তার ছিঁড়ে বিঘ্ন ট্রেন চলাচলে |
ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হল পূর্ব রেলের আসানসোল ডিভিশনে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই ডিভিশনের বরাকর স্টেশনে তার ছিঁড়ে যায়। এর জেরে নানা স্টেশনে আটকে পড়ে শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ও অন্য বেশ কিছু ট্রেন। শক্তিপুঞ্জ এক্সপ্রেসের কিছু যাত্রীর ধানবাদ থেকে অন্য ট্রেন ধরার ছিল। কিন্তু ট্রেনটি বোরাচক স্টেশনে আটকে পড়ায় ওই যাত্রীরা বিক্ষোভ দেখান। রাত সাড়ে ৯টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে রেল সূত্রে জানানো হয়েছে।
|
নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারায় একটি মিনিবাসের সাত জন যাত্রী জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ৯টা নাগাদ দু’নম্বর জাতীয় সড়কের রানিগঞ্জ টিবি হাসপাতালের সামনে। রবিবার সকালে জামুড়িয়া থেকে একটি বাসটি রানিগঞ্জ যাচ্ছিল। টিবি হাসপাতালের সামনে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারে। জখম সাত জন যাত্রীকে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাসের চালক ও খালাসি পলাতক।
|
বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অনিন্দ সৌ (২৫)। তাঁর বাড়ি মামড়া বাজার। এ দিন তিনি জাতীয় সড়ক ধরে সিটি সেন্টারের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
|
বাড়িতে ঢুকে টাকা, গয়না চুরি করে পালাল দুষ্কৃতীরা। শনিবার গভীর রাতে সবুজনগরে ঘটনাটি ঘটে। রুমালে মুখ ঢাকা কয়েক জনের একটি দুষ্কৃতী দল প্রশান্ত পাল নামে এক ডিএসপি-র অবসরপ্রাপ্ত কর্মীর বাড়িতে ঢুকে নগদ টাকা, সোনার গয়না ও মোবাইল চুরি করে চম্পট দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
আসানসোল শিল্পাঞ্চলে পালিত হল মোহন দাস কর্মচন্দ গাঁধীর জন্মদিন। এ দিন সকালে আসানসোল গাঁধী মোড়ের পুর্নাবয়ব মূতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ও আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। এর পরে মহিশীলায় গাঁধী মূর্তিতে মাল্যদান এবং অনুষ্ঠানের আয়োজন করে আসানসোল পুরসভা। নিয়ামতপুর কংগ্রেস কার্যালয়েও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে কুলটির মিঠানি-রানিসায়র সিধো-কানহু উৎনাও গাঁওতা দ্বি-দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। অন্য দিকে, রবীন্দ্রভবনের প্রাঙ্গণে আলোর অভাবে সভা করতে পারল না কয়েকটি সংগঠন। বাধ্য হয়ে তারা রবীন্দ্রভবনের সামনে রাস্তায় সভা করে। বক্তৃতা করেন আইনজীবী অসীম ঘটক ও অধ্যাপক কালীনাথ দে প্রমুখ।
|
উদয়ন সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় বিজয়ী হল আয়োজক সংস্থা। তারা ঝাঝরা গ্রামকে ১-০ গোলে হারায়। |