সংবাদমাধ্যমে একই দিনে দুই মন্ত্রীর কীর্তি ফাঁস হওয়ায় অস্বস্তিতে ব্রিটেনের ডেভিড ক্যামেরন সরকার। প্রথম ক্ষেত্রে নিজের এক প্রিয়পাত্রের সঙ্গে সরকারি কাজের সম্পর্ক ‘গুলিয়ে’ ফেলে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স।
দ্বিতীয় ক্ষেত্রে সরকারি নথি ছিড়ে পার্কের আস্তাকুঁড়ে ফেলার অভিযোগ উঠেছে ক্যামেরনের উপদেষ্টা তথা মন্ত্রিসভার দফতর সংক্রান্ত মন্ত্রী অলিভার লেটউইনের বিরুদ্ধে। আজ সকালে ব্রিটিশ সংবাদপত্রে ছবি বেরিয়েছে, মোবাইলে কথা বলতে বলতে লেটউইন কিছু কাগজপত্র ছিড়ে সেন্ট্রাল লন্ডনের একটি পার্কের আস্তাকুঁড়ে ফেলে দিচ্ছেন। প্রত্রিকাটির দাবি, সেগুলি ছিল সরকারি নথি। দলের দাবি, লেটউইন কিছু চিঠি সেখানে ফেলেছেন। যদিও প্রতিরক্ষামন্ত্রীর ক্ষেত্রে এ ভাবে মুখ বাঁচানোর সুযোগ ছিল না। গত এক সপ্তাহ ধরেই বিতর্ক চলছিল তাঁকে ঘিরে। যার মূলে অ্যাডাম ভেরিট্টি নামে এক ব্যবসায়ী। এক সময় ফক্সের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন অ্যাডাম। ফক্সের বিয়েতে নিতবরও (বেস্ট ম্যান) হয়েছিলেন। সরকারি কোনও পদে না থাকা সত্ত্বেও হাবেভাবে ফক্সের সহকারি হিসেবেই নিজেকে তুলে ধরতেন অ্যাডাম। যখন তখন তাঁর সরকারি বৈঠকে ঢুকে পড়া নিয়েও কম বিতর্ক ছিল না। প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ১৮ বার বিদেশ সফরেও গিয়েছেন অ্যাডাম। আজ জানা যায়, ইজরায়েলের কিছু ব্যবসায়ী ও বেসরকারি গোয়েন্দা সংস্থা তাঁর বিদেশ সফরের অর্থ জুগিয়েছিল। ইজরায়েলের হয়ে ওই ব্যবসায়ীরা ব্রিটেনে দরবার করেন। আর শ্রীলঙ্কা সরকার ও তামিল টাইগারদের মধ্যে শান্তি প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল গোয়েন্দা সংস্থাটির।
|
আর পাঁচটা দিনের মতোই সবাই কাজ শুরু করেছিল বালি দ্বীপে। পর্যটকরাও ভিড় করেছিলেন সমুদ্র সৈকতে। হঠাৎই চারপাশ কাঁপতে শুরু করে। ছুটোছুটি করে পালাতে গিয়ে, বাড়ির চাল ভেঙে আহত হন ৫০ জন। ইন্দোনেশিয়ার বালি দ্বীপ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই ভূকম্পনের কেন্দ্র ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। কাছাকাছি দ্বীপগুলির মধ্যে লাভা ও লম্বকেও কম্পন অনুভূত হয়। স্থানীয় হোটেলের কর্মী ক্যান্ডি জুলিয়ানি জানান, ভূকম্প-প্রবণ ইন্দোনেশিয়ায় এই অবস্থায় হোটেল থেকে বেরনোর জন্য আলাদা পথ আছে। কিন্তু লোকেরা আতঙ্কিত হয়ে সেই পথ না ধরে হুড়োহুড়ি করে থেকে পালাতে গিয়ে আহত হন। এই ঘটনায় আহতদের মধ্যে একটি স্কুলের ১২ ছাত্র ও তিন জন শিক্ষকও রয়েছেন। কম্পনের জেরে তাঁদের উপরে ওই স্কুলের ছাদ ভেঙে পড়ে।
|
রাজধানী ইসলামাবাদে পাক পুলিশ বড়সড় নাশকতার ছক বানচাল করেছে বলে দাবি করেছে পাক সরকার। অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রেহমান মালিক জানিয়েছেন, শহরের যেখানে প্রধানমন্ত্রীর বাসভবন, সংসদ এবং আইএসআইয়ের সদর দফতর রয়েছে, জঙ্গিরা সেই এলাকায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর ষড়যন্ত্র করছিল। গত সপ্তাহে তল্লাশি চালিয়ে অনেক অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ। এর মধ্যে ১৬টি রকেট, ১২টি গ্রেনেড ও প্রায় ৯০টি মাদকের প্যাকেট ছিল। দু’জন সন্দেহভাজনকেও আটক করে তারা। তাদের জেরা করেই এই ষড়যন্ত্রের কথা পুলিশ জানতে পারে। এর পরেই আজ দু’টি লরি বোঝাই বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র আটক করা হয়।
|
সঙ্গে ছিল কিছু সরকারি নথি। মোবাইলে কথা বলতে বলতে সেই নথিই সেন্ট্রাল লন্ডনের একটি পার্কের আস্তাকুঁড়ে ফেলে দিলেন মন্ত্রী অলিভার লেটউইন। আজ ব্রিটেনের সংবাদপত্রে এই ছবি প্রকাশ হওয়ায় অস্বস্তিতে পড়েছেন ব্রিটেনের সরকারি নীতি বিষয়ক মন্ত্রী অলিভার লেটউইন। ছবিতে দেখা যাচ্ছে, মোবাইলে কথা বলতে বলতে অলিভার কিছু কাগজ ছিঁড়ে ফেলে দিচ্ছেন। সংবাদপত্রের দাবি, তার মধ্যে কিছু দরকারি নথিও ছিল। তবে কনজারভেটিভ পার্টির মুখপাত্র জানিয়েছেন, অলিভার কিছু চিঠি সেখানে ফেলেছেন। তার মধ্যে কোনও দরকারি গোপন নথি ছিল না। |