|
|
|
|
আপনার আজকের দিনটি |
|
 |
মেষ: অপ্রিয় সত্য কথনের জেরে কর্মস্থলে বিপত্তির আশঙ্কা। প্রিয়জনের অনৈতিক কাজ বিব্রত করতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণার বিলম্বিত সুযোগ। |
|
 |
 |
বৃষ: বুদ্ধিবলে অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা। নতুন উদ্যমে কর্মপরিকল্পনায় সাফল্যের যোগ। দায়িত্ব পালন নিয়ে গৃহদ্বন্দ্ব। |
|
 |
 |
মিথুন: শিল্পসামগ্রীর ব্যবসায় বাড়তি লগ্নির শুভ যোগ। গৃহসংস্কারে জ্ঞাতির বাগড়া। সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধ। |
|
 |
 |
কর্কট: দীর্ঘ প্রতীক্ষার পরে কর্মোন্নতির ইঙ্গিত। বন্ধুর পারিবারিক সমস্যায় মাথা গলিয়ে অপমানিত হওয়ার আশঙ্কা। শত্রুর মোকাবিলায় আইনি ব্যবস্থা। |
|
 |
 |
সিংহ:
শত্রুভাবাপন্ন কর্তার কূট চাল ভেস্তে দিয়ে কর্মক্ষেত্রে অগ্রগতি। চারুকলার দক্ষতা বাড়তি উপার্জনের হদিস দিতে পারে। প্রেমপ্রণয়ে জটিলতা। |
|
 |
 |
কন্যা: সমাজবিরোধীদের বিরুদ্ধে লড়ে বাহবা পেতে পারেন। একাধিক উপায়ে উপার্জন বৃদ্ধির সুযোগ। বাতজ বেদনায় ভোগান্তি। |
|
 |
 |
তুলা: বস্ত্র ব্যবসায় বাড়তি বিনিয়োগে সাফল্য। উদার মনোভাবের জন্য অপদস্থ হতে পারেন। স্নায়ুপীড়ার প্রকোপ বৃদ্ধি। |
|
 |
 |
বৃশ্চিক: মৌলিক পন্থায় সমস্যা মিটিয়ে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি। পৈতৃক সম্পত্তি বিক্রি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধ। নানা ধরনের বাধায় দৈনন্দিন জীবনে জটিলতা। |
|
 |
 |
ধনু: উচ্চতর বিদ্যার্জনের ও গবেষণার সুযোগ। বক্তা হিসেবে প্রশংসা জুটতে পারে। সেবামূলক প্রতিষ্ঠানে যোগদান ও উন্নতির জন্য চেষ্টা। |
|
 |
 |
মকর: বিকল্প কর্মসংস্থানের চেষ্টায় সাফল্যের ইঙ্গিত। মামলার ফল অনুকূলে না-ও যেতে পারে। প্রেমপ্রণয়ে জটিলতা কেটে যাওয়ার সম্ভাবনা। |
|
 |
 |
কুম্ভ: কর্মক্ষেত্রে শ্রম ও অধ্যবসায়ের বিলম্বিত স্বীকৃতির সম্ভাবনা। একাধিক উপায়ে উপার্জন বৃদ্ধি। প্রাপ্য টাকা আদায়কে ঘিরে স্বজনবন্ধুর সঙ্গে দূরত্ব বাড়তে পারে। |
|
 |
 |
মীন: আমদানি-রফতানি ব্যবসায় বাড়তি বিনিয়োগে রাশ টানা দরকার। অতিরিক্ত উত্তেজনায় শরীর, মন এবং কাজকর্মের ক্ষতির আশঙ্কা। সম্পত্তি ক্রয় ঘিরে জটিলতা। |
|
|
|
 |
|
|
|
|