টুকরো খবর

বেআইনি বহুতল নিয়ে অভিযোগ
কলকাতা পুরসভা এলাকায় বেআইনি বহুতল নির্মাণ ঘিরে বিতর্ক অব্যাহত। বড়বাজার এলাকায় পুরসভার অনুমতিকে বুড়ো আঙুল দেখিয়ে গড়ে-ওঠা বহুতলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন জেডি (ইউ)-এর রাজ্য সম্পাদক যশোবন্ত সিংহ। কলকাতা পুরসভার মূলত ৪ ও ৫ নম্বর বরোয় বেশ কিছু নবনির্মিত বা নির্মীয়মাণ বহুতলের জন্য পুরসভা কী অনুমতি দিয়েছিল, তা জানতে চেয়ে তথ্যের অধিকার আইনে আবেদন করেছিলেন যশোবন্ত। পুরসভার তরফে জানানো হয়েছে, প্রায় কোনও ক্ষেত্রেই এক তলার উপরে আরও চার তলার বেশি অনুমোদন দেওয়া হয়নি। কিন্তু যশোবন্তের অভিযোগ, পুরসভার অনুমোদিত নকশায় যা-ই থাক, কার্যক্ষেত্রে আরও বেশি তলা গড়া হয়েছে। বাড়ির আশেপাশে যাতায়াতের জন্য বিধিনির্দিষ্ট জায়গাও ছাড়া হয়নি। অগ্নিকাণ্ড বা অন্য দুর্ঘটনা ঘটলে এর ফলে দমকল সেখানে ঢোকানো মুশকিল হয়ে পড়বে। বসতবাড়ির জন্য অনুমতি নিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে তা ব্যবহার করা হচ্ছে বলেও জেডি (ইউ) নেতার অভিযোগ। রূপচাঁদ রায় স্ট্রিট, রাজা ব্রজেন্দ্র স্ট্রিট, বাঁশতলা গলি, যোগেন্দ্র কবিরাজ রো, শিবু ঠাকুর লেন প্রভৃতি জায়গায় এমন একাধিক বহুতল গড়ে উঠেছে বলে অভিযোগ করে যশোবন্ত জানিয়েছেন, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হবেন।

ঝুলন্ত দেহ উদ্ধার
এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে, সল্টলেকের এএ ব্লকে শিক্ষকদের প্রশিক্ষণের একটি স্কুলের দোতলার ঘর থেকে। মৃতের নাম বিভাস দাস (১৮)। মিলেছে একটি সুইসাইড নোটও। পুলিশের দাবি, তাতে লেখা আছে, এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তরুণীটির বাড়ির লোক বিভাসকে ফাঁসাতে চেয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে বিধাননগর (উত্তর) থানায় অভিযোগ দায়ের করেছে বিভাসের পরিবার। বিভাসের বাবা বিজয়কৃষ্ণ দাস ওই স্কুলের কেয়ারটেকার। স্কুল-চত্বরেই থাকেন তাঁরা। বিভাসের মায়ের অভিযোগ, রবিবার বিকেলে ওই তরুণীর আত্মীয়েরা তাঁর ছেলেকে ও তাঁদের মারধর করে। বিভাসের পরিজনেরা জানান, প্রতিদিনের মতো রবিবার রাতেও ওই স্কুলের দোতলায় ঘুমোতে যায় বিভাস। সোমবার ছেলেকে ডাকতে গিয়ে ভারতীদেবী দেখেন ক্লাসের ভিতরে ছেলের দেহ ঝুলছে। বিভাসের পরিবারের অভিযোগ পেয়ে সোমবার রাতেই ওই তরুণীর বাবাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

খুনের ঘটনায় ধৃত
খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক যুবক গ্রেফতার হল। আরও এক জনের খোঁজ চলছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন সোমবার জানান, ধৃত মহম্মদ কলিম আনসারি (২২) বিহারের মোতিহারির বাসিন্দা। কর্মসূত্রে তিলজলার চৌবাগায় থাকত সে। দশমীর সকালে তিলজলার একটি নির্মীয়মাণ আবাসনে শামসের আনসারি (২০) নামে এক যুবকের গলাকাটা দেহ মেলে। পুলিশ জানায়, মুজফ্ফপুরের বাসিন্দা শামসের মাস দেড়েক আগে চৌবাগায় পাইপ সারানোর কাজে আসেন। পুলিশ জানায়, নিজের শ্যালিকার সঙ্গে শামসেরের ঘনিষ্ঠতা পছন্দ ছিল না কলিমের। শামসেরকে সতর্ক করেও কাজ না হওয়ায় খুনের ছক কষা হয়। দেহ উদ্ধারের পরে শামসেরের দাদার পরিচয়ে কলিমই থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ জানায়, কলিমের সঙ্গে শামসেরের পারিবারিক সম্পর্ক নেই।

সিটিসি-র নয়া বাস রুট
এ বার হাওড়ার ঘাসবাগান থেকে রাজাবাজার পর্যন্ত কলকাতা ট্রাম কোম্পানির বাস চলবে। কাল বুধবার, ঘাসবাগান ডিপো থেকে এই বাস রুট চালু হবে। সোমবার রাজ্যের পরিবহণমন্ত্রী সুব্রত বক্সী এই খবর দিয়ে জানান, প্রাথমিক ভাবে ওই রুটে চারটি বাস চলবে। প্রয়োজন মতো পরে বাস বাড়ানো হবে। আগে হাওড়া স্টেশন থেকে শিয়ালদহ পর্যন্ত এই পরিষেবা চালু ছিল। বুধবার থেকে বাস রুটটি হবে ঘাসবাগান থেকে গোলাবাড়ি থানা, হাওড়া স্টেশন, রবীন্দ্র সেতু, মহাত্মা গাঁধী রোড, শিয়ালদহ হয়ে রাজাবাজার পর্যন্ত। একই রুটে বাস আবার ঘাসবাগানে ফিরবে। সুব্রতবাবু আরও জানান, এই রুটের জন্য ঘাসবাগানে কলকাতা ট্রাম কোম্পানির পুরনো ডিপোটি ব্যবহার করা হবে।

বল্লভভাইয়ের মূর্তি
দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পটেলের মূর্তি বসল শহরে। সোমবার বিকেলে চিত্তরঞ্জন অ্যাভিনিউ সংলগ্ন যোগাযোগ ভবনের কাছে পুরসভার একটি পার্কে ১৪ ফুট উঁচু ওই পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যপাল এম কে নারায়ণন। সর্দার বল্লভভাই পটেল স্মৃতিরক্ষা কমিটির আবেদনের প্রেক্ষিতে পুরসভার উদ্যান বিভাগের উদ্যোগে মূর্তি বসানোর কাজ হয়েছে বলে বিভাগীয় মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন। দেবাশিস কুমার জানান, মূর্তিটি তৈরি করেছে পূর্ত দফতর। এই মূর্তি বসানোর জন্য প্রায় কুড়ি বছর ধরে পুরভবনে দরবার করছিল বল্লভভাই পটেল স্মৃতিরক্ষা কমিটি। কোথায় তা বসানো হবে, তা নিয়েও বিরোধ চলছিল বছর সাতেক ধরে।

আয় বাড়াল মেট্রো
২০১০ সালের এপ্রিল-সেপ্টেম্বর, ছ’মাসে মেট্রো রেলে চেপেছিলেন সাত কোটি ৮৮ লক্ষ যাত্রী। ভাড়া বাবদ আয় হয়েছিল ৪২.৭৪ কোটি টাকা। এ বছরের ওই ছয় মাসে যাত্রী সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮.০৪ কোটি, আয় বেড়ে ৪৬.৯১ কোটি টাকা। গত অক্টোবর থেকে মেট্রো-র যাত্রাপথও বেড়েছে। তাই তুলনায় যত বেড়েছে যাত্রী, তার চেয়েও বেশি হারে বেড়েছে আয়। কেননা, বাড়তি দূরত্বের জন্য টিকিটের গড় দাম বেড়েছে বলে সোমবার জানান মেট্রো মুখপাত্র প্রত্যুষ ঘোষ।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.