ধর্মতলা চত্বর থেকে বাস টার্মিনাস সরাতেই হচ্ছে রাজ্য সরকারকে।ভিক্টোরিয়া মেমোরিয়ালের শুভ্রতা বাঁচাতে এবং কলকাতার বায়ুদূষণ দূর করতে পরিবেশকর্মী সুভাষ দত্তের দায়ের করা একটি জনস্বার্থ মামলায় ২০০৭ সালে কলকাতা হাইকোর্ট ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। ‘ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট’ (নিরি)-এর সুপারিশ মেনে হাইকোর্ট ওই নির্দেশ দেয়। কিন্তু, রাজ্য সরকার ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায়। হাইকোর্টের সেই রায় বহাল রাখল সর্বোচ্চ আদালত। ফলে এসপ্ল্যানেড চত্বর থেকে বাস টার্মিনাস সরছেই।
রাজ্য সরকারের যুক্তি ছিল, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ধর্মতলার ওই বাস টার্মিনাস থেকে বাস ধরেন। তাই বাস টার্মিনাসের অবস্থান শহরের মধ্যস্থলে হওয়াটাই জনস্বার্থে বাঞ্ছনীয়। এসপ্ল্যানেড এলাকা থেকে বাস টার্মিনাস সরিয়ে নিলে সাধারণ মানুষ ভীষণ অসুবিধায় পড়বেন। রাজ্য সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে জানানো হয়, বাস টার্মিনাস ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে দুই কিলোমিটার দূরে। ফলে, সেখানকার দূষণ ভিক্টোরিয়ার কোনও ক্ষতি করতে পারবে না। তাই ভিক্টোরিয়া বাঁচানোর জন্য বাস টার্মিনাস সরিয়ে ফেলার যে যুক্তি হাইকোর্ট দিয়েছে, তা যথার্থ নয়। |
ভিক্টোরিয়ার মার্বেলের শুভ্রতা বাঁচানোর জন্য ‘নিরি’ এসপ্লানেডের বাস টার্মিনাস সরানো ছাড়াও ওই ঐতিহাসিক সৌধের চারপাশের ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজার সুপারিশ করে। বলা হয়, ভিক্টোরিয়ার পাশের রাস্তা দিয়ে ভারী এবং বড় গাড়ি চলা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এ সমস্তই ছিল ভিক্টোরিয়া বাঁচানোর দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণের সুপারিশ। বলাই বাহুল্য, বাস টার্মিনাস সরানোর সুপারিশটাও ছিল দীর্ঘমেয়াদী। কারণ, নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে বাস টার্মিনাস সরিয়ে ফেলা যায় না। তার জন্য উপযুক্ত জায়গা খুঁজে বার করতে হয়। পরিকাঠামো গড়ে তুলতে হয়। মানুষের সুবিধা-অসুবিধার দিকটি দেখতে হয়। তার জন্য সময় লাগে। সেই কারণে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে ছ’মাস সময় দেয়।
কিন্তু, সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে বলেছে, মাত্র ছ’মাসের মধ্যে ওই বিশাল কাজ সম্পন্ন করা সম্ভব নয়। ফলে, বাস টার্মিনাস সরানোর জন্য ছয় মাস সময় দেওয়াটা যুক্তিযুক্ত হয়নি। সুপ্রিম কোর্ট ছ’মাসের সময়সীমা তুলে দিয়েছে। কিন্তু সর্বোচ্চ আদালতের রায়ে স্পষ্ট করে বলা হয়েছে, রাজ্য সরকারকে ‘নিরি’র নির্দেশ মেনে এসপ্ল্যানেড থেকে বাস টার্মিনাস সরানোর কাজ সম্পন্ন করতে হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, তাজমহলকে বাঁচানোর জন্য আগরার ‘তাজ ট্রাপেজিয়াম জোন’ থেকে সমস্ত বাস টার্মিনাস সরিয়ে দেওয়া হয়েছে। শুধু ভিক্টোরিয়া বাঁচানোর জন্যই নয়, শহর থেকে ট্রাফিকের চাপ কমাতেও ধর্মতলার বাস টার্মিনাস সরানো দরকার। |