কবিতা অধিকারি সম্পাদিত বহরমপুর খাগড়া থেকে ‘অসৃক’ সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা প্রকাশিত হল। আত্মপ্রকাশের েই সংখ্যায় রয়েছে প্রবন্ধ, গল্প-সহ একগুচ্ছ কবিতাও। আছে ভ্রমণ কাহিনিও।
|
বহরমপুর গোয়ালজান থেকে ‘ভাগীরথী’ পত্রিকার শারদ সংখ্যা প্রকাশিত হয়েছে। শশাঙ্ককুমার সরকার সম্পাদিত ওই পত্রিকায় ২টি প্রবন্ধ, তিনটি অণু গল্প ও একগুচ্ছ কবিতা রয়েছে।
|
‘হরিহরপাড়া জনকল্যাণ সমিতি’ দ্বিতীয় বর্ষ হরিহরপাড়া বইমেলার আয়োজন করেছে। হরিহরপাড়া ফুটবল ময়দানে আগামী ১-৪ নভেম্বর ওই বইমেলা চলবে। বইমেলা উপলক্ষে সাংস্কৃতিক উৎসবেরও আয়োজন করা হয়। বসে আঁকো, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা, প্রবন্ধ রচনা, সূত্র যোগে গল্প লিখন, সঙ্গীত ও বিতর্ক প্রতিযোগিতা ককী ছিল না সেখানে। এ ছাড়াও উৎসব চলাকালীন প্রতি সন্ধ্যায় ছিল নাটক।
|
বাসস্ট্যান্ড ইয়ংস কর্ণার পরিচালিত সুবর্ণজয়ন্তী বর্ষের কালীপুজোয় সাত দিন ধরে চলবে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান। গত ২৩ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ওই সাংস্কৃতিক সন্ধ্যায় আবৃত্তি প্রতিযোগিতা ছাড়াও একক রবীন্দ্র নৃত্য, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক বাংলা গান, হাস্যকৌতুক, অঙ্কন, তাৎক্ষণিক প্রতিযোগিতা ছাড়াও আয়োজক সংস্থার সঙ্গীত ও নৃত্য শিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী শিল্পীরা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবেন। সেই সঙ্গে মুর্শিদাবাদের বাউল শিল্পী সৌমেন বিশ্বাসের গান, কবির লড়াই-এ মহিলা কবিয়াল দুলালি চিত্রকর ও তাঁর সম্প্রদায় অংশ নেবেন। রয়েছে গম্ভীরাও।
|
কালীপুজো উপলক্ষে গোরাবাজার স্যান্টাফোকিয়া গত ২৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ৬ দিন ব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে আধুনিক গান, কু্যুইজ, যেমন খুশি সাজো প্রতিযোগিতার পাশাপাশি রয়েছে রবীন্দ্রসঙ্গীত, বাংলা ব্যান্ডের গান, নিমাই দাসের বাউল গান-সহ মিন্টল গাজি ও সম্প্রদায়ের যন্ত্রসঙ্গীত। |