ভারত সরকার তাকে অযথা ‘হেনস্থা’ করছে বলে দাবি করল ইকবাল মেমন ওরফে ইকবাল মির্চি। ইকবাল আজ তাঁর আইনজীবীর মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, সে ভারতে ফিরতে চায়। কিন্তু ভারত সরকার তাঁকে অযথা ‘হেনস্থা’ করছে। ইকবালের আরও দাবি, কোনও রকম জঙ্গি কার্যকলাপের সঙ্গে সে যুক্ত নয় এবং মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। দাউদের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইকবাল ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় অন্যতম অভিযুক্ত। মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছে ইকবাল। ভাইপো নাদিম কাদেরকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করেছিল লন্ডন পুলিশ। আজ ইকবাল দাবি করে, “১৯৯৫ সালে সিবিআই ব্রিটিশ সরকারকে এক চিঠিতে জানিয়েছিল, ভারতে কোনও জঙ্গি কার্যকলাপের সঙ্গে আমি যুক্ত নই। কিন্তু তার পরেও ভারত সরকার আমার নামে জারি গ্রেফতারি পরোয়ানা তুলে নেয়নি।” ইকবাল বলে, “এক জন সফল ব্যবসায়ী হওয়াতেই আমাকে হেনস্থা করা হচ্ছে। সে কারণেই খুন ও মাদক পাচারের মিথ্যে অভিযোগে আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ভারত।” ইকবালের বক্তব্য, “এত সমস্যা থাকা সত্ত্বেও আমি দেশে ফিরতে চাই। এবং এক দিন আমি ন্যায়বিচার পাবই।”
|
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হল পাকিস্তান। গত কালের নির্বাচনে সাধারণ সভার ১৯৩টি দেশের মধ্যে ১২৯টি দেশের সমর্থন পায় পাকিস্তান। গোপন ব্যালটের মাধ্যমে হওয়া এই নির্বাচনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য বরাদ্দ একটি আসনে কিরঘিজস্তানকে হারিয়ে এই সদস্যপদ লাভ করল পাকিস্তান। আগামী ২০১২-এর জানুয়ারি থেকে নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে পাকিস্তান কাজ শুরু করবে। মেয়াদ ২ বছরের। এই নির্বাচনে পাকিস্তানকে ভারতও সমর্থন করেছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই মুহূর্তে ভারতও নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে কাজ করছে। গত বছর এই নির্বাচনের সময় ভারতকে সমর্থন করেছিল পাকিস্তান। সেই সৌজন্যের বিনিময় সম্পূর্ণ হল আজ ভারত পাকিস্তানকে সমর্থন করায়। রাষ্ট্রপুঞ্জের স্থায়ী পাকিস্তানি দূত আজ ভারতের এই ভূমিকার উচ্ছসিত প্রশংসা করে বলেছেন, এই ধরনের পদক্ষেপ পারস্পরিক বিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
|
নেপালে সেতু ভেঙে এক ভারতীয় ছাত্রী-সহ তিন জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও এক ভারতীয় ছাত্রী। ওই ঘটনায় অন্তত ১১ জন আহত। নেপালে বেড়াতে এসেছিলেন চেন্নাইয়ের এক কলেজের প্রায় ৪০ জন পড়ুয়া। আজ বিকেলে চিতওয়ান জেলার ফিসলিং গ্রামে ত্রিশূলী নদীর উপর একটি সেতুতে দাঁড়িয়েছিলেন তাঁরা। আচমকাই ভাঙে সেতুটি। স্থানীয় লোকজন ও পুলিশ নদী থেকে উদ্ধার করে ১১ জনকে। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানিয়েছে, অত লোকের ভার সইতে না পেরেই ভেঙে পড়ে সেতুটি। আহতরা ভরতপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।
|
ট্রাই ভ্যালি বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত ৪৩৫ জন ভারতীয় ছাত্র অন্য শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে। গত কাল ভারতীয় দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন অফিসারদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। |