|
|
|
|
খিচুড়ি খেয়ে ৭ জন শিশু অসুস্থ |
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি খেয়ে ৭ জন শিশু অসুস্থ হয়ে পড়েছে। সোমবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের হিলি থানার তিওড় এলাকার ফেরুসা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। পোকা ধরা ডাল-চালের খিচুড়ি শিশুদের খাওয়ানোর জেরে এই ঘটনা বলে অভিযোগ তুলে অভিভাবক ও বাসিন্দারা বিক্ষোভ ফেটে পড়েন। সকাল ৮টা থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ঘেরাও করে শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভে নামেন এলাকার মহিলারা। তাঁদের অভিযোগ, কেন্দ্রে সরবরাহ করা ভাল চাল, ডাল ও ভোজ্য তেল বাজারে বিক্রি করে দেওয়া হয়। কম টাকায় নিম্নমানের পোকা ধরা ডাল, চাল কিনে তা শিশুদের রান্না করে খাওয়ানো হয়। এদিন সকাল ৭টা নাগাদ খিচুড়ি খাওয়ার পর ৭ জন শিশু অসুস্থ হয়ে পড়ে। |
|
ছবি: অমিত মোহান্ত |
শিশুরা বমি করতে থাকে। বাসিন্দারা তাদের হাসপাতালে ভর্তি নিয়ে যায়। এর পরেই বিক্ষোভ শুরু হয়। উত্তেজনার খবর শুনে সেখানে যান হিলি থানার ওসি সৌমজিৎ রায় এবং দফতরের ব্লক আধিকারিক দিলীপ বিশ্বাস। উত্তেজিত জনতা তাঁদের ডাল, চালের নমুনা দেখিয়ে অভিযুক্তদের শাস্তির দাবি করেন। ১২টা নাগাদ পরিস্থিতি শান্ত হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা পাপিয়া সরকার বলেন, “সেন্টার থেকে যেমন সরবরাহ পাই। তা দিয়েই রান্না হয়। ” সিডিপিও দিলীপ বিশ্বাস বলেন, “অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” |
তথ্য: অনুপরতন মোহান্ত। |
|
|
|
|
|