে পাত্রসায়রের বালসি বিবেকানন্দ ক্লাবের সঙ্গে।

• পাত্রসায়রের হাটকৃষ্ণনগর অন্নপূর্ণা অ্যাথলেটিক ক্লাব পরিচালিত স্পিড ট্রাস্ট চ্যালেঞ্জ ট্রফি২০১১ প্রতিযোগিতার ফাইনালে উঠল কলকাতার বেলঘরিয়া এসি ক্লাব। রবিবার হাটকৃষ্ণনগর মাঠে প্রথম সেমিফাইনালে বেলঘরিয়া ৫-০ গোলে পুরুলিয়া জঙ্গলমহল একাদশকে হারায়। রবিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে কলকাতা স্পোটিং ইউনিয়ন ও তারকেশ্বর ফুটবল অ্যাকাডেমি।

• পাত্রসায়র স্পোটিং ইউনিয়ন পরিচালিত নকুলচন্দ্র দে মেমোরিয়াল উইনার্স ট্রফি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাঁকিশোল তরুণ সঙ্ঘ। মঙ্গলবার পাত্রসায়র ফুটবল মাঠে ফাইনাল হয়। বাঁকিশোল তরুণ সঙ্ঘ ২-০ গোলে সোনামুখী ভোরের সাথী ক্লাবকে হারায়। আয়োজক ক্লাবের সম্পাদক দেবব্রত দাস জানান, ম্যাচের সেরা হয়েছেন জয়ী দলের আশরাফুল মোল্লা। টুর্নামেন্টের সেরা নির্বাচিত হন সোনামুখীর রাপ্পা মুখী।

• পাত্রসায়র জামশোল ইভনিং স্টার ক্লাব পরিচালিত গ্লোকাল চ্যালেঞ্জার্স ট্রফির ফাইনালে উঠল চন্দনকেয়ারি আদিবাসী ক্লাব। সোমবার জামশোল ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে চন্দনকেয়ারি টাইব্রেকারে সোনামুখীর ভোরের সাথী ক্লাবকে হারায়। আগামী শনিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে শিবেরবাঁধ আদিবাসী ক্লাব ও বালসি বিবেকানন্দ ক্লাব।

• বড়জোড়ার মালিয়াড়া ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ‘প্রশান্ত সুকুল স্মৃতি চ্যালেঞ্জ কাপ’ ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল মালিয়াড়ায়। রাজনারায়ণ উচ্চ বিদ্যালয়ের মাঠে চূড়ান্ত খেলায় মুখোমুখি হয়েছিল কাঠবাগান ধর্মদাস সঙ্ঘ ও দুর্লভপুরের রিয়েল একাদশ। ৫-৩ গোলে জয়ী হয় রিয়েল একাদশ। উদ্যোক্তা ক্লাবের সম্পাদক রামকৃষ্ণ সেন জানান, প্রতিযোগিতায় ৮টি দল যোগ দিয়েছিল। জয়ী দলের বুম্বা গুহ ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। • দক্ষিণ-পূর্ব রেলের ইন্টার ডিভিশন ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হল রাঁচি ডিভিশন। গত ১৯-২১ অক্টোবর আদ্রার সাউথ ইনস্টিটিউট ভলিবল আকাডেমির মাঠে এই প্রতিযোগিতা হয়। আদ্রার সেরসা ভলিবল সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, প্রতিযোগিতায় রাঁচি, চক্রধরপুর, আদ্রা ও খড়গপুর ডিভিশনের চারটি দল অংশ নিয়েছিল। রাঁচি ও চক্রধরপুর ফাইনাল পর্যায়ে খেলে। আদ্রার ডিআরএম অমিতকুমার হালদার-সহ রেল কর্তার পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.