ফের অশান্ত মিশর।
নিরাপত্তাবাহিনী এবং বিক্ষুব্ধ খ্রিস্টানদের সংঘর্ষে মিশরে মোট ২৫ জন নিহত হয়েছেন। এই ঘটনার পর তাহরির স্কোয়ারে কার্ফু জারির সিদ্ধান্ত নিয়েছে মিশরের সেনা। রবিবার রাতের ওই সংঘর্ষে আহত হয়েছেন ২০০-রও বেশি। দক্ষিণ মিশরের একটি গির্জায় হামলার প্রতিবাদে সরব হয়েছিলেন খ্রিস্টানরা। ঠিক যেখান থেকে কয়েক মাস আগে বিক্ষোভ শুরু হয়েছিল, সেই ‘ঐতিহাসিক’ তাহরির স্কোয়ার থেকেই তাঁরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেছিলেন। প্রেসিডেন্ট হোসনি মুবারককে সরিয়ে দেওয়ার পর এখনও পর্যন্ত এত বড় মাপের বিক্ষোভ দেখেনি মিশর। ক্রমেই সেই বিক্ষোভ-প্রতিবাদ হিংসার আকার নেয়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। দেখতে দেখতে সেই সংঘর্ষ তাহরির স্কোয়ার থেকে কায়রোর রাস্তায় ছড়িয়ে পড়ে। সেনার গাড়ি, রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের গাড়ি এবং বন্ধ দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। মিশরের সরকারি টিভি ও রেডিওয় দাবি করা হয়েছে, এই ঘটনায় ৩ জন নিরাপত্তারক্ষীও নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ-অবরোধ।
|
চিনে যুক্ত হতে চায় না তাইওয়ান |
চিনের প্রেসিডেন্ট তাইওয়ানকে চিনের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিলেও তাতে আপত্তি জানালেন তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জেওউ। মা-এর সাফ কথা, “আমরা স্থিতাবস্থা বজায় রাখতে চাই। সংযুক্তিকরণ নয়, স্বাধীনতা নয়, শক্তি প্রয়োগ নয়।” তাইওয়ান প্রেসিডেন্টের মতে, চিনের সঙ্গে যুক্ত হওয়া তাঁদের দেশের কাছে এখন প্রয়োজনীয় নয়।
|