ইয়েমেনে বোমাবর্ষণ, হত ৩০ সেনা
সংবাদসংস্থা • সানা |
সরকারি যুদ্ধবিমান দেশের সেনাশিবিরের উপর ‘ভুল করে’ বোমা ফেলায় প্রাণ হারালেন ৩০ ইয়েমেনি সেনা। গত কাল সন্ধ্যায় দক্ষিণ ইয়েমেনের জিঞ্জিবারে ঘটনাটি ঘটেছে। সেখানে একটি স্কুলে ছিল ইয়েমেনি সেনাদের অস্থায়ী শিবির। সরকারি যুদ্ধবিমান থেকে ওই স্কুলের উপর বোমা ফেলা হলে অন্তত ৩০ জন সেনার মৃত্যু হয়েছে। সরকারের তরফে এ ক্ষেত্রে ‘ভুল’ হওয়ার কথা বলা হলেও ওই সেনাদের অনেকে সরকার-বিরোধী বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। |
দুঃখপ্রকাশ করলেন ক্যামেরন
সংবাদসংস্থা • লন্ডন |
দুই মহিলা এমপি সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। পার্লামেন্টের অধিবেশন চলাকালীন এর আগে ক্যামেরন লেবার পার্টির অ্যাঞ্জেলা ইগলের উদ্দেশে বলেছিলেন, “মাথা ঠান্ডা করুন ডিয়ার।” এ ছাড়া ক্যামেরন নিজেরই কনজারভেটিভ পার্টির সদস্য নাডিন ডোরিস সম্পর্কেও বলেন, “ওঁর তো হতাশার শেষ নেই।” এ থেকেই শুরু হয় বিতর্ক। আজ একটি সংবাদমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন ক্যামেরন। তিনি বলেছেন, “আমি আমার ভুল স্বীকার করছি। আমার মন্তব্যে কেউ আহত হয়ে থাকলে ক্ষমা চাইছি।” |