পুজোর খবর
• ত্রিবেণীর জল ছাড়া পুজো হয় না! ১১৫ বছরের পুরনো মালদহের হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গোল সর্বজনীন দুর্গোৎসবের পুজোয় আজও ওই রীতির হেরফের হয় না। ওই পুজো একসময় ছিল হরিশ্চন্দ্রপুরের জমিদার রামপ্রসন্ন রায়ের বাডির পুজো। অভিমানে তারা একসময় দেবীকে বিসর্জন দেন। নদীর ঘাটে ভেসে আসা কাঠামো তুলে পুজো শুরু করেন ভিঙ্গোলের বাসিন্দারা। বলি বন্ধ ছাড়া রায় বাড়ির পুরনো সব রীতিই মেনে চলা হয়।

• সমস্ত দেবী প্রতিমার সাজ হয় সোনালি রঙে। রতুয়ার বাখরা সর্বজনীন ওই দুর্গোৎসব ৩০০ বছরের পুরানো। প্রতিমা হয় একচালায়। এখন সর্বজনীন হলেও একসময় ওই পুজো অবশ্য শুরু হয়েছিল প্রয়াত গনি খানের মামাবাড়ি তথা নূরপুরের খান জমিদারদের উদ্যোগে। ফলে পুরানো সমস্ত প্রথাই মেনে চলা হয় আজও। পুজো কমিটির পক্ষে অনির্বাণ পান্ডে জানান, স্থানীয় বাসিন্দাদের ওই পুজো সম্প্রীতির পুজো বলেই পরিচিত।

• সপ্তমী, অষ্টমী, নবমী ৩ দিনই পাঠা বলি হয়। ১৩২ বছরের পুরনো ওই পুজো হয় একচালায়। রতুয়ার আড়াইডাঙ্গা সর্বজনীন ওই দুর্গোৎসব অবশ্য এলাকায় বিপ্লবীদের পুজো নামেই পরিচিত। কেননা স্থানীয় এক স্বাধীনতা সংগ্রামী অতুল কুমারের উদ্যোগে কয়েকজন স্বাধীনতা সংগ্রামী মিলে একসময় ওই পুজো শুরু করেছিলেন। প্রতিমা ডাকের সাজের।

• কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী নেই। শুধুই সিংহবাহিনী দেবী মূর্তির আরাধনা হয় রতুয়ার পরানপুর যুব সঙ্ঘের পুজোয়। পুজো শুরু হয়েছিল ৪৮ বছর আগে। এ বারও পুজো হচ্ছে বেশ বড় বাজেটে। ৫ দিন ধরে মেলা ওই পুজোর অন্যতম আকর্ষণ। কমিটির পক্ষে সুমন দাস জানান, পুজোর কটা দিন গোটা এলাকার বাসিন্দারাই মেতে ওঠেন।

• দেবীর স্বপ্নাদেশে নদীর ঘাটে আটকে থাকা কাঠামো তুলে এনে পুজো শুরু করেছিলেন জহর খাঁ নামে মুসলিম সম্প্রদায়ের এক মানুষ! রতুয়া বাজার সর্বজনীন দুর্গোত্সব তাই এলাকায় সম্প্রীতির উত্সব বলেই পরিচিত! ৩০০ বছরের পুরনো ওই পুজো হয় একচালায়! রয়েছে বলির প্রথাও!

• গীতাঞ্জলির শতবর্ষ উদযাপন করবে শিলিগুড়ির গ্রিন পার্ক সর্বজনীন দুর্গোৎসব। পুজোর আয়োজক গ্রিন পার্ক আবাসিক সমিতি। শিলিগুড়ির উইনার্স ক্লাবের পুজো এ বার ৩৫ বছরে পড়ল। উদ্বোধন করবেন তামাং সংস্কৃতি বিশেষজ্ঞ কাজিমান গোলে। নেতাজি পল্লি ভারতী সেবক সঙ্ঘের পুজো ১৩ বছরে পড়ল।

• ‘তুমি আসবে বলে কাশফুল হাওয়ায় দোলে’। এ বার পুজোয় এই থিমই ফুটে উঠবে তুফানগঞ্জ নিউটাউন বারোয়ারিতে। জয়হিন্দ ক্লাব চত্বরে আয়োজিত ওই পুজো এ বার ৬২ বছরে পড়ল। মণ্ডপসজ্জায় রেলের ওভারব্রিজ, জলাশয়, কাশফুলের দৃশ্যায়ন ফুটিয়ে তোলা হচ্ছে।

• গ্রাম্য পরিবেশের খণ্ডচিত্র উঠে আসছে দিনহাটার কলেজপাড়া সর্বজনীন পুজো কমিটির মণ্ডপে। দিনহাটা কলেজ মাঠে ওই মণ্ডপসজ্জা হচ্ছে। উদ্যোক্তা কমিটির কর্মকর্তা বিশু ধর জানান, গ্রাম্য পরিবেশে দর্শনার্থীরা বাড়তি আনন্দ পাবেন।

• ভুবনেশ্বর সূর্য মন্দিরের অনুকরণে মণ্ডপ গড়ছেন কোচবিহার মৈত্রী সঙ্ঘে। মণ্ডপের বিতরে থাকছে কাঁচ ও কাঁচের চুড়ির সাজসজ্জা। এ বার ৪৯ তম। প্রতিমাও নজরকাড়া।

• ডাকের সাজের প্রতিমা এ বার মাথাভাঙা সুভাষপল্লি ইউনিটের পুজোর অন্যতম আকর্ষণ। ৬৪ বছরে মণ্ডপ কাল্পনিক মন্দিরের আদলে। • এলাকায় বেশির ভাগই কৃষিজীবী ও দিনমজুর। জাতপাত ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতি বছর দুর্গা পুজোয় সামিল হন ভারত-বাংলাদেশ সীমান্তের ফাঁসিদেওয়ার চটহাট এলাকার হিন্দু-মুসলিমরা। গত ১০০ বছরের বেশি সময় ধরে একই ভাবে ওই পুজোর আয়োজন হচ্ছে। সীমান্তের এই পুজো নেই কোনও জৌলুস। সাদামাটা ভাবে পুজো হলেও রয়েছে ওই চারদিন সীমান্তের মানুষ আনন্দে মেতে ওঠেন। পুজো কমিটির সম্পাদক কংগ্রেস নেতা তথা ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সদস্য হাফিজুল রহমান বলেন, “সুষ্ঠু পরিবহণ ব্যবস্থা না থাকায় সীমান্তের মানুষ দূরে কোথাও গিয়ে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন না। তাই পুজোর আয়োজন।’

• গীতাঞ্জলির শতবর্ষ উদযাপন করবে শিলিগুড়ির গ্রিন পার্ক সর্বজনীন দুর্গোৎসব। পুজোর আয়োজক গ্রিন পার্ক আবাসিক সমিতি। শিলিগুড়ির উইনার্স ক্লাবের পুজো এ বার ৩৫ বছরে পড়ল। উদ্বোধন করবেন তামাং সংস্কৃতি বিশেষজ্ঞ কাজিমান গোলে। নেতাজি পল্লি ভারতী সেবক সঙ্ঘের পুজো ১৩ বছরে পড়ল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.