চৈতন্যচরিতকার কৃষ্ণদাস কবিরাজের ‘তিরোভাব দিবস’ উপলক্ষে শুক্রবার থেকে কেতুগ্রামের ঝামটপুর গ্রামে শুরু হয়েছে মেলা। মঙ্গলবার পর্যন্ত চলবে এই মেলা। শ্রীচৈতন্যচরিতামৃতের রচয়িতা কৃষ্ণদাসের জন্ম কেতুগ্রামের ঝামটপুর গ্রামে। শেষ জীবনে বৃন্দাবনে বসে বৃদ্ধ বয়সে তিনি শ্রীচৈতন্যচরিতামৃত লেখেন। কৃষ্ণদাস এবং তাঁর রচনা নিয়ে ‘সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ’ তথ্যচিত্র নির্মাণ করতে চায়। গত শনিবার তাঁদের একটি প্রতিনিধি দল ঝামটপুর গ্রামে যান। ওই দলে ছিলেন পরিচালক সনৎ দাসগুপ্ত-সহ তিন জন। পরিচালকের দাবি, “কৃষ্ণদাস কবিরাজের উপরে এই প্রথম কোনও তথ্যচিত্র তৈরি হতে চলেছে। আমরা এলাকা ঘুরে ঘুরে দেখলাম। শীঘ্র তথ্যচিত্র তৈরি করব।”
|
পাঁচ দিন বন্ধ থাকার পরে ডিভিসি ব্যারাজের সেতুতে সোমবার ফের টোল ট্যাক্স আদায় করা শুরু করল সেচ দফতর। টোল আদায়ের টেন্ডারের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ৫ অক্টোবর। নতুন টেন্ডার ডাকার কাজ সম্পূর্ণ না হওয়ায় সেতু থেকে টোল আদায় বন্ধ হয়ে যায়। এতে দৈনিক লক্ষাধিক টাকার রাজস্ব হারাচ্ছিল সরকার। শেষ পর্যন্ত সোমবার সেচ দফতরই টোল ট্যাক্স আদায় শুরু করে। শীঘ্র নতুন টেন্ডার ডেকে যোগ্য সংস্থার হাতে টোল আদায়ের দায়িত্ব তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সেচ দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অবনী রায়।
|
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। সোমবার বিকাল ৪টা নাগাদ ২ নম্বর জাতীয় সড়কের অন্ডাল-বক্তারনগর উড়ালপুলের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কুনাল রামানি (২৫)। এ দিন মোটরবাইকে চড়ে তিনি দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। একটি লরি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
|
নদিয়ার বগুলায় পুলিশের গুলিতে দলীয় সমর্থক রাজেশ্বরী মল্লিকের মৃত্যুর প্রতিবাদে সোমবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় বিক্ষোভ দেখাল কংগ্রেস। দলের পক্ষে স্বপন মিত্র জানান, পুলিশের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্যই ওই মহিলা কর্মীকে প্রাণ হারাতে হল। পুলিশের ভূমিকার প্রতিবাদে এ দিন থানায় বিক্ষোভ দেখানো হয়।
|
তারাপদ কোড়া, গৌতম চট্টোপাধ্যায় ও রবি কোড়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমি ফাইনালে সোমবার বিজয়ী হল জবা ফুটল একাদশ। বীরকুলটি মাঠে তারা কেন্দ্রা মেটাল ধাওড়াকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে গেল। |