সংশোধনাগারে ফের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
রবিবারের মতো সোমবার সকালেও বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ভিতর থেকে আবাসিকরা বাইরের রাস্তায় থালা বাটি ছুঁড়ে ফেলে প্রতিবাদ জানালেন। এই দিনও সংশোধনাগারের কয়েকজন বন্দি অনশন করেছেন। সংশোধনাগারের ভিতর থেকে বাইরের রাস্তায় তাঁরা থালা বাটি ছুঁড়ে ফেলেন, তাতে তাঁদের অভিযোগ ও দাবি লেখা কাগজ সাঁটা ছিল। তাতে নিম্ন মানের খাবার দেওয়া, শারীরিক ও মানসিক নির্যাতন-সহ বিভিন্ন অভিযোগ লেখা রয়েছে। মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অজয়কুমার ঘোষ সোমবার সংশোধনাগারে গিয়ে বিক্ষুব্ধ আবাসিকদের সামাল দেওয়ার চেষ্টা করেন। অজয়বাবু বলেন, “মোট আবাসিকদের প্রায় অর্ধেক সোমবার খাবার নেননি। তাঁদের মধ্যে বেশ কিছু আবাসিক বিক্ষুব্ধ আবাসিকদের ভয়ে খাবার নিতে পারেননি। কারামন্ত্রী সংশোধনাগারের গিয়ে অভিযোগ শুনে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন বলে দাবি করেছেন। তবে ওই সমস্যার সুরাহা করতে প্রশাসনের পক্ষ থেকে ওই আবাসিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।”
|
স্নান করতে গিয়ে নিখোঁজ বাম নেতা
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
বহরমপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর, তথা আরএসপি-র জেলানেতা নবকৃষ্ণ চট্টোপাধ্যায় সোমবার সকালে সৈয়দাবাদ এলাকায় স্নান করতে গিয়ে ভাগীরথীর জলে তলিয়ে গিয়েছেন। এ দিন সন্ধ্যা পর্যন্ত ৮২ বছরের অকৃতদার নবকুমারবাবুর দেহের সন্ধান পাওয়া যায়নি বলে পুলিশ জানায়। রাজনৈতিক মত পার্থক্য সত্ত্বেও সাদামাঠা জীবনযাপনে অভ্যস্ত নবকুমারবাবু বহরমপুর শহরের প্রায় সব স্তরের মানুষের শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি বহরমপুর পুরসভার দু’ বার কাউন্সিলর নির্বাচিত হন। মোটর শ্রমিকদের আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।
|
জখম দুই জওয়ান
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
পাচারকারীদের হাতে জখম হয়েছেন দুই বিএসএফ জওয়ান। শনিবার ও রবিবার রাতে রানিনগর থানার মোহনগঞ্জ সীমান্তে দু’টি পৃথক ঘটনায় জখম হন তাঁরা। ঘটনাগুলি ঘটেছে। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গবাদি পশু পাচার করলে বেশ কয়েক হাজার টাকা পায় পাচারকারীরা। তাই পাচারের সময়ে বিএসএফ জওয়ানেরা বাধা দিলে তাঁদের উপরে পাল্টা আক্রমণ করে পাচারকারীরা। বিএসএফের এক কর্তা বলেন, “৯১ ব্যাটেলিয়নের ই তির্কি এবং জিএস রায় নামে ওই দুই জওয়ান শনিবার ও রবিবার রাতে মোহনগঞ্জ সীমান্তে টহল দিচ্ছিলেন। আহতদের বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে সীমা সরকার (২৫) নামে এক মহিলার। রবিবার মুকুন্দপুরের বাঙালপাড়ার বাসিন্দা সীমাদেবী অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। মৃতার দাদা বনগোপাল দাসের অভিযোগ, গ্রামের কিছু লোক তাঁর বোনের নামে মিথ্যা অপবাদ দিয়েছিল। সেই কারণেই সীমাদেবী আত্মঘাতী হয়েছেন। নবদ্বীপ থানায় পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। |