টুকরো খবর |
প্রৌঢ়া খুন জামশেদপুরে
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
|
পড়ে রয়েছে জানকী দেবীর গুলিবিদ্ধ দেহ। ছবি: পার্থ চক্রবর্তী |
ছেলের উপরে বদলা নিতে তার মাকে খুন করল আততায়ী। জামশেদপুরের জুগসলাইয়ের আজ সকালে এমনই ঘটনা ঘটেছে। জুগসলাইয়ের গোশালা মোড়ে জানকী দেবী (৫৫) নামে এক প্রৌঢ়াকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। জামশেদপুরের এসপি (নগর) এম তামিল বিয়ানন বলেন, “জানকী দেবীকে অজয় মাল্লা নামে এক দুষ্কৃতী খুন করেছে বলে অভিযোগ।” এসপি-র কথায়, “অজয় এবং জানকীর ছেলে সোনু মিশ্র দু’জনেই দাগি দুষ্কৃতী। চুরি, লুঠ, তোলাবাজির বিস্তর অভিযোগ তাদের নামে। বছর খানেক আগে অজয়ের স্ত্রীর সঙ্গে সোনুর প্রেমের সম্পর্কের জেরে অজয়-সোনুর মধ্যে শত্রুতা দানা বাঁধে। অজয় সোনুকে খুঁজতেই ওদের বাড়িতে ছিল।” পুলিশ জানায়, সোনু ক’দিন আগেই অন্য একটি ধর্ষণের মামলায় ধরা পড়ে এখন জামশেদপুরে ঘাগিডিতে জেল খাটছে। অজয় সেটা জানত না। বাড়িতে সোনুকে না-পেয়ে সে তাই রেগেমেগে সোনুর মাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। জানকী দেবী ঘটনাস্থলেই মারা যান। অজয়কে এখনও খুঁজছে পুলিশ।
|
কুড়ানকুলাম কেন্দ্র নিয়ে জটিলতা বাড়ল
নিজেস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কুড়ানকুলাম পরমাণু কেন্দ্র নিয়ে জট বাড়ল। পরমাণু দায়বদ্ধতা বিলের সাংবিধানিক বৈধতা নিয়ে আজ সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছে একটি সংস্থা (সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন)। ওই সংস্থাটিতে রয়েছেন প্রাক্তন আমলা, নাগরিক সমাজের প্রতিনিধি, বিজ্ঞানী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত মানুষজন এবং এক প্রাক্তন নৌসেনা প্রধানও। ওই মামলায় দেশে সব পরমাণু কেন্দ্রগুলির নিরাপত্তা এবং তার সঙ্গে সেগুলির জন্য সরকারের কত ব্যয় হচ্ছে, তা পুনরায় খতিয়ে দেখতে বলা হয়েছে। আর তা যত ক্ষণ না হচ্ছে, তত ক্ষণ দেশের সব নির্মীয়মাণ পরমাণু কেন্দ্রের ছাড়পত্র বাতিল করতে ওই আবেদনে উল্লেখ করেছেন তারা। এরই পাশাপাশি, কুড়ানকুলাম পরমাণু কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন চলছেই। গত কাল প্রকল্প এলাকায় ঢোকার সমস্ত রাস্তাই আটকে দিয়েছিলেন গ্রামবাসীরা। জয়ললিতাও আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেছিলেন, তিনি গ্রামবাসীদের পাশেই আছেন। আজ প্রকল্প এলাকায় পৌঁছনোর জন্য আন্দোলনকারীদের হঠাতে পুলিশ লাঠি চালায়। এতে চার জন প্রতিবন্ধী যুবক আহত হন। আন্দোলনকারীরা কাল জানান, কুড়ানকুলাম পরমাণু কেন্দ্র তৈরির প্রতিবাদে ফের পরমাণু কেন্দ্রের ঠিক সামনে ‘রিলে’ অনশনে বসেছেন হাজার খানেক গ্রামবাসী। কাল রাত থেকেই বিক্ষোভকারীরা অনশনে বসেন। আজও অনশন জারি রেখেছেন হাজারের বেশি আন্দোলনকারী।
|
হেগড়ের রিপোর্ট ফেরত দিল রাজ্য
নিজেস্ব সংবাদদাতা • বেঙ্গালুরু |
বেআইনি খনন নিয়ে সন্তোষ হেগড়ে রিপোর্ট রাজ্যের লোকায়ুক্তে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কর্নাটকের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী সদানন্দ গৌড়ার মতে, হেগড়ে রিপোর্টে যাঁদের নাম করা হয়েছে, তাঁরা কেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেলেন না, তা জানা প্রয়োজন। তা ছাড়া, লোকায়ুক্ত কোনও বিধায়ক অথবা মন্ত্রীকে অপসারণের সুপারিশ করতে পারে কি না, সেটাও জানতে চান মুখ্যমন্ত্রী। সন্তোষ হেগড়ের হাজার পাতার ওই রিপোর্টের জেরে এই বছরের জুলাইয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরতে হয়েছে বি এস ইয়েদুরাপ্পাকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাবশত বর্তমান মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। তবে সে কথা সরাসরি মানছেন না সদানন্দ গৌড়া। তাঁর বক্তব্য, “এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অনেকেরই মনে হবে। কিন্তু লোকায়ুক্তের কাছে রিপোর্ট ফেরত পাঠানোর অর্থ সেই রিপোর্ট খারিজ করে দেওয়া নয়। কিছু বিষয় আরও স্পষ্ট জানতে চাওয়া হয়েছে মাত্র।”
|
রাহুল যাওয়ার ৪ ঘণ্টার মধ্যেই ভাঙল সেতু
সংবাদসংস্থা • বুন্দেলখণ্ড |
মায়াবতীর রাজ্যে কী রকম নিচু মানের মালমশলা দিয়ে সেতু ও রাস্তা তৈরি হচ্ছে, সরেজমিনে তা দেখতে বুন্দেলখণ্ডে গিয়েছিলেন রাহুল গাঁধী। তিনি দেখে যাওয়ার চার ঘণ্টার মধ্যেই ভেঙে পড়ল সেখানকার একটি নির্মীয়মাণ সেতু। কংগ্রেস ও বসপা-র মধ্যে কাজিয়া বেঁধে গিয়েছে এ নিয়ে।
উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি রীতা বহুগুণা জোশী ও স্থানীয় নেতারা রাহুলকে সেতু দেখাতে গিয়েছিলেন। তাঁদের অভিযোগ, এই অঞ্চলের উন্নতির জন্য উত্তরপ্রদেশ সরকারকে ৭২০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। কিন্তু তার ১০% রাজ্য খরচ করেনি। বান্দা শহরের সঙ্গে হরদউলিকে যুক্ত করতে দু’কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ওই সেতু। বসপা-র অভিযোগ, সেতুর কিছু অংশে কাজ হচ্ছে। অন্তর্ঘাতের ফলেই সেই অংশ ভেঙে পড়েছে। সেতু তৈরিতে নিম্নমানের জিনিস ব্যবহার করা হয়নি। বসপা-র বক্তব্য, নির্মীয়মাণ সেতুতে রাহুলকে নিয়ে যাওয়ায় তাঁর জীবনহানির আশঙ্কাও ছিল। মায়া সরকার জানিয়েছে, কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে এ জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে।
|
ভারত-পাক ভিসা শিথিল হচ্ছে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভিসা সংক্রান্ত নতুন দ্বিপাক্ষিক চুক্তির খসড়া নিয়ে একমত হল ভারত ও পাকিস্তান। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভিসা সংক্রান্ত যৌথ কর্মী গোষ্ঠীর (জেওজি) দ্বিতীয় বৈঠকে খসড়া চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ভারত ও পাকিস্তানের ব্যবসায়ীদের যাতে ভিসা পেতে অসুবিধে না হয় সে জন্য খসড়া চুক্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পাকিস্তানে এক বারে তিনটির বেশি স্থানে যাওয়ার অনুমতি নেই ভারতীয়দের। একই অবস্থা পাকিস্তানিদেরও। খসড়া চুক্তিতে এই শর্তও শিথিল করা হয়েছে।
|
১৮ মাসের চিলিই ‘নায়ক’ অম্বালা-কাণ্ডে
সংবাদসংস্থা • অম্বালা |
তার একটি ভুলে ঘটে যেতে পারত বিরাট মাপের অঘটন। নাশকতার তালিকায় হয়তো জুড়ে যেত আরও একটি নতুন নাম। কিন্তু তার সন্ধানী চোখ এড়াতে পারেনি হরিয়ানার অম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িটি। দিন দু’য়েক আগে ওই গাড়িটি থেকে ৫ কেজি বিস্ফোরক ও ৫টি ডিটোনেটর আটক করে পুলিশ।‘চিলি’। এই নামেই সে পরিচিত হরিয়ানা পুলিশের কাছে। কয়েক দিনে তার কদরও বেড়ে গিয়েছে। ১৮ মাসের কালো ল্যাব্রাডরটি অন্য প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের থেকে আলাদা। সে দিন তারই প্রমাণ রাখে সে। অম্বালা-কাণ্ডের তদন্তকারী এক অফিসার বলেন, “বিস্ফোরক নির্ধারণে ‘ভারত-তিব্বত সীমান্ত পুলিশ’ বা আইটিবিপি-র প্রশিক্ষণ পেয়েছে চিলি। সে দিন যখন ওকে নিয়ে তল্লাশি চালাচ্ছিলাম, তখন ওই গাড়িটার সামনে এসে ও থেমে যায়। দৃঢ়তার সঙ্গে গাড়ির বনেটে নিজের থাবা রাখে। ওখান থেকে সরানো যাচ্ছিল না চিলিকে। আমাদের কাছে এটাই যথেষ্ট ছিল।” মে মাসেই আইটিবিপি-র বিশেষ প্রশিক্ষণ শেষ করেছে চিলি। এক কুকুর প্রশিক্ষক বলেন, “ল্যাব্রাডর জাতের কুকুররা শান্ত স্বভাবের হলেও বেশ বুদ্ধিমান হয়। বিস্ফোরক চিনতে এদের জুড়ি নেই।” কাজের স্বীকৃতিও হাতেনাতেই মিলেছে। হরিয়ানা পুলিশের তরফে চিলিকে বিশেষ পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।
|
প্রস্তাবিত যাত্রা স্থগিত অণ্ণার
সংবাদসংস্থা • গোরক্ষপুর |
লোকপাল বিলের দাবিতে কংগ্রেসের বিরুদ্ধে প্রস্তাবিত যাত্রা সংসদের শীতকালীন অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত স্থগিত রাখলেন অণ্ণা হজারে। অণ্ণা শিবিরের সদস্য অরবিন্দ কেজরিওয়াল বলেন, “শীতকালীন অধিবেশনে কংগ্রেস লোকপাল বিল পেশ করে কি না তা দেখতে হবে। তা না হলে কংগ্রেসকে ভোট না দেওয়ার আবেদন জানাব।” লোকপাল আন্দোলনের সঙ্গে অণ্ণা হজারের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-কে জড়াতে না চাইলেও আরএসএস নেতৃত্ব তাঁর পাশে দাঁড়াতে উদগ্রিব। আজ আরএসএস নেতা মনমোহন বৈদ্য জানান, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে যে কোনও ব্যক্তি বা সংগঠনের পাশে আছেন তাঁরা।
|
সমস্ত পণ্যে পরোক্ষে মাসুল বাড়াল রেল |
আরও মূল্যবৃদ্ধির আশঙ্কা জাগিয়ে রেলের পণ্য মাসুল ফের বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। শনিবার থেকেই সমস্ত পণ্যে এই নতুন পণ্য মাসুল হার চালু হচ্ছে। এর ফলে ফের একপ্রস্ত জিনিসপত্রের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। রেল মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, উন্নয়নমূলক মাসুল খাতে তিন শতাংশ ও সারা বছরে ব্যস্ত সময়ে পণ্যের উপর আরও তিন শতাংশ মাসুল বাড়ানো হচ্ছে। এর ফলে রেলে পণ্য পরিবহণে বাড়তি অর্থ গুণতে হবে ব্যবসায়ীদের, যা তাঁরা উসুল করবেন গ্রাহকদের থেকে। পরোক্ষে এই মাসুল বাড়লে যে জিনিসের দাম আরও বাড়বে, তা মেনে নিয়েছে রেল মন্ত্রকও। কিন্তু তাদের যুক্তি, বাধ্য হয়েই এই সিদ্ধান্ত। যে ভাবে গত কয়েক মাস ধরে ডিজেল এবং বিদ্যুতের দাম বেড়েছে, তাতে এ ছাড়া কোনও উপায় ছিল না। |
|