আড়তে ঢুকে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টা করল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে হাসনাবাদের মুরারিশা চৌমাথায়। পুলিশ জানিয়েছে, মাখালগাছার বাসিন্দা আব্দুল মান্নান নামে গুরুতর আহত ওই ব্যবসায়ীকে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আব্দুলের মেছোভেড়ির ব্যবসা রয়েছে। পুলিশের অনুমান, ভেড়ির ব্যবসা সংক্রান্ত গোলমালের জেরেই আব্দুলকে খুনের চেষ্টা করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যা ৭টা নাগাদ মোটরবাইকে করে তিন জন এসে চৌমাথার ওই মাছের আড়তে ঢোকে। দু’একটি কথার পরে বছর পঁয়ত্রিশের আব্দুলকে এক জন রিভলভারের বাঁট দিয়ে মারে। তার পরে তাঁর মাথা লক্ষ করে গুলি করে। গুলিটি মাথার এক দিন ছুঁয়ে বেরিয়ে যায়। এই পরিস্থিতিতে আশপাশের লোকজন ভয় পেয়ে যান। সেই সুযোগে দুষ্কৃতীরা পালায়। গত কয়েক দিনে বসিরহাট মহকুমার টাকির এক স্বর্ণ ব্যবসায়ী এবং কাটিয়াহাটের যুব কংগ্রেস নেতা দেবকুমার অধিকারীকে খুন করা হয়। দলীয় নেতাকে খুনের প্রতিবাদে কাল, সোমবার বসিরহাট মহকুমা জুড়ে ছাত্র ধর্মঘট এবং ‘কালাদিবস’ পালনের ডাক দিয়েছে কংগ্রেস। দুষ্কৃতীদের উপদ্রবে আতঙ্কিত সাধারণ মানুষ। পুলিশ জানায়, দুষ্কৃতীদের ধরতে তল্লাশি চলছে।
|
দু’টি সমাজবিরোধী গোষ্ঠীর মধ্যে বোমাবাজির সময়ে মারা গেলেন এক নিরপরাধ গ্রামবাসী। শুক্রবার রাতে বেলডাঙার বেজবেড়িয়া গ্রামের ওই ঘটনায় বোমার আঘাতে মৃত ওই গ্রামবাসী কুজন শেখ (৪০)। পুলিশ জানায়, দু’টি গোষ্ঠীর সংঘর্ষ চলছিল। সেই সময়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন কুজন। সেই সময়ে একটি বোমা এসে পনে তাঁর মাথায়। ওই ঘটনায় পুলিশ দ-জনকে গ্রেফতার করেছে। |