আপ্লুত এসএসকেএম
আচমকা নয়া আইটিইউ দেখতে এলেন মুখ্যমন্ত্রী
দ্বোধক হিসেবে গোড়ায় তাঁর নামই জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু শনিবার জানিয়ে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ, তাই এসএসকেএম হাসপাতালে ৩২ শয্যার আইটিইউ উদ্বোধনে তিনি আসতে পারবেন না। রবিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী অমিত মিত্র, পূর্তমন্ত্রী সুব্রত বক্সী, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও জানান, মুখ্যমন্ত্রী অসুস্থ তো বটেই, পাশাপাশি ভিজিটিং আওয়ারে হাসপাতালে ঢুকে তিনি রোগীর পরিজনদের অসুবিধা ঘটাতে চান না। তিনি পরে কখনও একা এসে হাসপাতাল ঘুরে যাবেন। কিন্তু এর পরে যা ঘটল, তার জন্য বক্তা বা শ্রোতারা কেউই বোধ হয় প্রস্তুত ছিলেন না।
বিকেল ৪টে ৫৭। আচমকাই এসএসকেএমের মেন ব্লকের চারতলার আইটিইউ-এ সটান হাজির মমতা। সকলের হতভম্ব অবস্থা কাটার আগেই দু’মিনিটে আইটিইউ-এ একটা চক্কর মেরে ৪টে ৫৯ মিনিটে সেখান থেকে বেরিয়ে যান তিনি। হাততালিতে তখন আইটিইউ-এর সামনের একচিলতে ঘর প্রায় ফেটে পড়ছে। অর্থমন্ত্রী চিৎকার করে বলছেন, “এই জন্যই আমি ওঁকে কর্মযোগী বলি। আমরা স্রেফ ওঁর দূত হিসেবে আজ এসেছি। আসল মানুষ তো উনিই। আমরা ওঁকে দেখে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত।”
মুখ্যমন্ত্রীর আচমকা উপস্থিতিতে অর্থমন্ত্রী এতটাই আপ্লুত হয়ে পড়েন যে তাঁকে বলতে শোনা যায়, “আমি ১০ বছর আমেরিকায় ছিলাম। কিন্তু এসএসকেএমের এই আইটিইউ আমেরিকার আইটিইউ-এর থেকেও এক ধাপ এগিয়ে গিয়েছে।” পাশাপাশি তিনি জানান চিকিৎসক, নার্স, চতুর্থ শ্রেণির কর্মী মিলিয়ে আইটিইউ-এর জন্য আরও যে ৫৫ জন কর্মী হাসপাতাল কর্তৃপক্ষ চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী তা অনুমোদন করেছেন।
ফিরহাদ হাকিম জানান, এসএসকেএমের মেঝেতে রোগীদের পড়ে থাকা ঠেকাতে তাঁরা কম উচ্চতার ট্রলির ব্যবস্থা করছেন। শীঘ্রই এই ট্রলি পাওয়া যাবে। শয্যা না পাওয়া রোগীদের তখন আর মেঝেতে পড়ে থাকতে হবে না।
এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য অধিকর্তা শুভময় দত্তচৌধুরী, বিধানসভায় স্বাস্থ্য সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্মল মাঝি, এসএসকেএমের অধিকর্তা প্রদীপ মিত্র প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.