এখন ভিন্ দেশি পর্যটকদেরও
টানছে পুজোর কলকাতা
শুধু ভিন্ রাজ্যের ভ্রমণপিপাসুদের নয়। অনেক বিদেশি পর্যটকের নতুন গন্তব্যও এখন পুজোর কলকাতা।
এত দিন এই সময় এই শহরে এলেও, সাধারণত তাকে ‘বুড়ি ছোঁয়া’ করে পাহাড়ের দিকে পা বাড়াতেন তাঁরা। এই শহরকে কার্যত ব্যবহার করতেন ‘ট্রানজিট পয়েন্ট’ হিসেবে। কিন্তু এখন পুজোর কলকাতা ঘুরে দেখতেই এখানে আসছেন বহু পর্যটক। রাজ্যে তৈরি হচ্ছে পর্যটনের নতুন সম্ভাবনাও।
সরকারি খাতায় এ নিয়ে প্রামাণ্য কোনও তথ্য না থাকলেও বেসরকারি পর্যটন সংস্থাগুলির হিসাব বলছে, অন্য সময়ের তুলনায় পুজোয় কলকাতায় পা রাখছেন আগের থেকে প্রায় তিন গুণ বেশি পর্যটক। তৈরি হচ্ছে নতুন বাজার। যদিও সম্ভাবনার তুলনায় এই ব্যবসা এখনও নগণ্য বলে মেনে নিচ্ছে তারা। তাদের দাবি, এই সব পর্যটকদের আগ্রহকে ঠিক মতো কাজে লাগালে বদলে যাবে রাজ্যের পর্যটন শিল্পের চেহারা।
সংস্থাগুলির দাবি, বাঙালির সেরা উৎসবের আমেজ পেতে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি থেকে শহরে আসছেন বহু পর্যটক। আসছেন কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাত, ছত্তিশগড়, তামিলনাড়ু-র ভ্রমণপিপাসুরাও। যেমন, ইম্প্রেশন ট্যুরিজম সার্ভিসেস-এর মাধ্যমে ফ্রান্স থেকে কলকাতা ও দার্জিলিং সফরে এসেছেন ১৩ জনের একটি দল।
নিছক ব্যবসার অঙ্ক নয়। পর্যটকদের সংখ্যা বৃদ্ধিকেই এ ক্ষেত্রে বাজার বোঝার মাপকাঠি করছে পর্যটন শিল্প। লিভিং রুটস ডেস্টিনেশন ম্যানেজমেন্ট-এর সিইও শুদ্ধব্রত দেব জানাচ্ছেন, ২০০৯ সালের তুলনায় এ বার পুজোর সময় তাঁদের সংস্থার মাধ্যমে কলকাতায় আসা বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে আড়াই গুণেরও বেশি। ভিন্ রাজ্যের পর্যটকের সংখ্যাও বেড়েছে প্রায় ৩ গুণ। এক্সপ্রেস ট্র্যাভেল-এর কর্তা গৌতম বন্দ্যোপাধ্যায় জানান, গত কয়েক বছরে ব্যবসা ১০ থেকে ১৫ শতাংশ বেড়েছে। এই সময় অন্য রাজ্য থেকে আসা পর্যটকের সংখ্যা প্রতি বছর অন্তত ২০ থেকে ২৫ শতাংশ বাড়ছে বলে দাবি করছেন নেপচুন হলিডেজ কর্তা চন্দ্রপ্রকাশ ভট্টার।
আন্তর্জাতিক বাজারে শারদোৎসব ‘ব্র্যান্ড’ হিসেবে কতটা গ্রহণযোগ্য, তা বুঝতে সমীক্ষা করেছিল ইম্প্রেশন ট্যুরিজম। সিইও দেবজিৎ দত্তর দাবি, এতে ব্যাপক সাড়া মিলেছে। তবে এই বাজার ধরতে এক বছর আগে থেকে সুষ্ঠু পরিকল্পনা জরুরি। তবে সম্ভাবনা থাকলেও পুজোর ভিড় বা যানজট বাদ সাধতে পারে বলে আশঙ্কা পর্যটন শিল্পের। তাদের মতে, বিশেষত বিদেশি পর্যটকদের জন্য আলাদা ব্যবস্থা না রাখলে তাঁদের আগ্রহে ভাঁটা পড়তে বাধ্য। এ নিয়ে এক গুচ্ছ দাওয়াইও দিয়েছে তারা। যেমন, আগাম পরিকল্পনা করতে সংশ্লিষ্ট পক্ষ ও রাজ্যের পর্যটন দফতরকে নিয়ে বিশেষ কমিটি গঠন, স্বীকৃত পর্যটক সংস্থার জন্য দফতর, অনুমোদিত গাড়ির পাস, গাড়ি রাখার ব্যবস্থা, পর্যটক সংস্থাগুলিকে সহায়তার জন্য বিশেষ সাহায্যকারী বুথ, গঙ্গাবক্ষে বিসর্জন দেখার জন্য পর্যটন নিগমের তত্ত্বাবধানে বিশেষ ক্রুজ বা লঞ্চের ব্যবস্থা, বিদেশি পর্যটকদের চোখে সেরা পুজো বাছাইয়ের ইত্যাদি। সব মিলিয়ে, দুর্গা পুজোকেই আগামী দিনে নতুন বাজার হিসেবে ধরতে চাইছে সংস্থাগুলি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.