টুকরো খবর
তৃণমূল নেতাকে গুলি, অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে
ভর সন্ধ্যায় গুলি চলল ব্যারাকপুরের ঘিঞ্জি মণিরামপুর নতুন বাজার এলাকায়। অভিযোগ উঠেছে, সম্প্রতি এক বচসার বদলা নিতেই এক স্থানীয় তৃণমূল নেতাকে গুলি করেছেন স্থানীয় যুব কংগ্রেসের এক নেতা। সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, নতুন বাজারে একটি সাইকেলের দোকানে সামনে দাঁড়িয়েছিলেন ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস সমর্থিত অটো ইউনিয়নের নেতা দেবব্রত ঘোষ ওরফে লাল্টু এবং তাঁর ভাই পল্টু। হঠাৎ একটি টাটা সুমো ও মোটরবাইক থেকে লাল্টুর দিকে গুলি ছুটে আসে। পেটে ও কানে গুলি লাগে। এলাকার মানুষ ধাওয়া করলেও সুমো এবং মোটরবাইকটি পালিয়ে যায়। তৃণমূল অভিযোগের আঙুল তুলেছে নোয়াপাড়ার যুব কংগ্রেস সভাপতি শিবু যাদবের বিরুদ্ধে। যদিও কংগ্রেসের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার জয় বিশ্বাস এবং মহকুমার পুলিশ আধিকারিকেরা। অন্য দিকে, ছেলেকে গুলি করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে এ দিন সন্ধ্যায় ঘোলায়। পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দা চিত্ত দাসের বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে। বাবার ‘কীর্তি’র জন্য চিত্তর ছেলে রাজাকে নানা সময় হামলার মুখে পড়তে হয় বলে পুলিশ জানিয়েছে। এ দিন সন্ধ্যায় এ নিয়ে চিত্তর সঙ্গে ঝামেলা বাধে রাজার। তখনই ছেলেকে লক্ষ করে গুলি ছোড়ে চিত্ত। গুলি রাজার পায়ে লাগে। চিত্ত পলাতক।

গাছে বেঁধে ‘মার’ ২ সিপিএম কর্মীকে
বাজার সেরে বাড়ি ফেরার পথে দুই সিপিএম কর্মীকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। শনিবার সকালে খানাকুলের শাবলসিংহপুর গ্রামের ঘটনা। মারধরের কথা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশ দেখে অভিযুক্তেরা পালায়। ভয়ে গ্রামবাসীরা তাঁদের উদ্ধার করতে যাননি। পুলিশ লালচাঁদ খাঁ এবং আবু হায়াত মল্লিক নামে ওই দুই সিপিএম কর্মীকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করায়। তবে, এ দিন সন্ধ্যা পর্যন্ত তাঁরা পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি। পুলিশ জানায়, আহতদের অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটরবাইকে করে খানাকুলে বাজার করতে গিয়েছিলেন ওই দুই সিপিএম কর্মী। বাড়ি ফেরার পথে গ্রামের রাস্তায় তাঁদের আটকান জনা দশেক তৃণমূল কর্মী-সমর্থক। আহত ওই দুই সিপিএম কর্মীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, “কোনও কারণ ছাড়াই গাছে বেঁধে আমাদের বাঁশ দিয়ে পেটানো হয়। তৃণমূল কর্মী-সমর্থকেরা বারবার জানতে চায়, আমরা কোথায় গিয়েছিলাম। তাদের বলে যাইনি কেন? উত্তর দেওয়া সত্ত্বেও ওরা মারে।” থানায় অভিযোগ দায়ের করার ব্যাপারে তাঁরা তখনও সিদ্ধান্ত নিতে পারেননি বলে জানান। সিপিএমের খানাকুল জোনাল কমিটির সম্পাদক আজিজুল হক বলেন, “কোনও কারণ ছাড়াই তৃণমূলের লোকজন আমাদের দুই কর্মীকে মারধর করেছে। এমন ঘটনা প্রায়ই ঘটছে।” তৃণমূলের খানাকুল-২ ব্লক কমিটির সভাপতি অসিত সিংহরায় বলেন, “ব্যক্তিগত বচসা থেকে এ ঘটনা ঘটতে পারে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।”

সারের ‘অতিরিক্ত’ দাম নেওয়ায় ধৃত ৩
নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে সার বিক্রির অভিযোগে গোঘাটের হরিহরপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির দুই কর্তা এবং এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। আরামবাগের এসডিও অরিন্দম নিয়োগীর নির্দেশে তদন্তের পরে মহকুমা কৃষি আধিকারিক অশ্বিনী কুম্ভকার শুক্রবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে রাতেই গোঘাটের পাতুলসারা গ্রামের ওই সমিতির ম্যানেজার অশোককুমার পাল, পরিচালন কমিটির সম্পাদক নিমাই ভট্টাচার্য এবং কর্মী কার্তিক বেলুইকে পুলিশ গ্রেফতার করে। মহকুমাশাসক বলেন, “সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অতিরিক্ত দামে সার বিক্রি করছিল ওই সমবায় সমিতি। দুর্নীতি বরদাস্ত করা হবে না।” তিনি বলেন, “সারে কালোবাজারি রুখতে ব্লক প্রশাসন এবং কৃষি দফতর অভিযান চালাবে। চাষিদেরও সচেতন করা হচ্ছে।” ওই সমবায়ে সারের দাম নিয়ে ক্ষিপ্ত চাষিরা গত বুধবার সকালে গোঘাট ১- এর বিডিও জয়ন্ত মণ্ডলের কাছে বিক্ষোভ দেখায়। অভিযোগ ওঠে, একটি কোম্পানির ডিএপি-র বস্তায় নির্ধারিত মূল্য ৬২৪ টাকা লেখা থাকলেও আসলে নেওয়া হচ্ছিল ৮১০ টাকা। ইউরিয়ার ক্ষেত্রে বস্তার গায়ে ২৭৬.১২ টাকা ছাপ মারা থাকলেও নেওয়া হচ্ছিল ৩০০ টাকা। বৃহস্পতিবার চাষিরা সমবায়ের ম্যানেজারকে ঘেরাও করে। এর পরেই নড়েচড়ে বসে প্রশাসন। সারের দাম নিয়ে কালোবাজারির অভিযোগে শুক্রবার দুপুরে হরিপালে সহকারী কৃষি আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখায় সারা বাংলা আলুচাষি সংগ্রাম কমিটি।

চাঁদা তুলতে না পেরে অবরোধ
বসিরহাটে ইটিন্ডার হাজরাতলায় অবরোধ। শনিবার তোলা নিজস্ব চিত্র।
দাবি মতো চাঁদা না দেওয়ায় সম্প্রতি বসিরহাটে এক লরি-চালক নিগৃহীত হন। তার পরেই রাস্তায় লরি বা অন্যান্য যানবাহন থেকে চাঁদা আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে বসিরহাট থানার পুলিশ। এরই প্রতিবাদে এবং কালীপুজোর জন্য ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বসিরহাটের ইটিন্ডার হাজরাতলায় অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা। এর জেরে ওল্ড সাতক্ষীরা রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ব্যাহত হয়। বিক্ষোভকারীরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, রান্না করে প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, সারা বছরই এই এলাকায় লরি আটকে নানা কারণে চাঁদা তোলা হয়। সে ক্ষেত্রে পুলিশ কোনও ব্যবস্থা নেয় না। শুধু কালীপুজোর চাঁদা তোলায় নিষেধাজ্ঞা জারি করা হল। পুলিশ জানায়, সমস্যার সুষ্ঠু মীমাংসার চেষ্টা চলছে।

বজ্রাঘাতে মৃত্যু
বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার সন্ধ্যায় সন্দেশখালির বেড়মজুর-১ নম্বর গ্রামের বাসিন্দা আনিসুর ঢালি (২১) বৃষ্টির মধ্যে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাজ পড়ে ছিটকে আনিসুর রাস্তার পাশের খালে পড়ে যান। খালে খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি। শনিবার সকালে খাল থেকে দেহটি তোলা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.