পুজো সংক্ষেপে
এলাকায় এতদিন পুজো হত না। বাসিন্দাদের পুজো দেখতে যেতে হত অন্য এলাকায়। পুজোর কটা দিন মুখ ভার হয়ে থাকত কচিকাঁচাদের। তাই এ বার প্রথম পুজো শুরু হল রতুয়ার দুর্গাপুরে। রবিবার সন্ধ্যায় ওই পুজোর উদ্বোধন করেন স্থানীয় বিডিও পার্থ দে। প্রথম পুজো হলেও আয়োজনে খামতি রাখেননি উদ্যোক্তারা! সাবেকি প্রতিমার পাশাপাশি রয়েছে সুদৃশ্য প্যান্ডেলও। পুজো কমিটির পক্ষে সৌদীপ তেওয়ারী জানান, ৪ দিন ধরেই সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রতিমা আনা থেকে পুজোর আয়োজন, এমনকী ভোগ বিতরণ এবং বিসর্জনেরও দায়িত্বে মহিলারা। সেই কারণে রায়গঞ্জের রবীন্দ্রপল্লির পীযূষ স্মৃতি দুর্গা মন্দিরের দুর্গাপুজো শহরের মহিলা পরিচালিত পুজো বলে পরিচিতি পেয়েছে। গতবছর স্থানীয় বাসিন্দা কৃষ্ণচন্দ্র দত্ত মারা যাওয়ার পর তাঁর শেষ ইচ্ছেমতো কৃষ্ণবাবুর জমিতে তাঁর প্রয়াত দাদা পীযূষবাবুর স্মৃতিতে পুজো শুরু করেন মহিলারা।

মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে মহিষাসুর বধের দৃশ্য। তবে দেবী সিংহ নয়, ছুটছেন ঘোড়ায় চড়ে। চারদিকে পড়ে রয়েছে ভাঙা রথ, রথের চাকা। চাঁচলের হাসপাতালপাড়ার নবীন সঙ্ঘ প্রতি বছরই মণ্ডপসজ্জায় নানা দৃশ্যের ব্যবহার করে থাকে। সুদৃশ্য প্যান্ডেল ও আলো বাদ যায়নি এ বারও।

দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি মণ্ডপসজ্জায় ছবিতে তুলে ধরা হয়েছে দক্ষিণেশ্বর মন্দির ও তার পারিপার্শিক দৃশ্য। গঙ্গায় ভাসমান নৌকা, সিঁড়িঘাটের দৃশ্য শিল্পীর হাতে মূর্ত হয়েছে। হরিশ্চন্দ্রপুরের কুশিদা বাসস্ট্যান্ড সর্বজনীন ৩৬ বছরে পড়ল। সর্বজনীন হলেও পুজোর পরিচালনা করে স্থানীয় বিজয়ী ক্লাব।

মন্ডপে আলো আর শব্দের ব্যবহারে তারাপীঠে বামাখ্যাপার সিদ্ধিলাভের দৃশ্য। ১৫ মিনিট ধরে তা চলবে। সামসি লাগোয়া চাঁচলের কান্ডারন রেলওয়ে সর্বজনীন দুর্গোৎসবের এ বার অন্যতম আকর্ষণ এটাই। শুধু তাই নয়, এবার বড় বাজেটেই ওই পুজো হচ্ছে! মণ্ডপে পরিবেশ সুন্দর।

পুজো হয় স্থায়ী মন্দিরে। রয়েছে নবমীতে পাঠাবলির রেওয়াজ। রতুয়ার দেবীপুর তেররসিয়া সর্বজনীন দুর্গোৎসব এ বার ১৬ বছতে পড়ল। সম্প্রতি বন্যায় প্লাবিত হয়েছিল গোটা এলাকা। বন্যার আতঙ্ক আর গ্লানি কাটিয়ে দেরীতে হলেও পুজোর আনন্দে মেতে উঠেছেন বাসিন্দারা।

এ বার পুজোয় নজর কেড়েছে শামুকতলা চালহাটি পুজা কমিটি। প্রতিমা থেকে মণ্ডপসজ্জা সব কিছুই খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে তারা। ২০০৭ সাল থেকে ওই পুজো শুরু হয়। আলিপুদুয়ার ২ নম্বর ব্লকের পুরস্কারের পাওয়ার তালিকায় প্রতি বছরই থাকছে ওই ক্লাবের নাম।

পুজোয় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে চলে যান শামুকতলা হিন্দি স্কুল পুজো মণ্ডপে। গোটা প্রাঙ্গন জুড়ে তৈরি করা হয়েছে আস্ত একটি পার্ক। সেখানে বসে একটু বিশ্রাম নেওয়া যেতে পারে। দর্শনার্থীদের জলের ব্যবস্থা রেখেছেন উদ্যোক্তারা।

ভূমিকম্প সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মানুষ যাতে সচেতন হন, সেদিকে লক্ষ রেখে মণ্ডপ সাজিয়েছে শামুকতলার শক্তিনগর কালীবাড়ি পুজো কমিটি। মণ্ডপের বাইরে ও ভিতরে পোস্টার, ফেস্টুনে সচেতনতা অভিযান চালানো হচ্ছে।

অষ্টমীর দুপুরে ২ হাজার মানুষকে পোলাও, পনিরের তরকারি, আলু মটর, মিষ্টি ও চাটনি খাওয়াল রায়গঞ্জের বারোয়ারি দুর্গোৎসব কমিটি। এবারে একটি কাল্পনিক প্যালেসের ধ্বংসাবশেষের আদলে পুজো মণ্ডপ তৈরি করেছেন তারা।

পুজোর ভিড়ে দর্শনার্থীদের সুরক্ষায় ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করেছে কোচবিহার জেলা পুলিশ। মণ্ডপ চত্বরের সামনে টহলদারি, সাদা পোশাকের অফিসারররা গাড়ি নিয়ে দেখভালের দায়িত্ব সামলাচ্ছেন।

এবার আলোকসজ্জায় নজর কেড়েছে শামুকতলার ধানহাটি কালীবাড়ি পুজো কমিটি। কাল্পনিক মন্দির তৈরি হয়েছে। প্রতিমাও তৈরি হয়েছে দেখবার মতো।

সুবর্ণ জয়ন্তী বর্ষে মণ্ডপসজ্জা থেকে প্রতিমায় নজর কাড়ল পুন্ডিবাড়ি ব্রাইট ইউনিট। পুন্ডিবাড়ি জলাধার লাগোয়া চত্বরে গুজরাটের অক্ষর ধাম মন্দিরের আদলে মণ্ডপসজ্জা।

আজ, বুধবার মহানবমীতে দরিদ্র নারায়ণ সেবার ব্যবস্থা করেছে কোচবিহার বেলতলা ইউনিট। সন্ধ্যায় দরিদ্রদের খাওয়ানো হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.