টুকরো খবর
|
নিঁখোজ কিশোর
নিজস্ব সংবাদদাতা • রাজনগর |
দু’দিন ধরে নিখোঁজ রয়েছে বছর বারোর এক আদিবাসী কিশোর। ঘটনাটি রাজনগর থানার লাটুমতলা আদিবাসী গ্রামের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অর্জুন মুর্মু নামে ওই কিশোর রবিবার সকাল থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের তরফ থেকে একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। পুলিশ জানায় খোঁজ চলছে। ওই কিশোরের পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের পঞ্চম শ্রেণির ছাত্র অর্জুনের বাবা রাজনগর থেকে একটি সাইকেল কিনে আনতে বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। তার কিছুক্ষণের মধ্যে সে অন্য একটি সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। অর্জুনের মা পানি মুর্মু বলেন, “বাবা যাতে ওই সাইকেল নিয়ে আসতে দেরি না করে সেই জন্য বাবার পিছনে গিয়েছিল অর্জুন। কিন্তু দুপুরে স্বামী ফিরে এলেও ছেলে আসছে না দেখে চিন্তা হয়। তার পর থেকে খোঁজাখুঁজি করে। পরে থানায় ডায়েরি করি।” |
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
সারের কালোবাজারি বন্ধ করা, চাষিদের কাছ থেকে সরকারি মূল্যে ধান কেনার দাবিতে সোমবার সিউড়ি কৃষি দফতরের ডেপুটি ডিরেক্টরের দফতরের সামনে বিক্ষোভ দেখাল এসইউসির সারাভারত খেতমজুর সংগঠন। তারা স্মারকলিপিও দেয়। দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন
ডেপুটি ডিরেক্টর অশোক রায়। |
নিরাপত্তার দাবি
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
চোলাই ও দেশি মদের ব্যবসা বন্ধ করা, আদিবাসীদের নিরাপত্তা সুনিশ্চিত করা-সহ নানা দাবিতে সোমবার বোলপুর মহকুমাশাসককে স্মারকলিপি দিলেন এলাকার আদিবাসী, সাঁওতাল সাহিত্য ও সংস্কৃতি গোষ্ঠী। মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি বলেন, “৮ দফা দাবিতে তাঁরা স্মারকলিপি দিয়েছেন। ব্যবস্থা নিচ্ছি।” অন্য দিকে, ইলামবাজার থানা এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে পোস্তচাষ বন্ধ করা নিয়ে সচেতনতা শিবির হয়েছে।
পুড়ে মৃত বৃদ্ধা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। মৃত তুলসী বাউরির (৭৫) বাড়ি রঘুনাথপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চাঁদাগড়িয়ায়। |
রাঁধুনি নিয়ে সমস্যা, বন্ধ মিড-ডে মিল
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
রাঁধুনি নিয়োগ নিয়ে ঝামেলার জেরে মিড-ডে মিল বন্ধ হয়ে রয়েছে নলহাটি থানার মধুরা হাইস্কুলে। জটিলতা কাটাতে সোমবার ওই স্কুলে গ্রামের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী, গ্রামবাসীদের একাংশ ও স্কুলের পরিচালন সমিতির সদস্যদের নিয়ে আলোচনা হয়। নলহাটি ১ ব্লকের বিডিও অচিন্ত্য সিংহ বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব।” স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলম জানান, ২০০৮-এর নভেম্বর মাসে অষ্টম শ্রেণি পর্যন্ত মিড-ডে মিল চালু হয়। গ্রামের দু’টি স্বনির্ভর গোষ্ঠী রান্নার দায়িত্ব পায়। সম্প্রতি গ্রামের ৪০টি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা রান্না করার জন্য আবেদন করেন। এই নিয়ে জটিলতা সৃষ্টি হয়। যার জেরে রান্না বন্ধ হয়ে যায়। কেন রান্না বন্ধ করে দেওয়া হল তা জানতে পরবর্তীতে পুজোয় স্কুল ছুটি পড়ার আগের দিন গ্রামবাসীদের একাংশ স্কুলে তালা দিয়ে দেন। ছুটির পরে স্কুল খুললেও ফের রাঁধুনি নিয়ে স্কুলে ক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। প্রধান শিক্ষক বলেন, “আমার কাছ থেকে জোর করে রান্না করার অনুমতি আদায় করে নিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। বিষয়টি বিডিওকে জানাব।” |
পুলিশি ‘নিগ্রহ’, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
‘ঘুষ’ দিতে অস্বীকার করা ট্রাকের এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এর প্রতিবাদে সোমবার সকালে ময়ূরেশ্বর থানার গুমতাডাঙা এলাকায় পথ অবরোধ করলেন ট্রাক শ্রমিক সংগঠনের সদস্যরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে একটি খালি ট্রাক মুর্শিদাবাদের কান্দির দিকে যাচ্ছিল। সেই সময় সাঁইথিয়া থানার পুলিশ ট্রাকটিকে আটক করে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায়। অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পুলিশ ওই ট্রাকের চালকের কাছ থেকে ১০০ টাকা ‘ঘুষ’ চায়। অন্যথায় চালকের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়।
আইএনটিইউসি প্রভাবিত সাঁইথিয়া ট্রাক শ্রমিক সংগঠনের সম্পাদক মুন্না দাসের দাবি, “ওই ট্রাকের কর্মীকে পুলিশ মারধর করে লকআপে আটক করে রাখে। কেড়ে নেওয়া হয় কাগজপত্র। এর পরেই ওই কর্মীকে নিশর্তে ছেড়ে দেওয়ার দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে গুমতাডাঙায় সিউড়ি-বহরমপুর সড়ক অবরোধ করা হয়।” ঘণ্টাখানেক পরে ওই কর্মীকে ছেড়ে দেওয়া হলে অবরোধ উঠে যায়। জেলা পুলিশ সুপার নিশাত পারভেজ বলেন, “বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” |
জঙ্গল থেকে দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল |
এক তৃণমূল সমর্থকের মৃতদেহ মিলল খয়রাশোলের বারাবন জঙ্গল লাগোয়া রাস্তায়। মৃতের নাম উত্তর ওরফে ভীম ঘোষ (৪২)। পেশায় সব্জি বিক্রেতা ভীমবাবুর বাড়ি কাঁকরতলা থানা এলাকার সাহাপুর গ্রামে। পথচলতি মানুষের কাছে খবর পেয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দেহটি উদ্ধার করে খয়রাশোল থানার পুলিশ। দেহের পাশেই মেলে মৃতের সাইকেল। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, তিনি এ দিন বারাবন গ্রামে গিয়েছিলেন সব্জি বেচতে। ফেরার পথে তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই রাস্তার ধারে থাকা একটি গাছের সঙ্গে বিদ্যুৎবাহী তার লেগেছিল। কোনও ভাবে গাছের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। |
প্রতীকী অনশন |
ধানের দামবৃদ্ধি, লোডশেডিংয়ের মোকাবিলা-সহ ৬ দফা দাবিতে সোমবার ময়ূরেশ্বর ১ ব্লকের বিডিও অফিসের সামনে প্রতীকী অনশন করল ময়ূরেশ্বর বিধানসভা যুব কংগ্রেস এবং ময়ূরেশ্বর ১ ব্লক কংগ্রেস। বিডিও তাঁরা স্মারকলিপিও দেন। বিডিও মনমোহন ভট্টাচার্য দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। |
|