ট্রেনে কাটা পড়ে ১৬ জনের মৃত্যু হল ছত্তীসগঢ়ের বিলাসপুর শহরের তারবাহার এলাকার একটি রেল ক্রসিংয়ে। আহত অন্তত ১৫। রেল সূত্রের খবর, একটি ট্রেন চলে যাওয়ার পরেই রেলগেট ডিঙিয়ে লাইন পেরোনোর চেষ্টা করছিলেন কিছু লোক। সামনে বাঁক থাকায় তারা দেখতে পাননি যে পাশের লাইন দিয়েই আর একটি দ্রুতগামী ট্রেন আসছে। ট্রেনের তলায় পড়েই মৃত্যু হয় ১৬ জনের। তবে ওই ক্রসিংয়ে প্রহরী থাকা সত্ত্বেও কী ভাবে এত লোক বন্ধ রেলগেট ডিঙিয়ে লাইনে উঠল, তা পরিষ্কার নয়। দুর্ঘটনার পর বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। রেলের ইঞ্জিন ও পাশের সরকারি ভবন জ্বালিয়ে দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। রেলের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে দুর্ঘটনাস্থলে যায় বিরাট পুলিশ বাহিনীও।
|
শাড়ি বিলিয়েও ভোটে হেরেছেন। তাই একটু রাগ দেখিয়েছিলেন ভোটারদের। ফল কী হবে তা সম্ভবত ভেবেও দেখেননি পিএমকে প্রার্থী লতা রজতী। কাল তামিলনাড়ুতে পুর নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। কুড্ডালোর জেলার চিদম্বরম শহরে পিএমকে দলের হয়ে ভোটে দাঁড়ান লতা। প্রচারের সময়ে তাঁর হয়ে ভোটারদের মধ্যে শাড়ি বিলি করা হয়েছিল। হারের পরে ভোটারদের বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করেন তিনি। ভোটাররাও ছেড়ে কথা বলেননি। লতার বাড়ির সামনে গিয়ে তাঁর দেওয়া শাড়ি পুড়িয়ে দেন। উত্তেজনা বাড়লে। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠি চার্জ করতে হয়। ওই ঘটনায় এক জন আহত হয়েছেন।
|
বি এস ইয়েদুরাপ্পার জেল হেফাজতের মেয়াদ ৩ নভেম্বর পর্যন্ত বাড়াল লোকায়ুক্ত আদালত। আজ বিচারক এন কে সুধীন্দ্র রাও এই নির্দেশ দিয়েছেন। ১৫ অক্টোবর লোকায়ুক্ত আদালত জমি-দুর্নীতিতে অভিযুক্ত কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আগাম জামিনের আবেদন খারিজ করে তাঁকে গ্রেফতারের নির্দেশ দেয়। আত্মসমর্পণ করেন ইয়েদুরাপ্পা। তাঁকে জেল হেফাজতে পাঠায় আদালত। এ দিন এই মামলায় জামিন পাওয়া অন্য অভিযুক্তরাও আদালতে হাজির ছিলেন। জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ইয়েদুরাপ্পাকে আদালতে হাজির করা হয়নি।
|
বেঙ্গালুরুর এক বাড়ি থেকে উদ্ধার হল তিন বাংলাদেশি কিশোরী। ওই তিন কিশোরীকে জোর করে যৌন ব্যবসায় নামানোর অভিযোগে দুই ব্যক্তিও গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, চাকরির লোভ দেখিয়ে দুই ব্যক্তি তিন কিশোরীকে বাংলাদেশ থেকে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে ৫ হাজার টাকা, দু’টি মোবাইল ও প্যান কার্ড বাজেয়াপ্ত হয়েছে। |