|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
আলোছায়ার মরমি মগ্নতা |
মৃণাল ঘোষ |
ত্রয়োদশ ‘থার্ড আই’ ফোটোগ্রাফি উৎসব অনুষ্ঠিত হল বিড়লা অ্যাকাডেমিতে। ‘থার্ড আই’ সংস্থার আলোকচিত্রী অতনু পাল নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন আলোকচিত্রকে ললিতশিল্প হিসেবে মানুষের কাছে তুলে ধরতে। মোট ৪৮টি আলোকচিত্র ছিল প্রদর্শনীতে। অতনুর ১৫টি ছবি ছাড়াও ছিল এই দলের অন্যান্য অনেক শিল্পীর ছবি। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন সনাতন দিন্দা। |
|
আলোছায়ার মরমি মগ্নতায় দৃশ্যের গভীরের নৈর্ব্যক্তিক সৌন্দর্যটিকে বের করে আনতে পেরেছেন অধিকাংশ শিল্পী। চেনার ভিতর থেকে বেরিয়ে এসেছে অচেনা। তাতেই গভীরতর বোধে সঞ্জীবিত হয়ে উঠেছে আলোকচিত্রমালা। |
প্রদর্শনী
চলছে
সৃজনী:
শ্রীসুদীপ, শ্রীপর্ণা পাল, তুহিন চট্টোপাধ্যায় প্রমুখ ৩০ নভেম্বর পর্যন্ত।
মন আর্ট: সম্মেলক প্রদর্শনী ২৯ অক্টোবর পর্যন্ত।
সাউথ সিটি মল: যোগেন চৌধুরী, জেহাঙ্গির কাল শেষ।
চিত্রকূট: অনিন্দ্য রায় ২২ অক্টোবর
পর্যন্ত।
অ্যাকাডেমি: সুব্রত পাল ২০ অক্টোবর পর্যন্ত। |
|