বোনের শ্লীলতাহানি করেছে, এ কথা বলে আচমকাই রাস্তায় কোনও অপরিচিত ব্যক্তিকে হেনস্থা করতে শুরু করে দিত এক যুবক। তার পর বচসার নাটক ফেঁদে ছিনতাই করে নিত আংটি, ঘড়ি, মোবাইলের মতো দামী জিনিসপত্র। আজ, শনিবার ভোরে ছিনতাইয়ের অভিযোগে ওই যুবককে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। চেতলা হাট রোডের বাসিন্দা অভিযুক্ত রাজেন্দ্র মাহাতো ওরফে পাপ্পু নামে ওই যুবককে তপসিয়া এলাকা থেকে ধরা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাপ্পুকে গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে, বোনের শ্লীলতাহানি করেছে, এই অভিযোগ তুলে পুজোর মুখে এক যুবকের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে দেয় পাপ্পু। মারধরও করে। কেড়ে নেয় হাতের হিরে বসানো আংটি ও গলার রুপোর হার। এর পরেই সে এলাকা ছেড়ে চম্পট দেয়। ভবানীপুর থানায় ওই ছিনতাইয়ের অভিযোগ করার সময় ওই যুবক অভিযুক্তের যে চেহারার বর্ণনা দেন, তার সঙ্গে আগের কয়েকটি ঘটনার মিল খুঁজে পায় পুলিশ। এর আগেও বোনের শ্লীলতাহানির কথা বলে এক যুবকের কাছ থেকে দু’টি মোবাইল ছিনিয়ে নিয়েছিল পাপ্পু। তদন্তে নামেন থানার দুই সাব-ইন্সপেক্টর সরফরাজ আহমেদ ও শুভঙ্কর সরকার। শেষে পুলিশের জালে ধরা পড়ে পাপ্পু। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই করা বেশ কিছু জিনিস।
|
ক্লাবের দুই সদস্যের কথা মতো চাঁদা না দেওয়ায় এক বাসিন্দাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই ক্লাব সদস্যকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম তিমিরবরণ কোলে ও ভুলু দাস। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাগুইআটির জগৎপুর এলাকায়। অভিযোগ, স্বপন কুণ্ডু নামে এক বাসিন্দার কাছে কালীপুজোর চাঁদা বাবদ তিনশো টাকা চেয়েছিলেন ওই দুই সদস্য। স্বপনবাবু তা দিতে রাজি না হওয়ায় তাঁকে গালিগালাজ ও মারধর করা হয় বলে অভিযোগ। এ দিন সকালে পুলিশে অভিযোগ করেন স্বপনবাবু।
|
মেট্রো রেলের থার্ড লাইনে গণ্ডগোলের জেরে শনিবার সকালে প্রায় ৪৫ মিনিট ট্রেন চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন কয়েক হাজার যাত্রী। মেট্রো কর্তৃপক্ষ জানান, সকাল ৯টা ২৫ নাগাদ উত্তমকুমার এবং কবি সুভাষ স্টেশনের মধ্যে থার্ড লাইনে সমস্যা তৈরি হয়। ওই দুই স্টেশনের মধ্যে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয়। লাইন মেরামতির পর ১০টা ১০ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান মেট্রোর মুখপাত্র প্রত্যুষ ঘোষ। ওই সময়ে আপ এবং ডাউন লাইনে দমদম থেকে উত্তমকুমার স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। এর জেরে আপ ও ডাউন তিনটি করে গাড়ি বাতিল হয়।
|
৩৪ নম্বর জাতীয় সড়কের কী করুণ অবস্থা, বুধবার বারাসত থেকে কলকাতায় ফেরার পথে টের পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার পরে পূর্তমন্ত্রী সুব্রত বক্সীকে নির্দেশ দিয়েছিলেন, অবিলম্বে ওই রাস্তার হাল ফেরাতে হবে। তাই জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে ২৫ অক্টোবর মহাকরণে বৈঠক করবেন পূর্তমন্ত্রী। থাকবেন মুখ্যসচিব, পূর্তসচিব ও পূর্ত দফতরের সড়ক বিভাগের ইঞ্জিনিয়ারেরাও।
|
শহরে একটি মিনিবাসে আচমকা আগুন লেগে যাওয়ায় চাঞ্চল্য ছড়াল। শনিবার কড়েয়া থানার সার্কাস অ্যাভিনিউয়ের ঘটনাটি। বাসটি রাজাবাজার থেকে বেহালা যাচ্ছিল। পুলিশ জানায়, এ দিন দুপুর ২ টো নাগাদ বাসটিতে আগুন লেগে যায়। দমকলের ২টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। ঘটনায় কেউ হতাহত হননি। |