টুকরো খবর
তোলা আদায়ের দায়ে গ্রেফতার কংগ্রেস বিধায়ক
জেলে গেলেন কংগ্রেস বিধায়ক যোগেন্দ্র সাও। হাজারিবাগের একটি স্পঞ্জ আয়রন কারখানা থেকে তোলা আদায়ের অভিযোগে তাঁকে আজ গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। হাজারিবাগের পুলিশ সুপার পঙ্কজ কাম্বোজ বলেন, “বড়কাগাঁওয়ের বিধায়ক যোগেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইজি ও ডিআইজি তদন্ত করেছেন। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” পঙ্কজ জানান, যোগেন্দ্রের বিরুদ্ধে গত অগস্টে হাজারিবাগের গিদ্দি থানা এলাকায় অভিযোগ দায়ের করা হয়েছিল। একটি স্পঞ্জ কারখানা থেকে তিনি ৫০ লক্ষ টাকার তোলা দাবি করেছিলেন বলে অভিযোগ। বিধায়ক হিসেবে নিজের প্রভাব খাটিয়ে মোটা টাকার তোলা ওই বিধায়ক আদায় করেছেন বলেও পুলিশের দাবি। যোগেন্দ্রের ‘জেলযাত্রা’ অবশ্য নতুন অভিজ্ঞতা নয়। এর আগে বড়কাগাঁওয়ের বিডিও এবং কেন্দ্রীয় তাপবিদ্যুৎ কেন্দ্র (এনটিপিসি)-এর এক কর্তাকে নিগ্রহের অভিযোগেও ওই বিধায়ক গ্রেফতার হয়েছিলেন। এ যাত্রাও যোগেন্দ্র জোর গলায় নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেন। পুলিশ তাঁকে ‘প্রতিহিংসা মেটাতে ফাঁসাচ্ছে’ বলেও যোগেন্দ্র দাবি করেছেন। রাজ্য কংগ্রেস নেতৃত্ব এর আগো যোগেন্দ্রের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু এ দিনের গ্রেফতারের খবরে রাজ্য কংগ্রেস নেতারা কিছুটা অস্বস্তিতে। রাজ্য কংগ্রেসের মুখপাত্র শৈলেশ সিন্হা বলেন, “বিষয়টি বিচারাধীন। তবে রাজ্য কংগ্রেসের নেতারা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন।”

জনপ্রতিনিধি প্রত্যাহার নিয়ে আলোচনায় রাজি কেন্দ্র
নির্বাচিত জনপ্রতিনিধি প্রত্যাহারের দাবিকে ভারতের মতো দেশে ‘অচল’ বলে মনে করেন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি। কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদও মানেন, কাজটা কঠিন। সরকার তবু বিষয়টি নিয়ে সর্বদলীয় বৈঠকে আলোচনা করতে রাজি। তার জন্য প্রস্তুতিও চলছে বলে খুরশিদ জানান। সব দলের নেতাদের সুযোগ মতো এ মাসে বা নভেম্বরে এই বৈঠক ডাকতে পারেন প্রধানমন্ত্রী। খুরশিদের বক্তব্য, আমেরিকা-ইউরোপের অল্প কিছু অংশে, বিশেষ করে স্থানীয় প্রশাসন বা পুরনির্বাচনে এই ব্যবস্থা রয়েছে। মূলত, তা থেকে অনুপ্রাণিত হয়েই ভারতে জনপ্রতিনিধি প্রত্যাহারের অধিকার দেওয়ার দাবি তোলা হচ্ছে। কিন্তু এ দেশে এক-একটা কেন্দ্রে ভোটারের সংখ্যাই ১৫ লাখ। সেখানে লাখ লাখ মানুষের সই সংগ্রহ করা, সেগুলি জাল কি না, তা যাচাই করা মোটেই সহজ কাজ নয়। ভবিষ্যতে হয়-তো সরকার অনলাইনে ভোটের ব্যবস্থা করতে পারবে। কিন্তু সে ক্ষেত্রেও নিরাপত্তা সংক্রান্ত কিছু প্রশ্ন থেকেই যাবে। এই সব নিয়ে আইন মন্ত্রক একটি নোটও তৈরি করেছে। সর্বদলীয় বৈঠকে সেই নোট পেশ করা হবে।

জামিন পেলেন সঞ্জীব ভট্ট
জামিন পেলেন গুজরাতের সাসপেন্ড হওয়া মোদী-বিরোধী আইপিএস অফিসার সঞ্জীব ভট্ট। আজ দায়রা আদালতের বিচারক ভি কে ব্যাস সঞ্জীবের জামিন মঞ্জুর করেছেন। ৩০ সেপ্টেম্বর পুলিশ কনস্টেবল কে ডি পন্থের এফআইআরের ভিত্তিতে সঞ্জীবকে গ্রেফতার করে পুলিশ। পন্থের অভিযোগ ছিল, গুজরাত দাঙ্গায় মোদীর বিরুদ্ধে তাঁকে ভুয়ো হলফনামা দিতে বাধ্য করেন সঞ্জীব। ৩ অক্টোবর সঞ্জীব জামিনের আবেদন করলে গুজরাত সরকার তার বিরোধিতা করে। সঞ্জীবকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গ্রেফতার করা হয়েছিল বলে আদালতে এই অভিযোগ করেন তাঁর আইনজীবী আই এইচ সৈয়দ। সংবাদমাধ্যম সূত্রে খবর, তদন্তের ক্ষেত্রে পুলিশকে সাহায্য করার শর্তেই জামিন মিলেছে সঞ্জীবের। সাবরমতী জেল থেকে বেরিয়ে আজ সঞ্জীব বলেছেন “শেষ পর্যন্ত আইনের জয় হওয়ায় আমি খুশি। জেলে দিনগুলো প্রায় ছুটির দিনের মতো কেটেছে। তবে লড়াই এখনও চলছে।” ১৭ দিন পর জেল থেকে মুক্তি পাওয়ায় স্ত্রী শ্বেতা, দুই সন্তান ও আত্মীয়স্বজনের ভিড়ে সঞ্জীবের মেমনগরের বাড়িতে আজ এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। তাঁকে সমর্থনের জন্য গুজরাতের আইপিএস অফিসারদের সংগঠনের প্রতিও ধন্যবাদ জানিয়েছেন সঞ্জীব।

জনপ্রতিনিধি প্রত্যাহার প্রসঙ্গ উঠবে সবর্দলে
নির্বাচিত জনপ্রতিনিধি প্রত্যাহারের দাবিকে ভারতের মতো দেশে ‘অচল’ বলে মনে করেন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি। কেন্দ্র তবু বিষয়টি নিয়ে সর্বদলীয় বৈঠকে আলোচনা করতে রাজি। এবং তার জন্য প্রস্তুতিও চলছে বলে কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদ জানিয়েছেন। সব দলের নেতাদের সময়-সুযোগ মতো এ মাসে বা নভেম্বরে এই বৈঠক ডাকতে পারেন প্রধানমন্ত্রী। খুরশিদের বক্তব্য, আমেরিকা-ইউরোপের অল্প কিছু অংশে, বিশেষ করে স্থানীয় প্রশাসন বা পুরনির্বাচনে এই ব্যবস্থা রয়েছে। মূলত, তা থেকে অনুপ্রাণিত হয়েই ভারতে এই দাবি তোলা হচ্ছে। কিন্তু দেশে এক-একটা কেন্দ্রে ভোটার ১৫ লাখ। লাখ লাখ মানুষের সই সংগ্রহ করা, সেগুলি জাল কি না, তা যাচাই করা সহজ কাজ নয়। এই সব নিয়ে আইন মন্ত্রক একটি নোটও তৈরি করেছে। সর্বদলীয় বৈঠকে সেই নোট পেশ করা হবে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অবশ্য মনে করেন, এই দাবির শিকড় বিদেশে নয়। জয়প্রকাশ নারায়ণের আন্দোলন থেকেই এটা উঠে এসেছে। এ দিন পটনায় নীতীশও বলেন, “সাংবিধানসম্মত পথে এই অধিকার দেওয়ার সম্ভাব্য সব উপায় খতিয়ে দেখা উচিত।” মুখ্য নির্বাচন কমিশনার কাল এই দাবিকে ‘অবাস্তব’ আখ্যা দেওয়ায় ‘টিম অণ্ণার সদস্য’, সন্তোষ হেগড়ে আজ বলেন, “বিষয়টি আদৌ অবাস্তব কি না, তা নিয়ে দেশ জুড়ে বিতর্ক হওয়া উচিত।”

চার দফা দাবি তুলে ধর্না রেল ইঞ্জিনিয়ারদের
রেলের ইঞ্জিনিয়ারদের বেতন রেল মন্ত্রকেরই সম-পদমর্যাদার অন্য কর্মীদের সমান করার দাবিতে আজ যন্তরমন্তরে ধর্নায় বসল অল ইন্ডিয়া রেলওয়ে ইঞ্জিনিয়ার্স ফেডারেশন (এআইআরইএফ)। আজ রেলের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা ধর্না-শেষে রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী কে এইচ মুনিয়প্পার সঙ্গেও দেখা করেন। তিনি প্রতিনিধিদের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন। মূলত চারটি দাবিতে আজ ধর্নায় বসেছিলেন এআইআরইএফ-এর প্রতিনিধিরা। প্রথমত, তাদের ইউনিয়নকে স্বীকৃতি দিক মন্ত্রক। সংগঠনের দাবি, নিরাপত্তা নিয়ে বিচারপতি খন্না রেলমন্ত্রককে যে রিপোর্ট দিয়েছিলেন, তাতেও এআইআরইএফ-কে স্বীকৃতি দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিল। কিন্তু তার পর প্রায় এক দশকের বেশি সময় কেটে গিয়েছে। রেল মন্ত্রক সেই সুপারিশ মানেনি। দ্বিতীয়ত, রেলে বর্তমানে জুনিয়ার বা সিনিয়র ইঞ্জিনিয়াররা যে বেতন পান, তা মন্ত্রকেরই অন্য কর্মীদের থেকে কম। আজ সংগঠনের অতিরিক্ত সচিব শিবাজী দাস বলেন, “দেখা গিয়েছে, একই পদে থাকা রেলের শিক্ষক বা নার্সরা যে বেতন পান, ইঞ্জিনিয়াররা তার থেকে কম পান। অথচ রেল পরিচালনার সামগ্রিক দায়িত্বে থাকেন এই ইঞ্জিনিয়ারেরাই। বৈষম্য হওয়ায় কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে। অবিলম্বে জুনিয়র ইঞ্জিনিয়ারদের গ্রেড বেতন নার্সদের সমপরিমাণ, অর্থাৎ ৪৮০০ টাকা করা হোক।”

ভূকম্প পরবর্তী কম্পন সিকিমে
ঠিক এক মাস পরে ফের মাটি কেঁপে উঠল সিকিমের। সোমবার সন্ধ্যা ৬টা ৩৪ মিনিট ৫০ সেকেন্ডে সিকিমে ভূমিকম্প হয়েছে বলে কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। পূর্ব সিকিমের ২৭.৩ ডিগ্রি উত্তর ও ৮৮.৪ ডিগ্রি পূর্বে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে। ভূকম্প স্থায়ী হয় কয়েক সেকেন্ড। সিকিমের রাজধানী গ্যাংটক শহরে সামান্য কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর গভীর রাত পর্যন্ত জানা যায়নি। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সিকিমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক গোপীনাথ রাহা বলেন, “ভূমিকম্প হয়েছে। তবে কম্পন ছিল খুবই সামান্য। অনেকে টেরও পাননি। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।” সাধারণত বড় কোনও ভূমিকম্পের পরে প্রায় এক বছর ধরে ভূকম্প-পরবর্তী কম্পন অনুভূত হতে পারে বলে আবহবিদেরা জানিয়েছেন। এ দিনের কম্পন গত ১৮ সেপ্টেম্বরের ৬.৮ মাত্রার ভূমিকম্পের প্রতিক্রিয়া হতে পারে বলে অনুমান করছেন তাঁরা।

রাঁচিতে মারা গেল কিশোর আদিত্যও
রাঁচির একটি বহুতলের ছাদ থেকে যুগলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল দুই কিশোর-কিশোরী। ঘটস্থলেই মারা যান কিশোরীটি। জখম কিশোর আদিত্যকরণ শর্মা কয়েকদিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষ পর্যন্ত হেরে গেল। গত কাল শহরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান বছর পনেরোর আদিত্য। নবম শ্রেণির আদিত্য এবং ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সর্বানী দাস হাত ধরাধরি করে গত শুক্রবার রাঁচির নিবারণপুরের একটি বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়েছিলেন। কেন তাঁরা এক সঙ্গে আত্মহননের সিদ্ধান্ত নিল, তা জানতে আদিত্য সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় ছিল পুলিশ।

দুই মালগাড়ির সংঘর্ষ গয়ায়
গয়া স্টেশনে দু’টি মালগাড়ির সংঘর্ষে বাধা পড়ল হাওড়া-দিল্লি রেল পরিষেবায়। রেল সূত্রে খবর, আজ সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ গয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে পিছন থেকে এসে আর একটি মালগাড়ি ধাক্কা মারে। দাঁড়িয়ে থাকা মালগাড়ির একটি কামরা এবং অন্যটির ইঞ্জিন-সহ দু’টি কামরা বেলাইন হয়ে যায়। এর ফলে, বেশ কয়েক ঘণ্টা গয়া লাইনে রেল পরিষেবা বন্ধ হয়ে যায়।

বিধায়ক ও শ্রমিকদের জামিনের নির্দেশ
বন্ধ কারখানা খোলার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে তিন দিন জেলে থাকার পর আজ রৌরকেলার এক আদালত ধৃত ২২৪ জনকে জামিনে মুক্তি দিয়েছে। স্থানীয় নির্দল বিধায়ক জর্জ টিরকেও জেলে ছিলেন। তাঁর জামিনও মঞ্জুর হয়েছে। গত শুক্রবার টিরকের নেতৃত্বে শ্রমিকরা বকেয়া ১৪ মাসের বেতন ও কারখানা খোলার দাবিতে ২৩ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের জামিনঅযোগ্য ধারায় গ্রেফতার করে।

অপহৃতদের মুক্তি দিল জঙ্গিরা
বিহারের নওয়াদা থেকে ‘অপহৃত’ গিরিডির চার গ্রামবাসীকে গত কাল ছেড়ে দিয়েছে মাওবাদীরা। গিরিডির এসপি অমল হোমকর এ খবর জানিয়েছেন। হোমকর বলেন, “মহুয়া বিক্রেতা ওই গ্রামবাসীরা অক্ষত অবস্থাতেই বাড়ি ফিরেছেন। বিহার-ঝাড়খণ্ড লাগোয়া এই এলাকায় মাওবাদীদের প্রভাব কমেছে। আতঙ্ক ছড়াতেই ওদের অপহরণ করে ওরা।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.