রোগী-মৃত্যু, উত্তেজনা
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে ঘিরে মহাষষ্ঠীর বিকেলে বিশৃঙ্খলার সৃষ্টি হল রামপুরহাট মহকুমা হাসপাতালে। চিকিৎসককে নিগৃহীত করার অভিযোগ উঠেছে মৃত বধূর পরিবারের বিরুদ্ধে। মৃতার নাম সাবিনা ইয়াসমিন (২০)। বাড়ি বীরভূমের মুরারই থানার কাঠিয়া গ্রামে। প্রসব বেদনা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন শনিবার রাতে। রবিবার সকালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ দেখেন। সকালেই তিনি শিশুপুত্র প্রসব করেন। অভিযোগ, দুপুরের দিকে সাবিনার শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসক ও নার্সকে পাওয়া যায়নি। বিকেল সাড়ে ৪টে নাগাদ প্রসূতি বিভাগেই তাঁর মৃত্যু হয়। যে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ওই সময় ডিউটিতে ছিলেন, তাঁর দাবি, “আমি দুপুর দেড়টা নাগাদও ওই বধূকে পরীক্ষা করেছি। কোনও রকম অসুবিধা ছিল না। পরে আমি হাসপাতাল থেকে ফোনে সওয়া ৪টে নাগাদ অসুস্থতার খবর পেয়েই চলে আসি। দেখি, তাঁর মৃত্যু হয়েছে।” হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার কাজকান্তি দাস বলেন, “লিখিত অভিযোগ পাইনি। চিকিৎসককে নিগৃহীত করার ব্যাপারে আমরা আইনি ব্যবস্থা নেব।” |
পত্রিকা প্রকাশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর থ্যালাসেমিয়া সোসাইটির পক্ষ থেকে একটি পত্রিকা প্রকাশ করা হল রবিবার। সোসাইটির অফিসেই পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার রামনারায়ণ মাইতি। পত্রিকাতে কেবলই থ্যালাসেমিয়া সংক্রান্ত খবর প্রকাশ করা হবে বলে সোসাইটির পক্ষ থেকে বাবলু চক্রবর্তী জানিয়েছেন। তিনি জানান, থ্যালাসেমিয়া কী, কিভাবে তার প্রতিকার সম্ভব এ বিষয়ে বেশিরভাগ মানুষেরই কোনও ধারনা নেই। সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন জায়গায় শিবির করা হয়, আলোচনা সভার আয়োজন করা হয়। তারই সঙ্গে এবার এই সংক্রান্ত নানা তথ্য সকলের কাছে তুলে ধরতে পত্রিকা প্রকাশের উদ্যোগ। |
ভোজ খেয়ে অসুস্থ
নিজস্ব সংবাদদাতা • ধনেখালি |
শ্রাদ্ধবাড়িতে খেয়ে অসুস্থ হলেন জনা ৪০ গ্রামবাসী। শনিবার রাতে ঘটনাটি ঘটে ধনেখালির মধুসুদনপুরে। স্থানীয় গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে কয়েক জনকে ছেড়ে দেওয়া হয়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক উন্মেষ বসু বলেন, “আতঙ্কের কারণ নেই। মনে হয় খাদ্যে বিষক্রিয়া হয়েছে।” |
রবিবার বীরপাড়া ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অ্যাম্বুল্যান্স পরিষেবার উদ্বোধন করলেন সাংসদ মনোহর তিরকে। সাংসদ তহবিলের বরাদ্দ টাকায় কেনা অ্যাম্বুল্যান্স প্রতিদিন চালু থাকবে বলে তিনি জানান। |