সদ্যোজাত নিয়ে বাঁকুড়ার হোমের
পথে দুর্ঘটনায় অ্যাম্বুল্যান্স, মৃত্যু অনুব্রতীর |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান ও কালনা |
শিশুকে অ্যাম্বুল্যান্সে করে বাঁকুড়ার হোমে রাখতে যাওয়ার সময়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক অনুব্রতীর। শুক্রবার বর্ধমানের উল্লাসের কাছে জিটি রোডে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি বালি বোঝাই ট্রাক ওই অ্যাম্বুল্যান্সে ধাক্কা মারলে মৃত্যু হয় মঞ্জু দে ভৌমিকের (৫২)। |
|
দুর্ঘটনার আগে। |
কালনার শাসপুর গ্রামে মাসখানেক আগে রাতে বাড়ির বাইরে এক সদ্যোজাতকে কুড়িয়ে পান রবি মণ্ডল ও তাঁর স্ত্রী লতা মণ্ডল। তাকে বাড়িতে নিয়ে যান রবিবাবু ও লতাদেবী। কিন্তু এলাকার অনেকে শিশুটিকে পাওয়ার জন্য চাপ দিতে থাকেন, এই অভিযোগে তাঁরা সদ্যোজাতের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানান প্রশাসনের কাছে। রবিবাবুদের আবেদন পেয়ে মহকুমা প্রশাসনের তরফে কালনা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। |
|
দুর্ঘটনার পরে। |
মহকুমা প্রশাসনের নির্দেশ মেনে হাসপাতাল কর্তৃপক্ষ ৩০ সেপ্টেম্বর থেকে ওই শিশু কন্যাকে তাঁদের হেফাজতে রাখেন। তখন থেকে হাসপাতালের নার্স ও কর্মীরাই শিশুটির দেখভালের দায়িত্বে ছিলেন। শিশুটির নাম দেওয়া হয় আগমনী। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে বাঁকুড়ার চামটাগড়ায় একটি সরকারি হোমে রাখার সিদ্ধান্ত নেন।
শুক্রবার সেই উদ্দেশে কালনা হাসপাতাল থেকে একটি অ্যাম্বুল্যান্সে করে বাঁকুড়া যাচ্ছিলেন মঞ্জুদেবীরা। পুলিশ জানায়, গাড়িতে চালক-সহ মোট পাঁচ জন ছিলেন। দুর্ঘটনায় মঞ্জুদেবীর মৃত্যু হয়। এক মহিলা কনস্টেবল ও এক নার্স-সহ অন্য যাত্রীরা জখম হন। তাঁদের বর্ধমানের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। তবে এমন দুর্ঘটনার মধ্যে অক্ষত রয়েছে মাস দেড়েকের আগমনী। |
নিজস্ব চিত্র। |
|