রাজ্য সম্মেলনকে সামনে রেখে জেলায় জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামী ২০ নভেম্বর প্রদেশ কংগ্রেস রাজ্য পঞ্চায়েত সম্মেলন করবে। কিন্তু পুজোর মধ্যেই বাঁকুড়া জেলায় সম্মেলনের মধ্যে দিয়েই প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য সোমবার জানিয়েছেন, আগামী ১ নভেম্বরের মধ্যেই জেলা স্তরে সম্মেলনের কাজ শেষ করা হবে। প্রদেশ কংগ্রেস দফতরে এ দিন রাজ্য সম্মেলনের প্রস্তুতি কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জেলা সম্মেলনগুলিতে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের প্রতিনিধিত্ব থাকবে।
রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ধারিত সময়ের এখনও প্রায় দু’বছর বাকি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য পঞ্চায়েত ভোট এগিয়ে আনতে চান। এখন থেকেই পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে কংগ্রেস শীর্ষ নেতাদের একাংশের বক্তব্য, রাজ্যে ‘পরিবর্তিত পরিস্থিতি’তে তাঁদের দল ছেড়ে যেমন নেতা-কর্মীরা অন্য দলে যোগ দিয়েছেন, তেমনই অন্য দল থেকে নেতা-কর্মীরা কংগ্রেসে এসেছেন। এই পরিস্থিতিতে দলের বিন্যাস কী অবস্থায় রয়েছে, তা পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেস নেতৃত্ব যাচাই করে নিতে চান। আর সে জন্যেই রাজ্যের সমস্ত জেলায় সম্মেলন করা হচ্ছে। তবে নেতাজি ইন্ডোরে সম্মেলনের জন্য প্রস্তুতি কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক দেবপ্রসাদ রায় এ দিন বলেন, “গত ৩৪ বছরে বাম সরকারের আমলে পঞ্চায়েত পরিচালনার প্রক্রিয়ায় অংশগ্রহণ আশানুরূপ ছিল না। ওই সরকারের মূল কর্মসূচি ছিল সন্ত্রাস। এখন সেই পরিস্থিতি নেই। ফলে, পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্য সম্মেলনে কী কী বিষয়ে আলোচনা হতে পারে, তা জেলা সম্মেলনের মধ্যে দিয়ে আমরা জানতে পারব। কারণ পঞ্চায়েত রাজের মূল লক্ষ্য, জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রত্যক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমরা চাই পঞ্চায়েতের কাজে আরও বেশি মানুষের অংশগ্রহণ।”
|
ই-টেন্ডার সেচ দফতরেও
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দুর্নীতি রুখতে অর্থ এবং পুর্ত দফতরের পর এ বার ই-টেন্ডার ব্যবস্থা চালু করল সেচ দফতর। সোমবার জলসম্পদ ভবনে ওই প্রযুক্তির উদ্বোধন করেন সেচমন্ত্রী মানস ভুঁইঞা। মানসবাবু জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলায় সেচ দফতরের কাজের জন্য এ বার থেকে ই-টেন্ডার পদ্ধতিতেই আবেদন করতে হবে ঠিকাদারদের। তবে, জরুরি ভিত্তিতে কাজের ক্ষেত্রে ১ কোটি ২৫ লক্ষ টাকা পর্যন্ত খোলা টেন্ডারের ব্যবস্থাও থাকবে। এ দিন ই-টেন্ডার প্রকল্পের উদ্বোধনের সময় সেচমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন পর্ষদের মন্ত্রী শ্যামল মন্ডল। |