|
|
|
|
সংস্কৃতি যেখানে যেমন... |
আজকের কবিতা |
|
কবি শক্তি চট্টোপাধ্যায় একটি প্রবন্ধে লিখেছেন, ‘এত কবি কেন!’ তাঁরও আগে কবি জীবনানন্দ দাশ লিখেছেন, ‘সবাই কবি নয়, কেউ কেউ কবি’। এখনও য়ে সব লিটল ম্যাগাজিন প্রকাশিত হয় তার বেশির ভাগই কবিতা-কেন্দ্রিক। বীরভূমও এর ব্যতিক্রম নয়। বোলপুর থেকে প্রকাশিত, প্রবীর দাস সম্পাদিত ‘আজকের কবিতা’ ১৮ বছরের শারদ সংখ্যায় মোট ৮৩ জন কবিতা লিখেছেন। সম্পাদক নিজেই অবশ্য ‘সম্পাদকের দু-চার কথা’তে অকপটে উল্লেখ করেছেন, ‘হয়তো কবির যত্নে এবং আশা-আকাঙ্ক্ষায় পাঠানো কবিতাকেও বাতিলের তালিকায় ফেলে দিতে হচ্ছে-কোনও সমঝোতা করতে পারি না পত্রিকার গুণগত মানের দিকে নজর রেখে। আবার কিছু কিছু কবিতাকে পছন্দ না হওয়া সত্বেও ছাপতে হচ্ছে- সেখানেও একটা মানসিক চাপ কাজ করে।’ তবু এই সংখ্যায় পরিচিত কবি মনুজেশ মিত্রের ‘আমি তো তোকে বলিনি কিছু দিতে/ তবু কি ভাবিস রয়েছি আমি শুধুই নিতে, নিতে?’ অজিত বাইরির ‘কঙ্কনে মুড়েছে দু’হাত/ আমার তো নিরাভরণ হাতই পছন্দ/ হাতের সৌন্দর্য ঢাকা পড়ে যায় অলঙ্কারে’। প্রভৃতি কবিতা কবিতা-প্রেমীদের ভাল লাগে।
|
অন্য হাট |
|
হাট বসে শনিবারে। সোনাঝুরির ক্যানাল পাড়ে। এ এক অন্য ভাবনার হাট। এই হাটের নাম ‘খোয়াই বনের অন্য হাট’। প্রতি সপ্তাহের শনিবার দুপুর ২টো থেকে সূর্যাস্ত পর্যন্ত এই হাট চলে শান্তিনিকেতনের শ্যামবাটি ক্যানালের ধারে, সোনাঝুরির জঙ্গল ঘিরে। এই হাটের অন্যতম সৃষ্টি কর্তা সদ্য প্রয়াত আশ্রমিক ও শিল্পী শ্যামলী খাস্তগীর। তাঁর ভাবনায় যোগ দিয়েছিলেন আরও ১০ জন মানুষ। সেটা ২০০৪ সালের শেষ দিকের কথা। এই হাটের ভাবনা ছিল এলাকার মানুষদের, বিশেষ করে মহিলাদের হস্ত শিল্প ও বাড়ির তৈরি বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করে- সে সব বিক্রি করা। সেই হাট এখন আয়তনে বেশ বড় হয়েছে। বিভিন্ন জায়গায় বসছে বাউলের আসর। আনাগোনা বেড়েছে কলকাতা-সহ দূরদূরান্তের বহু মানুষের।
|
পট প্রদর্শনী |
|
কলকাতার পটুয়াদের পট আঁকা বন্ধ হয়ে গিয়েছে সম্ভবত ১৯৩০ সাল নাগাদ। কিন্তু শিল্প কখনও বিলুপ্ত হয়ে যায় না। কেউ না কেউ তার ধারা বহন করে চলে। এটা বিশেষজ্ঞদের অভিমত। যেমন বর্তমানে রামপুরহাটের বাসিন্দা একটি ডাকঘরের পোস্টমাস্টার কালাম পটুয়া। তাঁর আঁকা পট প্রদর্শিত হয়েছে দেশ ছাড়িয়ে কানাডা, আমেরিকাতেও। আজ, শনিবার থেকে কালীঘাটের পটের সঙ্গে তাঁর পটের প্রদর্শনী হচ্ছে কলকাতার ভিক্টোরিয়া মেমোয়িালে। ওই প্রদর্শনী চলবে ডিসেম্বর মাস পর্যন্ত। উদ্যোক্তা ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম।
|
সংক্ষেপে |
• গত রবিবার সন্ধ্যায় রামপুরহাটের রক্তকরবী পুরমঞ্চে স্থানীয় নৈবেদ্য সংস্কৃতি সংস্থা প্রথমে নানা ধরনের গান ও নৃত্য পরিবেশন করে। পরে কলকাতার একটি সংস্থার নাটক মঞ্চস্থ হয়।
• পুরুলিয়ার মানবাজার নিউ শিল্পীমহল নাট্য গোষ্ঠীর প্রযোজনায় বৃহস্পতিবার স্থানীয় রাধামাধব বিদ্যায়তনের মাঠে ‘শেষ রাতের সানাই’ নামে যাত্রা পরিবেশিত হয়েছে। পরিচালক সমীর মুখোপাধ্যায় জানান, সংস্থার ৩০তম বর্ষে মানবাজার থানা এলাকার বিভিন্ন শিল্পী ও বহিরাগত মহিলা শিল্পীরা এই যাত্রায় অভিনয় করেছেন।
• বৃহস্পতিবার পুরুলিয়ার বরাবাজারের নটবর প্রাথমিক স্কুল চত্বরে ধর্মীয় সঙ্গীতের অনুষ্ঠান হয়েছে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি ঝাড়খণ্ডের ধানবাদ এলাকার শিল্পীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনায় কচিকাঁচারা আবৃত্তি, গান, ছড়া পরিবেশন করেছিল।
• সম্প্রতি বাঁকুড়ার অমরকানন দেশবন্ধু বিদ্যালয়ের হলঘরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উদ্যোক্তা বাঁকুড়া জেলা তৃণমূল সেবাদল। অনুষ্ঠানে প্রায় ৩০ হাজার খুদে শিল্পী নাচ, গান পরিবেশন করে। সংগঠনের সম্পাদিকা সঙ্গীতা মণ্ডল জানান, অনুষ্ঠানে দেশের জন্য প্রাণ দেওয়া বিপ্লবী ও রবীন্দ্রনাথের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। • সম্প্রতি বাঁকুড়ার দুই বিশিষ্ট সাহিত্যিক শক্তিপদ রাজগুরু, দেবলদেব বর্মাকে সংবর্ধনা জানাল বাঁকুড়া জেলা সাহিত্য অ্যাকাডেমি। বাঁকুড়ার শহরের গাঁধীবিচার সভাকক্ষে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার কবি, শিল্পী, গুণীজনেরা।
• বিষ্ণুপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর সম্প্রতি রামানন্দ কলেজের সভাকক্ষে একটি আলোচনাসভার আয়োজন করেছিল। বিষয় ছিল নারীর স্বাধীনতা ও নারীর বিকাশ। বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
• যদুভট্ট মঞ্চে ‘বিষ্ণুপুর ঐকতান’-এর ২৮তম বার্ষিক আনন্দানুষ্ঠান হয়েছে। সংস্থার শিল্পীরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি উপস্থাপন করেছিলেন।q পুরুলিয়ার মানবাজার নিউ শিল্পীমহল নাট্য গোষ্ঠীর প্রযোজনায় বৃহস্পতিবার স্থানীয় রাধামাধব বিদ্যায়তনের মাঠে ‘শেষ রাতের সানাই’ নামে যাত্রা পরিবেশিত হয়েছে। পরিচালক সমীর মুখোপাধ্যায় জানান, সংস্থার ৩০তম বর্ষে মানবাজার থানা এলাকার বিভিন্ন শিল্পী ও বহিরাগত মহিলা শিল্পীরা এই যাত্রায় অভিনয় করেছেন।
• বৃহস্পতিবার পুরুলিয়ার বরাবাজারের নটবর প্রাথমিক স্কুল চত্বরে ধর্মীয় সঙ্গীতের অনুষ্ঠান হয়েছে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি ঝাড়খণ্ডের ধানবাদ এলাকার শিল্পীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনায় কচিকাঁচারা আবৃত্তি, গান, ছড়া পরিবেশন করেছিল।
• সম্প্রতি বাঁকুড়ার অমরকানন দেশবন্ধু বিদ্যালয়ের হলঘরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উদ্যোক্তা বাঁকুড়া জেলা তৃণমূল সেবাদল। অনুষ্ঠানে প্রায় ৩০ হাজার খুদে শিল্পী নাচ, গান পরিবেশন করে। সংগঠনের সম্পাদিকা সঙ্গীতা মণ্ডল জানান, অনুষ্ঠানে দেশের জন্য প্রাণ দেওয়া বিপ্লবী ও রবীন্দ্রনাথের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
• সম্প্রতি বাঁকুড়ার দুই বিশিষ্ট সাহিত্যিক শক্তিপদ রাজগুরু, দেবলদেব বর্মাকে সংবর্ধনা জানাল বাঁকুড়া জেলা সাহিত্য অ্যাকাডেমি। বাঁকুড়ার শহরের গাঁধীবিচার সভাকক্ষে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার কবি, শিল্পী, গুণীজনেরা।
• বিষ্ণুপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর সম্প্রতি রামানন্দ কলেজের সভাকক্ষে একটি আলোচনাসভার আয়োজন করেছিল। বিষয় ছিল নারীর স্বাধীনতা ও নারীর বিকাশ। বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
• যদুভট্ট মঞ্চে ‘বিষ্ণুপুর ঐকতান’-এর ২৮তম বার্ষিক আনন্দানুষ্ঠান হয়েছে। সংস্থার শিল্পীরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি উপস্থাপন করেছিলেন। |
|
|
|
|
|