শারদ বিপণিতে আক্রমণ, তরজায় সিপিএম-তৃণমূল
রাজ্যে ‘পরিবর্তন’-উত্তর শারদোৎসবে কলকাতায় তাঁদের পাঁচটি বইয়ের স্টল তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে বলে রবিবার অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব। ওই ঘটনাগুলিতে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেয়নি বলেও তাঁর অভিযোগ। দুষ্কৃতীদের ‘নিরস্ত’ করার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং বিধায়কদের কাছে আর্জি জানিয়েছেন সিপিএমের কলকাতা জেলার নেতা রবীনবাবু। তৃণমূল বিধায়কেরা অবশ্য কোনও কোনও ক্ষেত্রে এমন ঘটনার সঙ্গে তাঁদের দলের কোনও যোগ নেই বলে জানিয়েছেন, কোনও ক্ষেত্রে ঘটনার কথা তাঁদের জানা নেই বলে জানিয়েছেন।
প্রতি বছরই পুজোর সময় সিপিএম রাজ্য জুড়ে ‘মার্ক্সবাদী-প্রগতিশীল’ বই ও পত্র-পত্রিকার স্টল খোলে। রবীনবাবুর বক্তব্য, এ বার কলকাতায় সিপিএমের ১১৭টি স্টল খোলার অনুমতি রয়েছে। যদিও সিপিএমের বইপত্র যারা প্রকাশ করে, সেই সংস্থার ডিরেক্টর অনিরুদ্ধ চক্রবর্তী জানিয়েছেন, কলকাতায় তাঁদের প্রায় ১৫০টি স্টল হচ্ছে। গোটা রাজ্যের ক্ষেত্রে ওই সংখ্যাটা হাজারের কাছাকাছি। রবীনবাবুর অভিযোগ, কলকাতায় বইয়ের স্টল করার জন্য তাঁদের অনুমতি দিয়েছে তৃণমূলেরই হাতে-থাকা কলকাতা পুরসভা, পুলিশ এবং সিইএসসি। তা সত্ত্বেও বেলেঘাটায় ৩টি, ঢাকুরিয়ায় ১টি এবং বিদ্যাসাগরে ১টি স্টলে হামলা হয়েছে। রবীনবাবুর দাবি, “জরুরি অবস্থার সময়েও আমরা শারদোৎসবে বইয়ের স্টল করেছি। কিন্তু এখন যা চলছে, তা গণতন্ত্রের পক্ষে সুস্থতার লক্ষণ নয়।” তবে এত কিছুর পরেও এই সমস্ত ঘটনার জন্য তৃণমূল নেতৃত্বকে দায়ী করেননি রবীনবাবু। তিনি বলেন, “তৃণমূল নেতৃত্ব দায়িত্ব নিয়ে এ সব করছেন, বলছি না। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা করছে। তৃণমূল নেতৃত্ব এবং স্থানীয় বিধায়কদের বলছি, ওদের এ সব কাজ থেকে নিরস্ত করুন।” পার্ক সার্কাসে এ দিনই মার্ক্সীয় সাহিত্যের স্টল উদ্বোধনে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু অভিযোগ করেছেন, বিভিন্ন জেলাতেই স্টলে আক্রমণ নিয়ে যে ঘটনা ঘটছে, তাতে ‘অস্থিরতার লক্ষণ’ স্পষ্ট।
রবীনবাবুর অভিযোগ, “বেলেঘাটার ৩৫ নম্বর ওয়ার্ডের একটি স্টল বিমানবাবুর উদ্বোধন করার আগেই উদ্বোধন-মঞ্চ ভাঙার চেষ্টা হয়েছে এ দিন সকালে।” যদিও বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের বক্তব্য, “ওটা তৃণমূলের সঙ্গে কোনও ঝামেলা নয়। পুজো কমিটির সঙ্গে একটা গোলমাল হয়েছিল। পরে সেটা মিটেও গিয়েছে। দিব্যি বড় স্টল হয়েছে!”
ঢাকুরিয়ার ৯১ নম্বর ওয়ার্ডে সিপিএমের বইয়ের স্টল পল্টু নামে এক ‘তৃণমূল-আশ্রিত’ দুষ্কৃতী ভেঙে দিয়েছে বলেও রবীনবাবুর অভিযোগ। সে বিষয়ে স্থানীয় বিধায়ক তথা দমকলমন্ত্রী জাভেদ খান বলেন, “পল্টু নামে আমাদের কোনও লোক নেই। আমি জানি, পল্টু সিপিএমে ছিল। তার বিরুদ্ধে আমরাই এর আগে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলাম। আর এমন ঘটনা ঘটেছে বলেও আমার জানা নেই।” বিদ্যাসাগরে সিপিএমকে স্টল করতে বাধা দেওয়ার যে অভিযোগ রবীনবাবু করেছেন, তা নিয়েও স্থানীয় তৃণমূল বিধায়ক স্মিতা বক্সী বলেন, “আমার কাছে এমন কোনও খবর নেই।”

জঙ্গলমহলে মহিলাদের উপহার মমতার

জঙ্গলমহলের বাসিন্দা মহিলাদের জন্য পুজোর ‘উপহার’ হিসাবে ৬ হাজার শাড়ি পাঠিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর পরেই এ মাসের মাঝামাঝি মমতার জঙ্গলমহল সফরে যাওয়ার কথা। সেখানে মাওবাদীরা আবার ‘সক্রিয়’ হয়ে ওঠার প্রেক্ষিতে দলের রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করার জন্য ইতিমধ্যেই আসরে নেমেছে তৃণমূল। জঙ্গলমহলে শান্তি ফেরানোর লক্ষ্যে জনসংযোগের উপরেও গুরুত্ব দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। পুজোয় সেখানকার মহিলাদের জন্য ‘উপহার’ পাঠানোও সেই প্রক্রিয়ার অঙ্গ বলেই তৃণমূল শিবিরের একাংশের অভিমত। পাশাপাশি, সিঙ্গুর ও নন্দীগ্রামের মহিলাদের জন্যও মমতা পুজোয় শাড়ি পাঠিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.