|
|
|
|
টুকরো খবর |
আর্থিক অবস্থা নিয়ে এসসিআই-কে সতর্ক করল মন্ত্রক
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
নতুন জাহাজ কিনতে গেলে এ বার শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া (এসসিআই)-ও ঋণের ফাঁদে জড়িয়ে পড়তে পারে বলে রাষ্ট্রায়ত্ত সংস্থাটিকে সতর্ক করে দিল জাহাজ মন্ত্রক। ঠিক যেমনটি হয়েছিল বিপুল ব্যয়ে বিমান কেনার বড়সড় বরাত দেওয়ার ফলে আর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে। প্রসঙ্গত, ইতিমধ্যেই ৩৩টি জাহাজ কেনার বরাত দিয়েছে এসসিআই। মন্ত্রক সূত্রেই বলা হয়েছে, গত ১৯ বছর ধরে মুনাফা করলেও এখন আর্থিক সঙ্কটে ভুগছে এসসিআই। ফলে নতুন জাহাজ কিনলে গুনতে হবে প্রায় ২০ কোটি ডলারের লোকসান। সে ক্ষেত্রে তাদের দশাও বর্তমানে ঋণের চাপে প্রায় দমবন্ধ হয়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার মতোই হবে বলে সাবধান করেছে মন্ত্রক। এমনকী এসসিআই পর্ষদও সর্বশেষ বৈঠকে নতুন জাহাজ কেনার উপর নিষেধাজ্ঞা জারির পক্ষে মত দিয়েছে। তবে এই সতর্কবার্তা নিয়ে মন্তব্য করতে রাজি হননি এসসিআই-এর চেয়ারম্যান এস হাজারা। উল্লেখ্য, এ বছরের প্রথম ত্রৈমাসিকে এসসিআই লোকসান করেছে ৫.৮০ কোটি টাকা। গত বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ১৯১ কোটি।
|
শ্রীলঙ্কার প্রথম গ্যাস ভাণ্ডার পেল কেয়ার্ন
সংবাদসংস্থা • কলম্বো ও নয়াদিল্লি |
শ্রীলঙ্কার মান্নার বেসিনে প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারের সন্ধান পেল কেয়ার্ন লঙ্কা। যা সে দেশের ইতিহাসে প্রথম। প্রেসিডেন্ট মহিন্দ রাজাপক্ষে রবিবার এক অনুষ্ঠানে এসে এই ঘোষণা করে বলেন, “খনন চালিয়ে আমাদের দেশে এই প্রথম কোনও গ্যাসের ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। ভাগ্য সহায় থাকলে আগামী দিনে আমরা তেলও খুঁজে পাব।” কেয়ার্ন ইন্ডিয়ার শাখা সংস্থা কেয়ার্ন লঙ্কা জানিয়েছে, মান্নার বেসিনে প্রথম কূপটি খননের পরেই তারা ওই ভাণ্ডারের সন্ধান পায়। এবং তার পরেই সরকারকে ওই বিষয়টি জানানো হয়। তবে ওই গ্যাসের পরিমাণ বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করার মতো কি না, তা বোঝার জন্য কূপটি আরও কিছুটা খনন করতে হবে বলেও জানিয়েছে সংস্থা। |
|
|
|
|
|