বধূ ‘খুন’, ধৃত স্বামী ও শ্বশুর |
এক বধূকে খুনের অভিযোগে তাঁর স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলির পোলবার সুদর্শন গ্রামে। মৃতার নাম পূর্ণিমা কেওড়া (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে পূর্ণিমাদেবীর সঙ্গে তাঁর স্বামী পঞ্চানন কেওড়ার বচসা হয়। অভিযোগ, বচসার সময়ে স্ত্রীকে মারধর করেন পঞ্চানন। মারের চোটে পূর্ণিমাদেবী অসুস্থ হয়ে পড়লে তাঁকে পোলবা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। শনিবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতার বাপেরবাড়ির লোকজন এসে তাঁর শ্বশুরবাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। পূর্ণিমাদেবীকে খুন করা হয়েছে বলে পোলবা থানায় অভিযোগ দায়ের করেন তাঁর দাদা শঙ্কর রায়। পঞ্চাননবাবু ও তাঁর বাবা কালীপদবাবুকে গ্রেফতার করা হয়।
|
ব্যাঙ্ক থেকে ফেরার পথে দুষ্কৃতীরা মোটরবাইক থেকে টাকার ব্যগ ছিনিয়ে নিয়েছে বলে এক ব্যবসায়ী পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে রবিবার হুগলির পাণ্ডুয়ায়। অনুদ্যুতি চট্ট্যোপাধ্যায় নামে পাণ্ডুয়ার জয়পুরের বাসিন্দা ওই ব্যক্তি বন্ধুর সঙ্গে মিলিত ভাবে ওষুধের ব্যবসা করেন। অনুদ্যুতিবাবু পুলিশের কাছে জানান, এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের পাণ্ডুয়া শাখা থেকে ১ লক্ষ টাকা তোলেন। সেই টাকা একটি ব্যাগে ভরে ব্যাগটি মোটর সাইকেলে ঝুলিয়ে কাছেই বাড়িতে ফিরছিলেন। ওই ব্যবসায়ীর দাবি, বাড়ির কাছে এসে তিনি দেখেন ব্যাগটি নেই। এর পরেই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। জেলা পুলিশের এক কর্তা বলেন, “ওই টাকা আদৌ কেউ নিয়েছে কী না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
|
রবিবার মহাত্মা গাঁধীর জন্মদিবস পালন করল হুগলি জেলা কংগ্রেস। এ দিন ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের এক নম্বর গেটের সামনে মহাত্মা গাঁধীর একটি আবক্ষ মূর্তি স্থাপন করে তারা। মূর্তির আবরণ উন্মোচন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, দলের হুগলি জেলা সভাপতি দিলীপ নাথ প্রমুখ।
|
গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর ঝুলন্ত দেহ তাঁর ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ঘটনাটি ঘটে পুড়শুড়ার শ্যামপুরে। মৃতার নাম জ্যোৎস্না হাইত (৩৫)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মঘাতী হয়েছেন। |