দশেরায় আজ অশুভ নাশ
শুভের বিনাশ আর শুভের জয় এই বার্তা ছড়িয়ে দিতেই আজ দশেরায় মাতবে রেলশহর। প্রস্তুতি প্রায় সারা। তৈরি হয়েছে ৫৮ ফুটের রাবণ! মুখোশের মধ্যেই রয়েছে আতসবাজি। তিরের আগুন রাবণের বুকে এসে লাগলেই পুড়ে ছাই হয়ে যাবে লঙ্কাধিপতির দশটি মাথা। রোশনাইয়ে ভরে উঠবে গোটা এলাকা।
সেই ১৯২৫ সাল থেকে এই উৎসব হয়ে আসছে রেলশহরে। প্রতি বছরই দশেরাকে কেন্দ্র করে সাজ সাজ রব পড়ে যায়। এ বারও তার ব্যতিক্রম হচ্ছে না। শহরের নিউ সেটেলমেন্ট এলাকার একটি ফাঁকা জায়গায় ৫৮ ফুটের বিশালাকায় রাবণ তৈরি করা হয়েছে।
খড়্গপুরে প্রস্তুতি। ছবি: কিংশুক আইচ।
গিরি ময়দান এলাকার অদূরে এই রাবণ পোড়া মাঠ। আজ, বৃহস্পতিবার দুপুরে সেখানে ভিড় জমাবেন কয়েক হাজার মানুষ। জাতি-ধর্ম নির্বিশেষে সকলেই উৎসবে সামিল হবেন। তার আগে গোলবাজারের রাম মন্দির থেকে বেরোবে বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরবাসীর কাছে যা আখড়া নামে পরিচিত। উৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে তৈরি হয়েছে দশেরা উৎসব কমিটি। ততে পুলিশ কর্তা থেকে রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী সকলেই আছেন।
এ বছর দশেরার বাজেট প্রায় ২ লক্ষ টাকা। রাবণ ও আতসবাজিতেই খরচ হয়েছে ১ লক্ষ ২৫ হাজার। প্রতি বছর পালা করে রাবণ তৈরির কাজ তদারকি করে এলাকার কয়েকটি ক্লাব। এ বার সেই দায়িত্বে রয়েছে রয়েল স্টার অ্যাকাডেমি। ক্লাব সদস্য ডি মুরলী মোহন, বাবু রাওরা বলেন, “এই উৎসবের আনন্দই আলাদা।”
আজকের অনুষ্ঠানে ডিআইজি (মেদিনীপুর) বিনীত গোয়েল, খড়্গপুরের ডিআরএম আর কে কুলশ্রেষ্ঠ, বিধায়ক জ্ঞানসিংহ সোহনপাল-সহ বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.