দুর্গাপুজো উপলক্ষে রবিবার, মহাষষ্ঠীতে ৫ মাইল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল গোয়ালতোড়ে। কাদড়া থেকে সনকা মন্দির পর্যন্ত এই দৌড়ে যোগ দেন ৭৫ জন প্রতিযোগী। প্রথম হয়েছেন উদয় ধর, দ্বিতীয় সমীর মাহাতো ও তৃতীয় তারক বিশুই। সনকা যুব সঙ্ঘ ও পুজো কমিটির উদ্যোগে এই দৌড় প্রতিযোগিতার পাশাপাশি বসে আঁকো ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। পুজো কমিটির সভাপতি শিশির হাজরা জানান, পুজোর কদিন রোজই নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন তার সূচনা হল।
|
মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত দ্বিতীয় বিভাগীয় ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল পালবাড়ি ইউথ ক্লাব। শনিবার শহরের অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মিরগা মজদুর সংঘকে ১-০ গোলে হারিয়ে দেয় পালবাড়ি ইউথ। সম্প্রতি, ৩৯ টি দলকে নিয়েই শহরে শুরু হয় দ্বিতীয় বিভাগীয় ফুটবল লিগ। অরবিন্দ স্টেডিয়াম ও কলেজ মাঠেই লিগ পর্যায়ের ম্যাচগুলো হয়। ফুটবল লিগ ঘিরে শহরে সাড়াও পড়ে। এ বার প্রথম বিভাগীয় লিগ শুরু হবে।
|
মৌপাল ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় আয়োজিত ফুটবল প্রতিযোগিতা শেষ হল রবিবার। ফাইনালে উঠেছিল মৌপাল হাইস্কুল ও দেবগ্রাম হাইস্কুল। বিজয়ী হয়েছে মৌপাল হাইস্কুল। বিজয়ী ও রানার্স - উভয় দলকেই ট্রফি দেওয়া হয়েছে। তারই সঙ্গে অংশগ্রহনকারী খেলোয়াড়দের জার্সিও দেওয়া হয়। ফুটবলকে জনপ্রিয় করতে ৬টি স্কুলকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। |